|
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত বাংলায় চীনা ভাষা শিক্ষাবিষয়ক বিশেষ কোর্স 'রবি দূরপাঠ' জনপ্রিয় হয়ে উঠেছে।
গত ২৬ মে থেকে ৪৫ মিনিটের এ অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। সপ্তাহে দুদিন - শুক্র ও শনিবার -- বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হচ্ছে 'রবি দূরপাঠ'। এছাড়া পরদিন বেলা ১২টা ১৫ মিনিট থেকে পুনঃপ্রচার হচ্ছে এটি।
এ কোর্সে প্রশিক্ষক হিসেবে আছেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের পরামর্শক শিক্ষক মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন উম্মে ওয়ারা মিশু ও লিজা। 'রবি দূরপাঠ' প্রযোজনা করেছেন আমজাদ সুজন, ফরিদা লিমাম ও ত্রিদিব বর্মণ।
বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানটি চীনা ভাষা শিক্ষার পাশাপাশি চীনের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আরো জানার এবং চীন ভ্রমণে আগ্রহী করে তুলছে দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে দর্শকদের সরাসরি অংশগ্রহণ চীন সম্পর্কে জানার পথ আরো সহজ করে দিয়েছে। ইতিমধ্যে বহু দর্শক টেলিফোনে অংশ নিয়েছেন এবং ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও মহিউদ্দিন তাহেরের কাছে চীন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করেছেন।
চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংঘ, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, 'রবি দূরপাঠ' সম্পর্কে মাল্টিমিডিয়া প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের কাছে মোবাইল এসএমএস পাঠানো এবং ই-মেইল, ওয়েবসাইট, কমিউনিটি ব্লগ, ফেইসবুক, টুইটার, পত্রিকা/ম্যাগাজিন ও লিফলেটের মাধ্যমে প্রচারণা।
অনুষ্ঠানের প্রতিটি পর্ব শেষে দর্শকদের জন্য একটি করে কুইজ থাকছে। কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে তিনমাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
অনুষ্ঠানকালে সরাসরি যোগাযোগ করতে ফোন করা যাবে ০২-৮৩৩২৫০৯ অথবা ০২-৮৩৩২৭৫৪ নম্বরে। এছাড়া ই-মেইল বা মোবাইল এসএমএস এর মাধ্যমেও প্রশ্ন করা যাবে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv। আর মোবাইল এসএমএস এর জন্য এসএমএস অপশনে গিয়ে প্রথমে (dp প্রতিদিনের কুইজের উত্তর পাঠানো যাবে তার পরদিন বিকেল ৪টার পর্যন্ত। কুইজের উত্তরও পাঠানো যাবে ই-মেইল অথবা মোবাইল এসএমএস করে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv। আর এসএমএস-এ উত্তর পাঠাতে হলে (dp এছাড়া অনুষ্ঠান সংক্রান্ত যে কোন বিষয়ে মতামত বা প্রস্তাব পাঠানো যাবে এই ঠিকানায়: প্রযোজক, রবি দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৭০, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা- ১২১৭।
---দিদারুল ইকবাল
মনিটর, চীন আন্তর্জাতিক বেতার
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |