|
চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রী লাভ করেন।
দেশের অন্যতম জাতীয় দৈনিক সংবাদ-এর মাধ্যমে সাংবাদিকতায় যোগ দেন ১৯৯৭ সালে। পরবর্তীতে জাতীয় দৈনিক ভোরের কাগজ ও যায়যায়দিন-এ সিনিয়র সাব-এডিটর ও শিফ্ট ইনচার্জ (নিউজ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০২ সালে জার্মান সরকারের বৃত্তি নিয়ে বার্লিনস্থ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জার্নালিজম-এ সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৫ সালে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে। একবছর তিনি পেইচিং-এ বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি সিআরআই বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি নিযুক্ত হন। পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে সিনিয়র নিউজ রুম এডিটর হিসেবে কাজ করছেন।
বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে 'দত্যিরা সব পালিয়ে যায়' নামে তার একটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে।
মাহমুদ হাশিম আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন অবৈতনিক কর্মী। তিনি বিশ্ব সাহিত্য পাঠচক্রের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |