Web bengali.cri.cn   
স্বদেশের কোলে প্রত্যাবর্তনের ১৫ বছরে হংকংয়ের অর্থনৈতিক বিকাশ
  2012-07-27 22:04:43  cri

হংকং বন্দর

 ১৯৯৭ সালের ১ জুলাই হংকং স্বদেশের কোলে প্রত্যাবর্তন করে। ১৫ বছর ধরে চীনের কেন্দ্রীয় সরকার অবিচলিতভাবে 'এক দেশে দুই সমাজ ব্যবস্থা' নীতি ও মৌলিক আইন কার্যকর করে এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন অনুযায়ী প্রশাসনকে সমর্থন করে। হংকংয়ের অতীতের পুঁজিবাদ ব্যবস্থা আর জীবনশৈলী আর মৌলিক আইনকে অপরিবর্তিত রাখা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার হংকংয়ের উন্নয়নের জন্য ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সাবেক প্রশাসক জেন ইন ছুয়ান বলেছিলেন, 'স্বদেশের ওপর নির্ভর করে, আন্তর্জাতিক প্রাধান্যের সম্মুখীন হয়ে আমরা স্থিতিশীল বিকাশ অর্জন করেছি।'

জানা গেছে, চলতি বছর হংকংয়ের মাথাপিছু জিডিপি ৩৫ হাজার মার্কিন ডলার পৌঁছাতে পারে। এটা ১৯৯৭ সালের মাথাপিছু জিডিপি ২৭ হাজার মার্কিন ডলারের চেয়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃটেনের স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস কোম্পানি হংকংয়ের ক্রেডিট শ্রেণীকে সর্বোচ্চ পর্যায়ের এ.এ.এ দিয়েছে। ১৯৯৭ সালে থেকে এ পর্যন্ত তিন বার শ্রেণীর পদোন্নতি হয়েছে। এটা এবং ২০০৩ সালে স্বাক্ষরিত 'মূলভূখণ্ড আর হংকংয়ের আরো ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বিন্যাস' এর সঙ্গে নিবিড় সম্পর্ক আছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সাবেক প্রশাসক জেন ইন ছুয়ান বলেন, প্রত্যাবর্তনের পর হংকংয়ের আন্তর্জাতিক অর্থ, বাণিজ্য ও পরিবহণের মর্যাদা আরো মজবুত হয়েছে। তিনি বলেন, 'এক দেশে দুই সমাজ ব্যবস্থার অধীনে কেন্দ্রীয় সরকার প্রতিটি ব্যাপারে আমাদের হংকংয়ের উন্নয়নের জন্য আরো বেশি সুযোগ দিয়েছে। আমি বিশ্বাস করি, এক দেশে দুই সমাজ ব্যবস্থা নীতি ছাড়া হংকংয়ের বিকাশ ও তার প্রাধান্য প্রকল্পগুলো বাস্তবায়িত হতো না।'

২০০৩ সালের পর কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের সঙ্গে 'মূলভূখণ্ড আর হংকংয়ের আরো ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বিন্যাস' এবং আটটি অতিরিক্ত চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, চীনের মূলভূখণ্ড হংকংয়ের পণ্যের জন্য সর্বক্ষেত্র শুল্কমুক্ত করেছে, হংকংয়ের ৪৭টি সেবা বাণিজ্য ক্ষেত্রের কাছে উন্মুক্ত করেছে, মূলভূখণ্ডের অধিবাসীদের হংকং ভ্রমণ উন্মুক্ত করেছে, হংকংয়ে রেনমিনপি ব্যবসা অনুমোদন করেছে। ২০১১ সালে উপপ্রধানমন্ত্রী লি খে ছিয়াং হংকং সফরকালে হংকংয়ের উন্নয়নে সহায়তা করা এবং চীনের মূলভূখণ্ডের সঙ্গে সহযোগিতা গভীর করার ধারাবাহিক নীতি ও ব্যবস্থা চালু করার ঘোষণা করেছেন। ১৯৯৭ সালে হংকংয়ের গোটা রপ্তানি বাজারে চীনের মূলভূখণ্ড মাত্র ৩৫ শতাংশ দখল করতো। এখন তা ৫২.৪ শতাংশে পৌঁছেছে। হংকংয়ে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ কার্যালয়ের পরিচালক ফাং ছিং হুয়া বলেন, 'কেন্দ্রীয় সরকার হংকংকে সমর্থন করে। এ থেকে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃঢ় সংংকল্প প্রতিফলিত হয়েছে। সার্বিকভাবে স্বচ্ছল সমাজ প্রতিষ্ঠা করা, চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করার কথা বিবেচনা করে এ পারস্পরিক উপকারিতা ও কল্যাণমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের হংকংয়ের উন্নয়নকে সমর্থন করা এক দিকে যেমন হংকংয়ের প্রয়োজন, অন্য দিকে তেমনি দেশের প্রয়োজন। আসলে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় হংকংও বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা পালন করেছে। হংকং মূলভূখণ্ডের বৃহত্তম বহির্পুঁজির উত্স স্থান, মূলভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠানের বৃহত্তম বহির অর্থ সংগ্রহ কেন্দ্র এবং মূলভূখণ্ডের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।

