Web bengali.cri.cn   
হাংচৌ
  2010-09-26 20:07:08  cri

জেচিয়াং প্রদেশের হাংচৌ শহর

শহরের স্লোগান: প্রাচ্যের ভেনিস

শহরের অবস্থান: পূর্ব চীনের জেচিয়াং প্রদেশের উত্তরাঞ্চলে অর্থাত্ দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় উত্তরাঞ্চলে অবস্থিত হাংচৌ শহর। এটি জেচিয়াং প্রদেশের রাজধানী। পাশাপাশি ইয়াংসি নদীর বদ্বীপ এলাকার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর।

ভিডিও ঠিকানা:

হাংচৌ হচ্ছে চীনের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানসমৃদ্ধ শহরগুলোর মধ্যে অন্যতম। 'উপরে আছে স্বর্গ আর নিচে সুচৌ ও হাংচৌ' – এই প্রবাদের মাধ্যমে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সে সুন্দর শহরের প্রতি মানুষদের আন্তরিক প্রশংসা প্রকাশিত হয়। হাংচৌ হচ্ছে চীনের ৮টি প্রাচীন শহরের মধ্যে অন্যতম এবং প্রথম দফায় দেশের জাতীয় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক নগর হিসেবে খ্যাতি পাওয়া শহরগুলোর একটি।

হাংচৌয়ে সমৃদ্ধ পাহাড় ও পানি সম্পদ রয়েছে। শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ১৩০টিরও বেশি নদী আছে। এ শহরকে প্রাচ্যের ভেনিস বলে গণ্য করা হয়। হাংচৌয়ে রয়েছে দুটো জাতীয় পর্যায়ের দর্শনীয় স্থান - পশ্চিম হ্রদ ও 'দুটি নদী একটি হ্রদ'। দুটো জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলও রয়েছে এখানে। এগুলো হল থিয়ানমুশান ও ছিংলিয়াংফেং প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল। ছিয়ানতাওহু, তাছিশান, উছাওশান, ফুছুনচিয়াং, ছিংশানহু ও ইয়াওলিন এ ছটি জাতীয় পর্যায়ের বন পার্কের অবস্থানও হাংচৌয়ে। এছাড়া এখানে রয়েছে প্রথম জাতীয় পর্যায়ের জলাভূমি - সিসি রাষ্ট্রীয় জলাভূমি পার্ক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040