Web bengali.cri.cn   
তুং গুয়ান
  2010-10-24 14:45:42  cri

চীনের কুয়াং তুং প্রদেশের তুং গুয়ান শহর মধ্য দক্ষিণাঞ্চলের জু নদীর মোহনার পূর্ব তীরে, হংকং থেকে শতাধিক কিলোমিটার দূরে, হুইগাং অর্থনৈতিক এলাকায় অবস্থিত। শহরটির স্থলভাগের আয়তন ২৪৬৫ বর্গ-কিলোমিটার, জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ। শহরটি চীনের উচ্চ ফলনশীল ফসলী এলাকা, এখানে ধান, কমলা, লিচু, লটকনসহ বিভিন্ন দক্ষিণাঞ্চলীয় ফল উৎপাদন হয়। সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ ঐতিহাসিক একটি বিখ্যাত শহর হিসেবে, তুং গুয়ান শহরের ড্রাগন নৌকা, ড্রাগন সিংহ, কথকতাসহ অতুলনীয় সংস্কৃতি রয়েছে। এটি হচ্ছে চীনের বিখ্যাত ভারোত্তলন, বাসকেট-বল, ড্রাগন নৌকা, সাঁতার, ড্রাগন সিংহ এবং লোক কথকতার ভূমি হিসেবে খুব প্রসিদ্ধ শহর। কাজেই এশিয়ান গেমসের ভারোত্তলন প্রতিযোগিতা ফোসানে অনুষ্ঠিত হবে। (প্রকাশ)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040