Web bengali.cri.cn   
চীনের নববর্ষ উপলক্ষ্যে ঢাকায় চীনা চলচ্চিত্র উত্সব শুরু
  2012-01-09 21:01:03  cri

চীনের নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত চলচ্চিত্র উত্সবে অতিথিরা। (ছবি: দিদারুল ইকবাল)

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এ উত্সবের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং শিয়েন ই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রে সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

প্রধান অতিথি শিক্ষাসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক শিয়ে নান আকাশ। (ছবি: দিদারুল ইকবাল)

ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সিআরআই-এসমএফ কনফুসিয়াস ক্লাসরুম যৌথভাবে এ চলচ্চিত্র উত্সবের আয়োজন করে।

উত্সবের উদ্বোধন করে চীনা রাষ্ট্রদূত চাং শিয়েন ই বলেন, এ চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চীনকে জানতে পারবে এবং এর ফলে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে। এবারের চীনের নববর্ষ ড্রাগন বর্ষ সবার জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

প্রধান অতিথি ড. কামাল আব্দুল নাসের চলচ্চিত্র উত্সব আয়োজনের জন্য চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে যে কোনো সাংস্কৃতিক সহযোগিতায় আগ্রহী।

বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ক্রেস্ট দিচ্ছেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমামুল কবির শান্ত। (ছবি: দিদারুল ইকবাল)

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে চীন বিশ্ব শক্তি হয়ে উঠছে। আগামীতে প্রাচ্য বিশ্বকে নেতৃত্ব দেবে আর তার অগ্রভাগে থাকবে চীন। চীনা চলচ্চিত্র উত্সব দুদেশের মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করবে বলে মন্তব্য করেন অধ্যাপক সায়ীদ।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040