|
নবনিযুক্ত কাউন্সিলর লিয়াং পিনের হাতে উপহার তুলে দিচ্ছেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমামুল কবির শান্ত। ছবি: মহিউদ্দিন তাহের।
ঢাকাস্থ চীনা দূতাবাসের বিদায়ী সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন কাইফু ও নতুন সাংস্কৃতিক কাউন্সিলর লিয়াং পিনের সম্মানে রোববার এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম।
রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআরআই এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ভাইস চেয়ারম্যান ইমামুল কবির শান্ত, তার স্ত্রী ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তাহমিনা কবির মারিয়াম, ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও ড. গোলাম মোস্তফা, কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের, বিদায়ী ও নতুন কাউন্সিলরের স্ত্রীরা এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তারা।
নয়া কাউন্সিলর লিয়াং পিনের সঙ্গে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট-শিক্ষক মহি্উদ্দিন তাহের। ছবি: মাহমুদ হাশিম।
বিদায়ী কাউন্সিলর ছিয়েন কাইফুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইমামুল কবির শান্ত বলেন, কনফুসিয়াস ক্লাসরুম পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহায়তা দিয়েছেন। নতুন কাউন্সিলর লিয়াং পিন এক্ষেত্রে তার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
নৈশভোজের পর বিদায়ী ও নতুন কাউন্সিল এবং তার স্ত্রীদের হাতে উপহার তুলে দেন ইমামুল কবির শান্ত ও তার স্ত্রী তাহমিনা কবির মারিয়াম।
চীনা দূতাবাসের সংবর্ধনায় নবনিযুক্ত সাংস্কৃতিক কাউন্সিলর লিয়াং পিন ও তার স্ত্রীর সঙ্গে অথিতিরা। ছবি-মিং তং।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |