Web bengali.cri.cn   
হুয়াংসান
  2010-09-27 15:37:24  cri

হুয়াংসান

শহরের শ্লোগান : হুয়াংসান গিয়ে হুইচৌর সংগে পরিচিত হন !

ভিডিও ফ্রিকোয়েন্সির ঠিকানা:

বিশ্বের অন্য দুটো বিস্ময়--মিসরের পিরামিড এবং বের্মুডার মত হুয়াং পর্বত ৩০ ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপরে অবস্থিত । হুয়াং পর্বত যেমন বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক উত্তরাধিকার তেমনই বিশ্বের একটি ভূতাত্ত্বিক পার্ক । সুন্দর পাইন গাছ , বিচিত্র প্রস্তর , জলদ-সমুদ্র , উষ্ণ ঝরণা ও শীতের তুষারের জন্য হুয়াং পর্বত বিশ্ববিখ্যাত । সিন আন নদী ,থাইপিং হ্রদ; বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকার বলে পরিচিত সিথি গ্রাম ও হং গ্রাম , জাতীয় পর্যায়ের ভূতাত্ত্বিক পার্কের ছি ইয়ু পাহাড় এবং পুষ্পশোভিত পাহাড়ের রহস্যময় গুহা হুয়াং পাবত্য অঞ্চলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ।

হুয়াংসান শহরে রয়েছে দুটি সাংস্কৃতিক উত্তরাধিকার ও জাতীয় পযায়ের ১৫টি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার। বিশ্ব অলিম্পিক কমিটির সাবেক চেয়ারম্যান সামারানচ, জাতিসংঘের বিশ্ব পযটন সংস্থার সাবেক ও মহাসচিব ফ্রানকালি ও বর্তমান মহাসচিব তালেব রুইফা সহ আটজন বিশ্ববিখ্যাত ব্যক্তি বা হুয়াংসান শহরের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখা ব্যক্তিকে হুয়াংসান শহরের সাম্মনিক নাগরিকের মর্যাদা দেয়া হয়েছে । ফলে সমগ্র বিশ্বে হুয়াংসান শহরের প্রভাব বহুলাংশে বেড়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040