চায়না ব্যাংকের হংকং শাখা কোম্পানি

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নতুন প্রশাসক লিয়াং চেন ইং একটি উদাহরণ দিয়ে হংকংকে কেন্দ্রীয় সরকারের দেওয়া সমর্থন আর 'এক দেশে দুই সমাজ ব্যবস্থার' সৃজনশীলতা বর্ণনা করেছেন। তিনি বলেন, 'প্রত্যাবর্তনের আগে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রিডম্যান চীন সফর করার সময় একজন হংকংয়ের সংবাদদাতা তাঁকে প্রশ্ন করেন, ১৯৯৭ সালের পর হংকং অব্যাহতভাবে হংকং ডলার ব্যবহার করবে। এ ব্যাপারে আপনার মতামত কী? তিনি বলেন, এক দেশে দুই সমাজ ব্যবস্থা হলেও এক দেশের মধ্যে দুই রকম মুদ্রা থাকা সম্ভব না। তাঁর এ কথা ছিলো হংকংবাসীদের ব্যাপক উদ্বেগের ব্যাপার। ১৯৯৭ সালে হংকংয়ের মুদ্রা মৌলিক আইন অনুযায়ী নির্ধারিত হয়েছে হংকং ডলার। হংকংয়ে হংকং ডলারের মুক্ত প্রচলন ও বিনিময় করা যায়। আমরা সত্যতার মধ্য দিয়ে প্রমাণ করেছি যে, এক দেশে দুই রকম মুদ্রা প্রচলন পুরোপুরি সম্ভব।'

চোংইন হংকং লিমিডেট কোম্পানির চেয়ারম্যান হো কুয়াং পেই বিশ্বমুখী হংকংয়ের প্রাধান্য বিশ্লেষণ করে বলেন, 'হংকংয়ের বাজার একটি উন্মুক্ত অর্থনৈতিক সত্তা। যেমন হংকং আর ইউরোপ, বিশেষ করে ব্রিটেনের সঙ্গে আইনী ব্যবস্থা খুব কাছাকাছি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল বেশি বলে, সেখানে আন্তর্জাতিক প্রতিভাবান ব্যক্তিও অনেক। একটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে মূলভূখণ্ডের বাজারের তুলনায় হংকংয়ের অনেক প্রাধান্য আছে।'

হংকংয়ের বিশ্বমুখী প্রাধান্য গত ১৫ বছরে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশে প্রবেশের প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা পালন করেছে। হংকংয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর প্রধান অর্থনীতিবিদ লিয়াং হাই কুও বলেন, 'এক দিকে আমরা কয়েকটি প্রতিনিধিদলকে মূলভূখণ্ডের বিভিন্ন শহরে পাঠিয়ে হংকংকে তুলে ধরেছি। মূলভূখণ্ডের বিভিন্ন শহরের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশে যাওয়ার ক্ষেত্রে হংকংয়ের প্লাটফর্মকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা ব্যাখ্যা করেছি। তারপর আমরা হংকংয়ে মূলভূখণ্ডের বিভিন্ন শহরের অনেক প্রতিনিধিকে অভ্যর্থনা জানিয়েছি। তা ছাড়া আমরা মূলভূখণ্ডের বিভিন্ন প্রদেশের প্রতিনিধিদলের সঙ্গে যৌথভাবে বিদেশে সফর করেছি। যেমন গত বছরের মে মাসে আমরা চিয়াংসু প্রদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোস্টন, লস অ্যাঞ্জেলেস সফর করেছি এবং তা সফল হয়েছে।'

স্বদেশের কাছে হংকংয়ের প্রত্যাবর্তনের ১৫ বছরে আন্তর্জাতিক অর্থ, বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে তার মর্যাদা আরো উন্নতি হয়েছে। ২০১১ সালের মার্চ মাসে চীনের জাতীয় দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায় প্রথম বারের মতো হংকং ও ম্যাকাওয়ের জন্য পৃথক অনুচ্ছেদ অন্তর্ভূক্ত করা হয়েছে। তাতে স্পষ্টভাবে জাতীয় উন্নয়নে হংকংয়ের কৌশলগত মর্যাদা লিপিবদ্ধ হয়েছে।

স্বদেশের ওপর নির্ভর করে এবং বিশ্বমুখী প্রাধান্য হাতে রেখে স্বদেশে প্রত্যাবর্তনের ১৫ বছরে হংকং অর্থনীতির মহাউন্নয়ন অর্জন করেছে। (ইয়ু / শান্তা / এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040