Web bengali.cri.cn   
বিচারের মান
  2010-09-16 12:12:04  cri

১. বিশেষ আকর্ষণীয় দৃশ্য চীনের উজ্জ্বল সভ্যতা, সুদীর্ঘ ঐতিহাসিক সংস্কৃতি এবং অদ্বিতীয় প্রাকৃতিক দৃশ্য বিদেশী পর্যটকদের আকর্ষণ করে থাকে। স্পষ্ট ভৌগলিক অবস্থান এবং সুদীর্ঘকালের ঐতিহাসিক সংস্কৃতির মধ্য দিয়ে শহরের অসাধারণ চরিত্র প্রতিফলিত হয়। প্রাকৃতিক দৃশ্য হোক আর সাংস্কৃতিক দৃশ্য হোক, চীনের বিশিষ্ট গুণ থাকলে মনোমুগ্ধকর।

২. নিরাপদ ও সুষম পরিবেশ শহর, জীবনকে আরো সুন্দর করে তুলে। শহরের পরিবেশ হচ্ছে একটি শহরের পোশাক বা আচ্ছাদন। তা হচ্ছে বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণের প্রধান উপাদান। নিরাপত্তা ও স্থিতিশীলতা একটি শহরের প্রাণশক্তি ও টেকসই উন্নয়নের প্রতিনিধিত্ব করে। স্থাপত্যের নকশা, গণ স্থাপনার অবস্থা ও অধিবাসীদের পরিবেশ সুরক্ষার চেতনা এসবের মধ্য দিয়ে সে শহরের অধিবাসীদের জীবনযাপনের মান প্রতিফলিত হয়।

৩. বন্ধু প্রতীম ও সরল মনের অধিবাসী শহরবাসীরা হচ্ছেন সে শহরের ভাবমুর্তির প্রতিনিধি। শহরের বন্ধু প্রতীম ও সরল মনের অধিবাসীদের সত্যিকারের চরিত্র হচ্ছে অন্য দেশের কাছে তার অতীত সভ্যতা প্রদর্শনের বাস্তব শক্তি।

৪. শহরের সুসম্পন্ন পর্যটন স্থাপনা পর্যটন শহর হচ্ছে চীনের সারা বিশ্বকে অভ্যর্থনা জানানোর উন্তুক্ত জানালা। শহরের সুনির্দিষ্ট সংস্কার, বৈজ্ঞানিক পরিচালনা ব্যবস্থা এবং সুষ্ঠু তথ্যায়ন নির্মাণের মাত্রা হচ্ছে একটি শহরের আন্তর্জাতিকীকরণের সূচক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040