Web bengali.cri.cn   
সান ইয়া
  2010-09-26 20:56:58  cri

শহরের নাম: সান ইয়া

স্লোগান: সুন্দর সান ইয়া এবং রোমান্টিক শহর

অবস্থান: চীনের একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ প্রদেশ, অর্থাত্ হাই নান প্রদেশের সবচেয়ে দক্ষিণাঞ্চলে অবস্থিত। পূর্ব দিক থেকে ফিলিপাইনের মধ্য দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত, দক্ষিণ দিক থেকে অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ইন্দোচায়না উপদ্বীপের মধ্য দিয়ে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। শহরটিকে চীনের দক্ষিণ দরজা বলে মনে করা হয়।

সান ইয়া শহর হাই নান দ্বীপের সবচেয়ে দক্ষিণাঞ্চলে আবস্থিত। এটি হচ্ছে চীনের একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় উপকূলবর্তী পর্যটন শহর। সান ইয়া শহরের প্রাকৃতিক পরিবেশ অতন্ত স্বতন্ত্র। পাহাড়, সাগর ও নদনদী এ তিনটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখা যায়। এ শহর সূর্যালোক, সাগর, বালুময় সৈকত, জলবায়ু, বন, হটস্প্রিং, প্রাণী, গুহা, উপকন্ঠ ও প্রাকৃতিক দৃশ্য এ দশটি পর্যটন সম্পদের অধিকারী। এখানে নান শান, তা সিয়াও থোং, থিয়ান ইয়া লোং ওয়ান, থিয়ান ইয়া হাই চিয়াও, লু হুই থো, সি তাও দ্বীপ, উ চি চৌ দ্বীপ, তা তোং হাই প্রভৃতি দর্শনীয় স্থান রয়েছে। চীনের গ্রীষ্মমণ্ডলীয় উপকূলবর্তী পর্যটন সম্পদ ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ জায়গা।

সান ইয়া হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের চীনের প্রবেশদ্বার এবং আন্তর্জাতিক আদান-প্রদানে বিশেষ আঞ্চলিক সুবিধার অধিকারী। এ শহর চীনে সবচেয়ে আগে উন্মুক্ত করা পর্যটন শহরের মধ্যে অন্যতম এবং এটি দেশের নীতিমালার সুবিধা-সুযোগ ভোগ করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, থাইল্যান্ড ও ফ্রান্সসহ ২১টি দেশের পর্যটকরা ভিসা ছাড়া এখানে ১৫ দিনের ভ্রমণ করতে পারেন এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্যও রয়েছে অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেয়ার ব্যবস্থা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040