Web bengali.cri.cn   
স্যানউয়েই
  2010-10-24 14:34:29  cri

স্যানউয়েই চীনের কুয়াং তুং প্রদেশের দক্ষিন-পূর্বাঞ্চলের উপকূলে অবস্থিত। এ শহরের মোট আয়তন ৫২৭১ বর্গ কিলোমিটার। এ শহরের জলসীমায় ৯৩টি দ্বীপ, ১১টি বন্দর ও ৩টি লবণ হ্রদ আছে। স্যানউয়েইয়ের সাগরের ক্ষেত্র ২৩ হাজার ৮'শ বর্গ কিলোমিটার, এটা সারা প্রদেশের সাগরের ক্ষেত্রের ১৪ শতাংশ।

স্যানউয়েইয়ের আবহাওয়া খুব গরম। বছরের গড় তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। আবহাওয়ার প্রধান বৈশিষ্ট হচ্ছে: গরম ও বৃষ্টি বেশি। শীতকালে শীত নেই এবং গ্রীষ্মকালে বেশি গরম নয়। ২০০৯ সালের শেষ নাগাত স্যানউয়েইয়ের লোক সংখ্যা ছিল ৩৪লাখ ছয় হাজার একশ। এশীয় গেমসের পালতোলা নৌকা প্রতিযোগিতা স্যানউয়েইয়ে অনুষ্ঠিত হবে।(জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040