Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক গেমস থেকে চীনের তৈরি পণ্য দেখুন
  2012-08-01 19:10:21  cri

 বন্ধুরা, ২৭ জুলাই লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছে। তুমুল প্রতিযোগিতা ছাড়াও এবারের অলিম্পিক গেমসে আরেকটি শব্দ লক্ষণীয় হয়ে উঠেছে, তা হচ্ছে চীনের তৈরি।

লন্ডন অলিম্পিক গেমসে চীনের তৈরি কত পণ্য আছে? চীনে উত্পাদিত পণ্যগুলোর প্রাধান্য কেবল সস্তা দামের জন্য কি না? চীনের তৈরি পণ্যের মাধ্যমে কীভাবে চীনের সৃষ্টিকে উন্নত করা যায়? আজকের লাভ ক্ষতি অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো।

লন্ডন অলিম্পিক গেমসে মার্কিন প্রতিনিধি দলের পোশাক

কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের অলিম্পিক গেমসের প্রতিনিধি দলের পোশাক সম্পূর্ণ চীনের তৈরি বলে সে দেশে হৈচৈ পড়ে গেছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হারি রেয়দ এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি মনে করি, মার্কিন অলিম্পিক কমিটির এর জন্য লজ্জা বোধ করা উচিত। আমি মনে করি, অলিম্পিক কমিটির উচিত এ সব পোশাক আগুনে পুড়িয়ে দেওয়ার পর আবার তৈরি করা।'

এরপর যুক্তরাষ্ট্রের নানা তথ্যমাধ্যমও এ ব্যাপারে নানা সমালোচনা করেছে। কোন মার্কিন সংসদ সদস্য হিসাব করে বলেন, প্রত্যেক মার্কিন খেলোয়াড়ের পোশাক ও নানা সরঞ্জামের দাম ১৫০০ মার্কিন ডলার। যদি মার্কিন শ্রমিক এটা উত্পাদন করতেন, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ১০০ কোটি মার্কিন ডলার আয় হতে পারতো। বড় চাপের সম্মুখীন হয়ে মার্কিন অলিম্পিক কমিটি প্রতিশ্রুতি দিয়েছে যে, ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক গেমসের পোশাক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উত্পাদিত হবে।

আসলে কেবল যুক্তরাষ্ট্রের অলিম্পিক পোশাক চীনের তৈরি তা নয়। চীনের ক্রিড়া পণ্য ব্যবসায়ীরা অনেক দেশের জন্য অলিম্পিক পোশাক তৈরি করে। যেমন, চীনের ম্পিক গোষ্ঠি নিউজিল্যান্ড, স্লোভানিয়া, ইরাক, লেবানন, আলজেরিয়া ও সাইপ্রাসসহ নানা দেশের জন্য অলিম্পিক পোশাক তৈরি করে। ছিয়াওডান ক্রিড়া কোম্পানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও মঙ্গোলিয়ার প্রতিনিধি দলের জন্য পুরস্কার প্রাপ্তির পোশাক তৈরি করেছে। চেনচিয়াং প্রদেশের নিংপোর একটি কোম্পানি চেক ও স্লোভাকিয়ার খেলোয়াড়দের পোশাক তৈরি করেছে। স্বাগতিক দেশ বৃটেনের প্রতিনিধি দলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের সময়কার পোশাক আর লন্ডন অলিম্পিক সাংগঠনিক কমিটির কর্মকর্তা ও রেফারিদের মোট ১১ হাজার সেট স্যুট শানতুং প্রদেশের ইয়ানথাই শহরের একটি পোশাক উত্পাদন কোম্পানি তৈরি করেছে। একটি স্যুটের দাম ৪০০০ ইউয়ান রেনমিনপি।

লন্ডন অলিম্পিক গেমসে বৃটেনের প্রতিনিধি দলের পোশাক

জানা গেছে, এবারের অলিম্পিক গেমস ৮০০ কোটি মার্কিন ডলার ব্যবসার সুযোগ আর ৭৫ হাজার বাণিজ্যিক বিনিয়োগের সুযোগ বয়ে আনবে এবং ২০০০টিরও বেশি প্রত্যক্ষ বাণিজ্য চুক্তি আর ৭০ হাজারেরও বেশি পরোক্ষ চুক্তি সৃষ্টি হবে।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040