Web bengali.cri.cn   
ইয়ানআন বেতার থেকে আপনার শহরের সিআরআই'র এফএমে পরিবর্তন
  2011-06-09 13:29:37  cri
সুপ্রিয় বন্ধরা, এ বছর হল চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। সিআরআই দ্বিতীয় ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত সিআরআই ৬১টি ভাষায় সারা বিশ্বে প্রচার করার একটি আন্তর্জাতিক প্রচার সংস্থায় পরিণত হয়েছে। ৭০ বছরে সিআরআই অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণকে সমবেদনা জানাচ্ছে, শান্তির আকাংক্ষা প্রকাশ করছে এবং বিশ্বের বহুমুখী সংস্কৃতি তুলে ধরছে। আজ থেকে আমরা চারবার অনুষ্ঠানের মাধ্যমে সিআরআই'র ৭০ বছরের গল্প আপনাদেরকে জানাবো। আশা করি, আপনারা আমাদের "কালের স্মৃতি-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" নামের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

আজের অনুষ্ঠানের পর আমি আপনাদের কাছে দু'টি প্রশ্নের জবাব চাইবো। এক, সিআরআই'র প্রথম সম্প্রচারে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? দুই, সিআরআই প্রথমবারের মত কোন শহরে এফএম বেতার প্রতিষ্ঠা করেছে?

আপনারা ভালভাবে শুনলে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বিশ্বাস করি, সব শ্রোতার কাএ এ সংগীত খুবই পরিচিত। এ সংগীত এখন সিআরআই'র প্রতীকে পরিণত হয়েছে।

"চীনের অবস্থান, বিশ্বের দৃষ্টি, মানবজাতির মন" হল সিআরআই'র ধারণা।

জাপানী ফ্যাসিস্ট বিরোধীতার প্রচারের জন্য চীনের কমিউনিস্ট পার্টি তার ঘাঁটি ইয়ানআনে সিনহুয়া বেতার প্রতিষ্ঠা করেছে। ১৯৪১ সালের ৩ ডিসেম্বর সিনহুয়া বেতার প্রথমবারের মত জাপানী ভাষায় সম্প্রচারিত হয়। সিনহুয়া বেতারের প্রথম উপস্থাপক ছিলেন যুদ্ধ বিরোধী চীনা মানুষ ইউয়ান ছিংচি। তাঁর সম্প্রচারিত অনুষ্ঠানের মাধম্যে বহু জাপানী সৈন্য যুদ্ধের বিরোধীতা করে যুদ্ধে অংশ নিয়েছিল। জাপানী ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধে বিজীয় হওয়ার পর ইয়ানআন সিনহুয়া বেতার ১৯৪৭ সালে ইংরেজিতে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। এখন পর্যন্ত বিশ্বের নানা স্থানে সিআরআই'র ইংরেজি অনুষ্ঠান শুনতে পাওয়া যায়।

নয়া চীন প্রতিষ্ঠার আগে সিআরআই পেইচিংয়ে অবস্থিত ছিল। ১৯৪৯ সালের জুন মাস থেকে সিআরআই ছাওচৌ, কুয়াংচৌ ও মিননান চীনের চারটি আঞ্চলিক ভাষায় সম্প্রচার করে। চীনের বৈদেশিক প্রচারের কাজ সমর্থন করার জন্য বহু বিদেশে প্রবাসী চীনা বংশোদ্ভূত চীনে ফিরে এসে সিআরআইতে কাজ করেন।

১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থাপক তিং ইলেন মাদাম থিয়ানআনমেন ভবনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে তিনি সিআরআই'র মহাপরিচালকের পদে নিযুক্ত হন। "ইয়ানআন সিনহুয়া বেতার রাজধানী পেইচিংয়ে এসেছে এবং সর্বশেষে তার নাম চীন আন্তর্জাতিক বেতারে পরিণত হয়েছে। বর্তমানে সিআরআই ৬১টি ভাষায় আন্তর্জাতিক অনুষ্ঠান প্রচার করছে। তা হল সারা বিশ্বে সবচেয়ে বেশি ভাষায় সম্প্রচারিত আন্তর্জাতিক প্রচার সংস্থা।"

গত শতাব্দীর ৭০ দশকে চীন সংস্কার ও উন্মুক্তকরণ শুরু করে। এতে সিআরআই ব্যাপক উন্নয়নের সুযোগ পেয়েছে। সিআরআই প্রচারের ধারণা, অনুষ্ঠানের বিষয়ও সংস্কার করেছে। তখন সিআরআই'র মহাপরিচালক তিং ইলেন যুক্তরাষ্ট্র, জার্মানী ও দক্ষিণ অ্যামেরিকা পরিদর্শন করে বিদেশে সংবাদ কেন্দ্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন।

সিআরআই'র সংস্কার বেশি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জার্মানীর হোরেন (Horen) মেগাজিনে বলা ছিল, সিআরআই'র জার্মান অনুষ্ঠানের পরিবর্তন হল চীন থেকে আসা পরিষ্কার বাতাস এবং মানুষ পছন্দ করার বেতার।

এ পর্যন্ত সিআরআই'র সারা বিশ্বে ৩২টি সংবাদ কেন্দ্র রয়েছে এবং আগামী দশ বছরের মধ্যে আফ্রিকা, মধ্য-প্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় ৮টি কেন্দ্রীয় স্টেশন প্রতিষ্ঠা করবে। একটি উন্নয়নশীল দেশের গণ মাধ্যম হিসেবে সিআরআই আরো গভীরভাবে সারা বিশ্বের নানা স্থানের নতুন পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদের অবস্থা প্রচার করবে।

সিআরআই'র প্রচারের পদ্ধতি ও প্রযুক্তিও অব্যাহতভাবে উন্নত হচ্ছে। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে সিআরআই'র প্রথম এফএম বেতার কেনিয়ার নাইরোবি এফএম বেতার প্রতিষ্ঠিত হয়। এক মাস পর চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং পেইচিংয়ে দেশী-বিদেশী সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন, "আমি বহু আফ্রিকান দেশ সফর করেছি। আমি আবিশ্কার করেছি, চীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হচ্ছে। আমি জানি, সিআরআই'র অনুষ্ঠান আফ্রিকান দেশগুলোর মধ্যে খুবই জনপ্রিয়।"

৯ মাস পর লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সিআরআই'র দ্বিতীয় এফএম বেতার প্রতিষ্ঠিত হয়। তখন সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও লাওসের প্রেসিডেন্ট চৌম্মালি সায়াসনে একসাথে প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চৌম্মালির সারা পরিবার সিআরআই'র শ্রোতায় পরিণত হন। এ সম্পর্কে চৌম্মালি বলেন, "সিআরআই'র অনুষ্ঠান লাওসে খুবই জনপ্রিয়। আমি এবং লাওসের জনগণ নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনছে। শুধু সমৃদ্ধ তথ্য তা নয়, বরং লাওসের জনগণ সিআরআই'র অনুষ্ঠানের মাধ্যমে চীনকে জানতে পারেন। আমি মনে করি, সিআরআই হল লাওসের সমাজের গণ মাধ্যমের একটি অংশ। সিআরআই হল দু'দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী জোরদারের সেতু।"

গত ১ জুন পর্যন্ত সিআরআই সারা বিশ্বে ৬০টি এফএম বেতার প্রতিষ্ঠা করেছে। এসব বেতার প্রতিদিন প্রায় ১হাজার ২শ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করে।

সিআরআই'র অনুষ্ঠান জনপ্রিয় হওয়ার কারণ হল বরাবরি মানবজাতির মন ও গণ সেবার ধারণায় অবিচল থাকা।

আরো কার্যকরভাবে আন্তর্জাতিক প্রচার করার জন্য সিআরআই অব্যাহতভাবে নতুন প্রচারের পদ্ধতির উন্নয়ন করছে। এখন সিআরআই অন লাইনে আপনি সিআরআই'র ৬১টি ভাষার সর্বশেষ অনুষ্ঠান দেখতে ও শুনতে পারেন।

২০১১ সালে সিআরআই চীন আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্কে বা সিআইবিএন প্রতিষ্ঠা করে। এটি হল ইন্টারনেট টেলিভিশন, মোবাইল ফোন বেতার ও টেলিভিশন, মাল্টিমিডিয়া ভ্রাম্যমাণ বেতারসহ নানা নতুন প্রচারমাধ্যম গড়ে তোলার একটি গোষ্ঠী। সিআরআই'র এখনকার মহাপরিচালক ওয়াং গেংনিয়ান বলেন, এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, প্রায় ৭০ বছরের ইতিহাসসমৃদ্ধ চীন আন্তর্জাতিক বেতার সার্বিকভাবে নতুন প্রচারমাধ্যম ক্ষেত্রে প্রবেশ করেছে। তিনি আগামী পাঁচ বছরের পরিকল্পনা সম্পর্কে বলেন "আগামী ৫ বছরের মধ্যে সিআরআই সমৃদ্ধ কর্মক্ষম জনশক্তি ও প্রচারের সম্পদের ভিত্তিতে সিআইবিএন সারা বিশ্বে একটি প্রভাবশালী আন্তর্জাতিক প্রচারমাধ্যম গোষ্ঠী প্রতিষ্ঠা করবে।"

সুপ্রিয় বন্ধুরা, আজকের বিশেষ অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে আবারো দু'টি প্রশ্ন জানাবো।

এক, সিআরআই'র প্রথম সম্প্রচারে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? দুই, সিআরআই প্রথমবারের মত কোন শহরে এফএম বেতার প্রতিষ্ঠা করেছে?

আশা করি, সব শ্রোতা এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

ছাই ইউয়ে

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040