Web bengali.cri.cn   
কুয়াং চৌ শহরের থিথেন হো ক্রীড়া কেন্দ্র
  2010-10-24 14:36:52  cri

কুয়াং চৌ থিয়েন হো ক্রীড়া কেন্দ্র কুয়াং চৌ শহরের পূর্বাঞ্চলের অর্থ ও বাণিজ্য কেন্দ্রে অবস্থিত । এর মোট আয়তন ৫ লাখ ১০ হাজার বর্গমিটার , এটা কুয়াং চৌ শহরের সবচেয়ে বড় ক্রীড়া কেন্দ্র । ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত চীনের ষষ্ঠ জাতীয় গেমস চীনা জনগণের মনে গভীর ছাপ ফেলেছে ।

থিয়েন হো ক্রীড়া কেন্দ্রে আগে শুধু স্টেডিয়াম , ক্রীড়া ভবন ও সাঁতার ভবন ছিল , ষষ্ঠ জাতীয় গেমসের পর এ কেন্দ্রে বেসবল ফিল্ড , টেনিস ভবন , বোলিং ভবন , ক্রোকুয়েট ফিল্ড , ওপেন সুইমিংপুলসহ অনেক ক্রীড়া ভবন নির্মান করা হয়েছে ।

থিয়েন হো ক্রীড়া কেন্দ্র এখন কুয়াং চৌ শহর নির্মানের প্রতীক , দেশপ্রেম শিক্ষা ঘাঁটি , কুয়াং চৌ শহরের জানালা ও অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040