Web bengali.cri.cn   
হার্বিন
  2010-09-26 15:57:22  cri

শহরের স্লোগান: ইউরোপীয় মহাদেশের রীতি-নীতি, বরফ নগর ও গ্রীষ্মকালের রাজধানী

শহরের ঠিকানা: হার্বিন হচ্ছে উত্তর-পূর্ব চীনের সর্বোচ্চ অক্ষাংশে অবস্থিত হেইলোংচিয়াং প্রদেশের রাজধানী। এ শহরটি হেইলোংচিয়াং প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এটা হচ্ছে উত্তর-পূর্ব চীনের পূর্বাঞ্চলের বৃহত্তম রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। সুন্দর সোংহুয়া নদী শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে।

হার্বিনের চার ঋতুর মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। এটি একটি ফ্যাশন, সভ্যতা ও সুন্দর ঐতিহাসিক সাংস্কৃতিক বিখ্যাত নগরী। ইতিহাসে ইউরোপীয় সংস্কৃতির প্রভাবে এ শহরের স্থাপত্য ও শহরবাসীদের জীবনযাপনের ওপর স্পষ্ট ইউরোপীয় বৈশিষ্ট্য রয়েছে। এ শহরকে 'প্রাচ্যের মস্কো' আর 'প্রাচ্যের ক্ষুদ্র প্যারিস' বলে অভিহিত করা হয়। চল্লিশ বছর ধরে অনুষ্ঠিত 'হার্বিনের গ্রীষ্মকালীন সংগীতানুষ্ঠান' দেশি-বিদেশি অনেক বিখ্যাত শিল্পীদের আকর্ষণ করছে। এ অনুষ্ঠান এখন চীনের তিনটি বিখ্যাত সংগীতানুষ্ঠানের অন্যতম হিসেবে পরিণত হয়েছে। এবং এর ফলে হার্বিন 'উত্তরাংশের সংগীত নগরীর' সুনাম অর্জন করেছে।

শীতকালে হার্বিনকে 'বরফ নগর' বলা হয়। প্রতি বছর অনুষ্ঠিত হার্বিন বরফ উত্সব এখন সংস্কৃতি, ক্রিড়া, শিল্পকলা, অর্থনীতি ও বাণিজ্য, এবং প্রযুক্তি ও পর্যটনসহ বরফ সংস্কৃতির আন্তর্জাতিক মহাসম্মিলনে পরিণত হয়েছে। চীনের হার্বিন আন্তর্জাতিক বরফ উত্সব আর ক্যানাডার শীতকালীন কার্নিভাল, জাপানের সাপ্পোরো বরফ উত্সব আর নরওয়ের স্কি উত্সবকে বিশ্বের চারটি বিখ্যাত বরফ উত্সব হিসেবে গণ্য করা হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040