|
এই ডিভাইস গাড়িতে লাগালে গাড়ি চলা অবস্থায় সামনে যদি এমন কোনো প্রতিবন্ধক বা গাড়ি আসে যেটা দুর্ঘনার কারণ ঘটাতে পারে, তাহলে ডিভাইসটি সতর্কতা সংকেত বাজাতে শুরু করে। গাড়ি দুর্ঘটনা সতর্কতা ও গতিরোধ ব্যবস্থা শুধু গাড়ি চালককে সতর্ক করেই থেমে থাকে না। চালক যদি সংকেত পাওয়ার পরও দুর্ঘটনা এড়ানোর কোনো ব্যবস্থা না নেয় তাহলে এ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি কমিয়ে দেয় বা থামিয়ে দেয়।
দুর্ঘটনা সতর্কতা ও গতিরোধ ব্যবস্থায় থাকে একটি দূরত্ব নিরূপণ যন্ত্র, যেটি এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ে সামনে থাকা কোনো প্রতিবন্ধক বা গাড়ির দূরত্ব এবং তার গতি নিরূপণ করে চালকের সামনে লাগানো মনিটরে তা জানিয়ে দেয়।
এতে আরো থাকে একটি তথ্য প্রক্রিয়া ব্যবস্থা, যেটি ডিটেক্টর বা নিরূপক যন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে। তারপর সেগুলো বিশ্লেষণ করে সমূহ বিপদের মাত্রা নিরূপন করে এবং সে মোতাবেক চালককে জানিয়ে দেয় তার কী করণীয়।
যেসব কোম্পানি এ ডিভাইস তৈরি করছে তারা বলছে, এটি দিনে-রাতে সমানভাবে কাজ করে এবং অন্য কোনো যন্ত্র বা ডিভাইস এর কার্যকারিতাকে বিঘ্নিত করতে পারে না। তারা বলছে, দুর্ঘটনা সতর্কতা ও গতিরোধ ব্যবস্থা গাড়ির অন্য অংশগুলোর স্বাভাবিক কাজ যেমন চালু হওয়া, গতি বাড়ানো ইত্যাদিকে বিঘ্নিত করে না। এ ডিভাইস সহজে গাড়িতে স্থাপন করা যায় এবং তার জন্য গাড়ির মূল কাঠামোতে কোনো পরিবর্তন দরকার হয় না। সব ধরনের গাড়িতে এটি স্থাপন করা যায়। প্রয়োজন মনে করলে এ ডিভাইসের সতর্কতা ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিজেদের মতো করে ঠিক করে নেওয়া যায়।
চীনের বিভিন্ন অঞ্চলের কারখানায় গাড়ি দুর্ঘটনা সতর্কতা ও গতিরোধ ব্যবস্থার তৈরি করা হয়। চীন থেকে এটা আমদানি করলে দাম পড়বে গড়ে এক হাজার থেকে ষোল শ' ডলার। আমাদের অনুষ্ঠানে একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। যে কেউ টুকে নিতে পারেন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা: Chaoyue (Henan) Automotive Safety Automatic Control Product Co Ltd, Floor11, Astronautics Commerce Building, 128 Wenhua Road, Zhengzhou City, Henan Province, China- 450011, Telephone: 86-371-63563531, Fax: 86-371-63563531, website: www.cyhn.com.cn, contact person: Ms. Victoria Yang, Mobile Phone: 15890075059. নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: http://bengali.cri.cn
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |