Web bengali.cri.cn   
চীনের খরগোস বর্ষ এবং বসন্ত উত্সব-২০১১
  2011-02-22 19:59:52  cri
বাংলাদেশ আর চীনের ঐতিহ্য ও সংস্কৃতিগত মিল এবং জনগণের গভীর মৈত্রী দু'দেশের আর্থ-সামাজিক বন্ধনকে আরো সংহত করতে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা উত্তরায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম আয়োজন করে চীনের খরগোস বর্ষ এবং বসন্ত উৎসব-২০১১।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন খাইফু।

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন খাইফু'কে ক্রেস্ট প্রদান করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবীর শান্ত

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র উপাচার্জ প্রফেসর ড:শামসুল হক, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তা-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবীর শান্ত, সিআরআই-এসএমএফ ক্লাস রুমের পরিচালক ড.শেখ মঈন উদ্দিন আহমেদ, মায়ানমারস্থ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) রোকনউদ্দৌলা, তুর্কী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার নির্বাহী পরিচালক মি.ফাতেহ, সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের ডাইরেক্টর অব সিকিউরিটি লে. কর্নেল (অব:) এম.এ. সালাম, সান্তা মারিয়াম ক্রিয়েটিভ টেকনোলজী ইউনিভার্সিটির পরিচালক ড.মোশাররাত শাবনাম, টেলিভিশন ব্যক্তিত্ব ম.হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.মনসুর মুসা, চীন আন্তর্জাতিক বেতারের সাবেক উপস্থাপক রাশিদা তাহের, বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান কুটনৈতিকবৃন্দ, চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাসংঘ প্রতিনিধি হিসেবে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, শহীদুল কায়সার লিমন, সদস্য ফাহমিদা হোসেন সিমু, ফারজানা সুলতানা সামিয়া, মানিক, ক্লাবের সদস্য এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র মো:আব্দুল্লাহ আল মামুন, নিয়াজ আহমেদ হাসিব। এছাড়া উত্তরা ঢাকার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ শিক্ষা ও আর্থ-সামাজিক অঙ্গনের প্রায় তিন শতাধিক শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সংগীত পরিবেশন করছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং, কনসালটেন্ট মহিউদ্দিন তাহেরসহ বাংলাদেশ ও চীনের শিল্পীরা

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শান্তা-মারিয়াম ফাউন্ডেশন এবং চীন আন্তর্জাতিক বেতারের দু'টি প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া একুশে গ্রন্থমেলায় চীন আন্তর্জাতিক বেতারের আন্তর্জাতিক মিডিয়া স্টলের কর্যক্রম সম্পর্কেও তুলে ধরা হয়।

সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের কনসালটেন্ট এবং শিক্ষক মহিউদ্দিন তাহের ও চীনা রমনী চাং সিজিয়ে আয়েশার নান্দনিক উপস্থাপনায় চীনা ও বাংলা ভাষায় নানা রকম উদযাপনী তৎপরতার মধ্যে শুভ নববর্ষের গানের সঙ্গে শান্তা মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজীর ছোট্ট সোনামনিদের পরিবেশনায় চীনা নৃত্য, বাঙালীদের কন্ঠে চীনা গান, চীনা নারীর কন্ঠে বাংলা গান বিশেষ করে ইয়াং ওয়েই মিং স্বর্ণার কন্ঠে বাংলা রবীন্দ্র সংগীত, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র মো:আব্দুল্লাহ আল মামুনের কন্ঠে চীনা ভাষায় কবিতা আবৃত্তি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের গান-নাচ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের ছাত্র লিংকন এবং সান্তা মারিয়াম ক্রিয়েটিভ টেকনোলজী ইউনিভার্সিটির ছাত্র শিবুরাজ ও তার দলের সদস্যদের যাদু প্রদর্শনী এবং 'চীনা ভাষার উপর সাধারন জ্ঞান প্রতিযোগিতা' উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেছিলো।

'চীনা ভাষার উপর সাধারন জ্ঞান প্রতিযোগিতা'টি ছিলো অত্যন্ত আকর্ষনীয়, আনন্দদায়ক এবং মজার। এই প্রতিযোগিতার শুরুতে কয়েকটি চীনা ভাষা এবং বাংলায় তার অর্থ কি তা শিখানো হয় এরপর উপস্থিত অতিথিদের মধ্যে কয়েকজন-কে আমন্ত্রন জানানো হয় এবং বিভিন্ন বাংলা শব্দের চীনা উচ্চারণ কি বা কিভাবে হবে তা জানতে চাওয়া হয়। সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং ক্লাস রুমের কনসালটেন্ট ও শিক্ষক মহিউদ্দিন তাহের 'চীনা ভাষার উপর সাধারন জ্ঞান প্রতিযোগিতা' পরিচালনা করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে বাংলা শব্দের চীনা ভাষায় উত্তর দেন। সান্তা মারিয়াম ক্রিয়েটিভ টেকনোলজী ইউনিভার্সিটির পরিচালক ড.মোশাররাত শাবনাম, সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের ডাইরেক্টর অব সিকিউরিটি লে. কর্নেল (অব:) এম.এ. সালাম, তুর্কী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার নির্বাহী পরিচালক মি.ফাতেহ, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য ফাহমিদা হোসেন সিমু এবং মানিকসহ অন্যান্য অতিথি এই চীনা ভাষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে উপহার হিসেবে চীন আন্তর্জাতিক বেতারের ক্যালেন্ডার দেওয়া হয়। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যে ছোট ছোট চীনা ভাষা শিখেছেন তা কিন্তু নয় অনুষ্ঠানে আগত সকল অতিথিই চীনা ভাষার কিছু সম্ভাষণ শিখেছেন ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং মহিউদ্দিন তাহেরের কাছ থেকে।

অনুষ্ঠানে যাদু প্রদর্শনী করছেন সান্তা মারিয়াম ক্রিয়েটিভ টেকনোলজী ইউনিভার্সিটির ছাত্র শিবুরাজ ও তার দলের সদস্যবৃন্দ

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সান্ধ্যভোজের আয়োজন করা হয়। সান্ধ্যভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সান্ধ্যভোজ শেষে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কর্মকর্তাদের সাথে গ্রুপ ছবি তোলা হয়।

উল্লেখ্য, দু'বছর আগে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং শান্তা-মারিয়াম ফাউন্ডেশন (এসএমএফ)-এর মধ্যে বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতির প্রসারে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই ক্লাসরুম তার শিক্ষা কার্যক্রম শুরু করে গত ২৯ অক্টোবর-২০০৯। এখানে বাঙালীদের চীনা ভাষা শেখানোর পাশাপাশি চীনাদেরও বাংলা শেখানো হচ্ছে। বড়দের জন্য তিন থেকে ছয় মাসের সার্টিফিকেট এবং এক বছরের ডিপ্লোমা কোর্স এর পাশা পাশি, শিশুদের ছয় মাসের কোর্স এবং পর্যটকদের জন্যেও মাস ব্যাপী চীনা ভাষার কোর্স রয়েছে এই সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এ।

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম কর্তৃক আয়োজিত 'চীনের খরগোস বর্ষ এবং বসন্ত উৎসব-২০১১' অনুষ্ঠান সম্পর্কে চমৎকার সব ছবি ও ভিডিও ক্লিপ দিয়ে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইটে একটি এ্যালবাম বা গ্যালারী তৈরী করা হয়েছে শ্রোতাবন্ধুদের জন্য। ঠিকানা http://cri-sarc.blogspot.com/2011/02/celebration-of-chinese-new-year-of_15.html । এ সম্পর্কে আরো বিস্তারিত জানা ও দেখার জন্য ভিজিট করুন- www.cri-sarc.blogspot.com এই ঠিকানায়।

১৬/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক,  সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040