Web bengali.cri.cn   
কাশগার
  2010-09-26 20:48:26  cri

সিনজাং কাশগার

শহরের স্লোগানঃ কাশগারে না গেলে সিনজাং গেছি বলা যায় না। কাশগারের পর্যটন। বিশ্বে অদ্বিতীয়।

শহরের অবস্থান পশ্চিম চীনের সীমান্তবর্তী সিনজাংয়ের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। সিথিয়ান পর্বত এ শহরের উত্তরে, পামিল মালভূমি পশ্চিমে, কালাকুনলুন পর্বতমালা দক্ষিণে, এবং তাকলা মাকান মরুভূমি পূর্ব দিকে।

কাশগারে চারটি প্রধান পর্যটক সম্পদ আছে। এগুলো হল উইগুর জাতির আচার-ব্যবহার, দৃশ্য উপভোগের জন্যে পর্বত আরোহণ, মরুভূমি অনুসন্ধানমূলক ভ্রমণ, রেশম পথে চলা। এগুলো সেখানকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থান এবং জাতীয় আচার-ব্যবহার মেশা পর্যটন সম্পদের বিন্যাস গড়ে উঠেছে ।এগুলো হচ্ছে কাশগার রেশম পথে বৈশিষ্ট্যময় উইগুর সৌন্দর্য্যের আন্তর্জাতিক পর্যটনের গন্তব্যস্থান। তাই তাকে 'কাশগারের পর্যটন। বিশ্বে অদ্বিতীয়' বলা হয়। কাশগারে উইগুর, হান, হুই, কারকাজ, উজবেকিসহ ২৬টি জাতি আছে। "পশ্চিম চীনের নৃত্য গীতের ভূমি" নামে বিশ্ববিখ্যাত উইগুর জাতির সেরা সংস্কৃতি মিশে আছে এখানে।

কাশগারে জাতীয় রীতি-নীতি দেখানো পর্যটন দৃশ্য এবং বিশেষ প্রাকৃতিক দৃশ্য আছে, এখানে আপনি উপভোগ করতে পারবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তুংগ যোগলি তুংগ, "বরফ পর্বতমালার পিতা" মুজতাগ তুংগ, আদিম দীর্ঘ বৃক্ষ ও লাল বৃক্ষ বন, বিশ্বে সর্বোৎকৃষ্ট ভূ-তত্ত্বীয় পার্ক, মরুভূমি দর্শনীয় স্থানসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বৌদ্ধ ধর্মের ধ্বংসাবাশেষ মোল বুরুজ, সহস্রাব্দী থাং রাজার পুরনো নগর, ইয়ারকান্ত রাজ্যের পুরানিদর্শন, সাঝে রাজা, রেশম পথের বিশ্রামাগারসহ বিভিন্ন পুরাকীর্তি এবং ঐতিহাসিক উত্তরাধিকার সম্পদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040