Web bengali.cri.cn   
ফো শান
  2010-10-24 14:41:29  cri

ফো শান শহর চীনে কুয়াংতং প্রদেশের মধ্যও দক্ষিণাঞ্চলের মুক্তা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। তার পূর্ব দিকে কুয়াং চৌ শহর, দক্ষিণ দিকে হংকং ও ম্যাকাও। ফো শান শহরের মোট আয়তন ৩৮৪৮.৪৯ বর্গকিলোমিটার। এখানে স্থায়ী লোক সংখ্যা ৫৯.২৩ লাখ। ফো শান শহর দক্ষিণ চীনের মার্টির পাত্র, ইউয়ে চু ওপেরার, চীনা বক্সিং উ শুয়, সিংহনাচ ও সুসাদু খাবারের জম্মভূমি বলে পরিচিত। ফোশান শহরের সিংহনাচ, ইউয়ে চু ওপেরা ও কাঠের ওপর আকা ছবিসহ মোট ১৩টি চীনের শিল্পকর্মকে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারীর তালিকায় অন্তছুক্ত করা হয়েছে। এশিয় গেমসের কুষ্টিযুদ্ধ ও জলনৃত্যর প্রতিযোগিতা ফো শান শহরে অনষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040