Web bengali.cri.cn   
সুচৌ
  2010-09-26 21:00:22  cri

শহরের স্লোগান: সংস্কৃতিভক্তি ,সমন্বয়, উদ্ভাবন ,সুদূরপ্রসারী চিন্তা

শহরের অবস্থান: সুচৌ চীনের চিয়াংসু প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত।

আবহাওয়া: গ্রীষ্মমন্ডলীয় ও আর্দ্র ।

সুচৌ চীনের একটি প্রাচীন নগরী। গোটা শহরে রয়েছে অজস্র পুরার্কীতি । ঐতিহাসিক দিক থেকে পেইচিং ও সিআনের পর সুচৌ চীনের তৃতীয় স্থান রয়েছে । প্রাচীনকালে সুচৌ কয়েকটি রাজবংশের রাজধানী থেকে বতর্মানে শহরে অনেক পুরার্কীতি সুসংক্ষিত রয়েছে। এখন পযর্ন্ত এ শহর প্রাচীনকালের শহরের একই অবস্থায় রয়েছে। এটা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না বললেই চলে। পুরাতন সুচৌ শহর ও এ শহরের উদ্যানগুলো বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার ও বিশ্ব বিষয়গত সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে গণ্য করা হয়। খুয়েন আপেরা, ইয়াংজেন হ্রদের কাঁকড়া ও চৌজুয়াং বিশ্বখ্যাত।

সুচৌ উদ্যানে কৃত্রিম হ্রদ ও পাহাড় সাজানো রয়েছে। উদ্যানের ভিতরে বিভিন্ন আমলের কবির লেখা কবিতা উপভোগ করা যায়। 'ইয়েংসি পাহাড়', ' তিয়েপিং পাহাড়', 'টংঠিংডং সেন ও সিসেন', ' ডেংজুয়েন পাহাড়', ' বাইমাচি', ' খুয়েংসেনইয়েসেন' , ' জানচিয়াজিয়ে শিয়াংসেনসহ 'প্রাকৃতিক দৃশ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। 'সুচৌ বিনোদন কেন্দ্র', 'চিনজিহুমোতিয়েলন পার্ক', 'ইয়াংসান ঝরণা', ' জানসৌ পোশাক মার্কের্টসহ' বেশ কয়েকটি আধুনিক পযর্টন স্থাপনা দেশ-বিদেশের পযর্টকদের আকর্ষণ করে থাকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040