|
সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানি
সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানি মাত্র বিশ বছরের মধ্যে প্রায় দেউলিয়া হওয়া একটি ক্ষুদ্র কারখানা থেকে বিশ্বের একমাত্র টাংস্টেন খনি অধিকারী এবং এর গভীর প্রক্রিয়াকরণ ও পুনরায় উদ্ধারকারী শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানি এ শিল্পের অগ্রদূতে পরিণত হয়েছে।
সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানির পূর্বতন প্রতিষ্ঠান ছিল ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সিয়ামেনের অ্যালুমিনা কারখানা। ১৯৮৩ সালে এ কারখানা কঠিন অবস্থা মোকাবিলায় টাংস্টেনজাত দ্রব্য উত্পাদন শুরু করে। তারা টাংস্টেনের প্রাথমিক প্রক্রিয়াকৃত পণ্য এপিটি রপ্তানি করে তার 'প্রথম ব্যারেল স্বর্ণ' অর্জন করে। তবে সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানি-সংশ্লিষ্টরা উপলব্ধি করেন, শুধু নিম্ন স্তরের পণ্য বিক্রি করে শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের অবকাশ নেই। এ কোম্পানির প্রেসিডেন্ট চাং চি কাং স্মরণ করে বলেন, 'আমি যখন স্নাতক হই, তখন আমাদের এক কেজি এপিটির দাম ছিল মাত্র ৪৫ ইউয়ান। সেটা ছিল জাপানের এক বাটি নুডলসের চেয়েও সস্তা। কিন্তু তখন আমাদের এক কেজি পাতলা টাংস্টেন তার আমদানি করতে দশ হাজার ইউয়ানের বেশি ব্যয় করা দরকার ছিল। দেখো, এর মধ্যে কত তফাত্? সুতরাং যদি তুমি পুরো প্রক্রিয়াকরণ না করে কেবল কাঁচামাল বিক্রি করো, তাহলে বড় লোকসান হয়।'
তবে পুরো প্রক্রিয়াকরণ করতে সংশ্লিষ্ট প্রযুক্তি, সরঞ্জাম ও দক্ষ ব্যক্তি দরকার। সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানি কাঠামোগত উদ্ভাবনের মাধ্যমে কর্মী আর মধ্য স্তরের কর্মকর্তাদের মধ্যে নিষ্কাশন ব্যবস্থা আর কর্মসংস্থান অর্জনের জন্য প্রতিযোগিতা করার ব্যবস্থা চালু করে। এ কোম্পানির কর্মকর্তাদের পদোন্নতি বা পদাবনতি হতে পারে, কর্মীরা চাকরি ছেড়ে যেতে পারে বা নতুন কর্মী যোগ দিতে পারে আর তাদের বেতন বাড়তে বা কমতে পারে। এ প্রেক্ষাপটে কোম্পানিটি বহু অর্থ ব্যয় করে জাপান, ব্রিটেন, সুইডেন ও দক্ষিণ কোরিয়া থেকে অনেক উচ্চ শ্রেণীর প্রতিভাবান ব্যক্তি এনে সিয়ামেন টাংস্টেন প্রশিক্ষণ ইনস্টিটিউট আর পোস্ট-ডক্টরেট কর্মকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। তারা জাতীয় টাংস্টেন উপাদান প্রকল্পের প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। তারা কর্মীদেরকে প্রযুক্তি রপ্ত করতে উত্সাহ দেয়। বিদেশি বিশেষজ্ঞ আর দেশীয় প্রযুক্তি মিলিত হয়ে এ কোম্পানির টেকসই উন্নয়নের উত্স হয়েছে।
সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানির প্রেসিডেন্ট চোং চি কাং
সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানির উন্নয়নের ইতিহাসে একরূপ সরঞ্জামের জন্য কেবল একটি উত্পাদন লাইন আমদানি করা হয়। তাদের প্রযুক্তিবিদ ও কর্মীরা উত্পাদন লাইন নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করার পর সাহসের সাথে উদ্ভাবন করে নিজেই উপযুক্ত উত্পাদন লাইন নির্মাণ করেন। এভাবে তারা বিপুল অর্থ সাশ্রয় করেছে। সিয়ামেন টাংস্টেন লিমিটেড কোম্পানি উত্পাদিত 'বেগুনি টাংস্টেন পুনরায় অতি পাতলা কঠিন খাদ উত্পাদনের প্রযুক্তি' ২০০৯ সালে চীনের জাতীয় প্রযুক্তিগত অগ্রগতির দ্বিতীয় শ্রেণীর পুরস্কার পায়। এ প্রযুক্তি অতীতে ব্যবহৃত জাপান ও যুক্তরাষ্ট্রের দুটি সাধারণ উত্পাদন-পদ্ধতির স্থালাভিষিক্ত হয়েছে। এ প্রযুক্তি দিয়ে উত্পাদিত কঠিন খাদের ছুরি বিমান ও দ্রুতগতি রেলগাড়িসহ নানা উচ্চ পর্যায়ের যন্ত্রনির্মাণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটা চীনের কোনো বিশেষ ছুরি ও উপাদান আমদানির ওপর নির্ভর করার ইতিহাসের অবসান ঘটিয়েছে। প্রতি বছর এটা বিপুল পরিমাণে রপ্তানি হয়। এটা চীনের কঠিন খাদ বিশ্বের উন্নত মানের সারিতে প্রবেশের জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে। সিয়ামেন টাংস্টেন কোম্পানি ও চোংনান বিশ্ববিদ্যালয়ের 'টাংস্টেন সম্পদের গভীর উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফলিত প্রযুক্তি' ২০১১ সালে চীনের জাতীয় প্রযুক্তিগত অগ্রগতির প্রথম শ্রেণীর পুরস্কার পায়।
আন্তজার্তিক দৃষ্টিকোণ থেকে নিজের উন্নয়ন পর্যালোচনা করে টাংস্টেন শিল্প বিকাশের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে গবেষণা করা হচ্ছে সিয়ামেন টাংস্টেন কোম্পানি গড়ে তোলার আরেকটি প্রধান কারণ। চীন হচ্ছে বিরল মাটি সম্পদসমৃদ্ধ দেশ। দীর্ঘকাল ধরে চীনের বিপুল পরিমাণ বিরল মাটির প্রাথমিক পণ্য অপেক্ষাকৃত সস্তা দামে বিদেশে রপ্তানি হয়। অথচ উচ্চ দামে বিদেশ থেকে আবার উচ্চ স্তরের বিরল মাটি-পণ্য আমদানি করা হয়। সিয়ামেন টাংস্টেন কোম্পানির প্রেসিডেন্ট চোং চি কাং বলেন, 'তুমি কেবল সম্পদের প্রাধান্যকে প্রক্রিয়ার প্রাধান্যে রূপান্তর করার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অপেক্ষাকৃত উচ্চ মুনাফা অর্জনের সামর্থ্য বজায় রাখতে পারো। সিয়ামেন টাংস্টেন কোম্পানি গভীর প্রক্রিয়া পণ্য উত্পাদনের চাহিদা অনুযায়ী, খনি নিষ্কাশনের পরিমাণ নির্ধারণ করে। আমরা বিরল মাটিকে ১৫ ধরনের উপাদানে ভাগ করি এবং যথাসাধ্য এ সব উপাদানকে প্রক্রিয়াজাত পণ্য উত্পাদনের সময় ব্যবহার করি।'
সিয়ামেন টাংস্টেন কোম্পানি ২৬ লাখ ইউয়ান অর্থ দিয়ে শুরু করে ২০ বছর সংগ্রামের পর বর্তমানে ৩০.৬ বিলিয়ন ইউয়ানের বাজার মূল্য সৃষ্টি করেছে এবং বিশ্বের টাংস্টেন শিল্পের প্রথম সারিতে প্রবেশ করেছে। ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে এ কোম্পানির প্রেসিডেন্ট চোং চি কাং খুব আশাবাদী। তিনি বলেন, 'অতীতে সিয়ামেন টাংস্টেন কোম্পানি একটি অনুসরণকারী ছিল। এখন অগ্রদূত হয়েছে। নতুন জ্বালানি সম্পদ উন্নয়নের মাধ্যমে কোম্পানিটি বড় হয়েছে। কঠিন খাদ উন্নয়নের মাধ্যমে কোম্পানিটি শক্তিশালী হয়েছে। আমাদের কৌশল খুব স্পষ্ট। টাংস্টেন সবসময় আমাদের প্রধান ব্যবসা। নতুন জ্বালানি সম্পদ আর মলিবডিনাম দুটি প্রধান সহায়ক ক্ষেত্র হিসেবে উন্নয়ন করা হচ্ছে আমাদের অটুট নীতি।' (ইয়ু/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |