Web bengali.cri.cn   
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সিআন বিশ্ব উদ্যানমেলা পরিদর্শন
  2011-06-18 20:01:59  cri

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিশ্ব উদ্যান মেলায় কর্মরত বাংলাদেশী কর্মীর সঙ্গে করমর্দন করেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সিআন প্রদেশের গণ সরকারের কর্মকর্তাদের সঙ্গে ১৮ জুন সকালে সিআন বিশ্ব উদ্যান মেলায় পরিদর্শন করেছেন।

দীপু মনি সিআন বিশ্ব উদ্যানমেলার উদ্ভাবন ভবন, ছাংআন টাওয়ার, প্রকৃতি ভবন আর বাংলাদেশ উদ্যান পরিদর্শন করেন। তিনি বিশ্ব উদ্যানমেলার স্থাপত্যকর্মসহ নানা ক্ষেত্রের উচ্চ মূল্যায়ন করেন।

তিনি বলেন, সিআন বিশ্ব উদ্যান মেলায় প্রকৃতি, প্রযুক্তি, উদ্ভাবন ও সবুজ ধারণাসহ নানা বিষয়ের চমত্কার সংমিশ্রণ ঘটেছে। এখানে তিনি এবারের বিশ্ব উদ্যানমেলার 'প্রাকৃতিক ছাংআন, সৃজনশীল প্রকৃতি' চিন্তাধারা অনুধাবন করেন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সিআরআই'র সংবাদদাতাকে সাক্ষাত্কার দেন

দীপু মনি বলেন, সিআন বিশ্ব উদ্যান মেলা হচ্ছে সারা বিশ্বের জনগণের মহাসম্মিলনী। এ সুযোগে বিশ্বের বিভিন্ন দেশ নিজের সংস্কৃতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নের অবস্থা যথার্থভাবে প্রদর্শন করতে পারে। তিনি আশা করেন, এবারের বিশ্ব উদ্যানমেলা বাংলাদেশের ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে উপলব্ধি এবং তার সঙ্গে মৈত্রী বাড়াবে।

উল্লেখ্য, দীপু মনি ১৭ জুন শাংহাই সফর শেষ করে সিআনে পৌঁছান। ১৮ জুন বিকালে তাঁর পেইচিংয়ে যাওয়ার কথা। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040