Web bengali.cri.cn   
পরিচয়
  2010-08-09 14:29:28  cri

 

চীনের পর্যটন শহরগুলোর দৃশ্য এবং পর্যটন সম্পদ প্রদর্শনের জন্য চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইন ওয়েবসাইট ১২ এপ্রিল থেকে '২০১০ সাল : চীনের শহরের তালিকা-সারা বিশ্বের নেট-ব্যবহারকারীদের সুপারিশ করা চীনের পর্যটন শহর' শিরোনামে ইন্টারনেট নির্বাচন তত্পরতার আয়োজন করে।

চীনের শহরায়নের প্রক্রিয়া দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শহর চীনের পর্যটনের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। বিশেষ ধরনের বেশ কিছু সংস্কৃতি ও পর্যটন ইভেন্টের শহর বিদেশী পর্যটকদের চীন ভ্রমণের প্রধান গন্তব্যস্থানে পরিণত হয়েছে। শহরের পর্যটন ব্যবস্থার প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া দ্রুত হওয়ার পদক্ষেপের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে চীনের অনেক শহর নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী সংস্কৃতি, পর্যটন ও অর্থনৈতিক সম্পদকে সমন্বিত করে বৈশিষ্ট্যপূর্ণ শহরের ভাবমূর্তি সৃষ্টির মাধ্যমে বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। চীন হচ্ছে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্যটনের দেশ। শাংহাই বিশ্বমেলায় চীনের শহরগুলো প্রদর্শনের একচা গুরুত্বপূর্ণ সুযোগ।

 '২০১০ সাল চীনের শহররন তালিকা-সরা বিশ্বের নেট-ব্যবহারকারীদের সুপারিশ করা চীনের বিভিন্ন পর্যটন শহর' শীর্ষক তত্পরতা সিআরআই অনলাইনের বহু ভাষার ওয়েবসাইট আর দেশি-বিদেশি তথ্য মাধ্যমের সহযোগিতায় ইন্টারনেটে ভোট গ্রহণের পদ্ধতিতে সারা বিশ্বের নেট-ব্যবহারকারীদের কাছ থেকে চীনের পর্যটন শহরগুলোর মূল্যায়ন সংগ্রহ করে। এর মধ্য দিয়ে চীনের বৈশিষ্ট্যপূর্ণ পর্যটন, সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পদ বিশ্বের নেট-ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হচ্ছে।

বিশেষজ্ঞের মতামত আর আন্তর্জাতিক মানদন্ড যাচাই করার ভিত্তিতে আমরা '২০১০ সাল চীনের শহর তালিকা-সারা বিশ্বের নেট-ব্যবহারকারীদের সুপারিশ করা চীনের বিভিন্ন পর্যটন শহর' শীর্ষক তত্পরতায় নির্বাচিত শহরগুলোর যোগ্যতা নির্ধারন করা হয়েছে। তা হলো বিশেষ আকর্ষণীয় দৃশ্য, নিরাপদ ও সুষম পরিবেশ, বন্ধু প্রতীম উন্মুক্ত শহরবাসী এবং সুসম্পন্ন পর্যটন ব্যবস্থা। ২৮ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিআরআই অনলাইনের বহু ভাষা ওয়েবসাইট নেট-ব্যবহারকারীদের ভোটদানের ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া বিশটি শহরকে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত করা হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নেট-ব্যবহারকারীদের ভোটদানের ফলাফল আর বিশেষজ্ঞদের পর্যালোচনা কমিটির মতামত অনুযায়ী ১০টি শহরকে 'সারা বিশ্বের নেট-ব্যবহারকারীদের সুপারিশ করা চীনের পর্যটন শহরের' খেতাব দেয়া হবে। এরপর পরই চীন আন্তর্জাতিক বেতার মনোজ্ঞ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করবে। যারা ইন্টারনেটে ভোট দেবেন, তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং নির্বাচিত পর্যটন শহরে ভ্রমণ করার সুযোগ পাবেন।

আশা করি, আপনারা সক্রিয়ভাবে শহর নির্বাচনের জন্য ভোট দেবেন। যাতে আপনার পছন্দের মতো পর্যটন শহরগুলো চীনের শ্রেষ্ঠ দশটি শহর' নির্বাচনের সম্ভব হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040