Web bengali.cri.cn   
এলইডি বাতি
  2012-05-18 20:04:41  cri
বিদ্যুত্সাশ্রয়ী ফ্লৌরসেন্ট বাতির পর এখন বাজারে এসেছে আরও বেশি বিদ্যুত্সাশ্রয়ী এলইডি বাতি। তবে বিদ্যুত্ সাশ্রয়ের চেয়ে যে কারণে এ বাতি আরও বেশি সমাদৃত হচ্ছে সেটি হলো এটি পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী। এলইডি বাতি আলোর উত্স হিসেবে আলো-বিচ্ছুরণকারী ডিওডস ব্যবহার করে। মাত্র ১০০ ওয়াট বিদ্যুত্ ব্যবহার করে এ বাতি ১০ হাজার পর্যন্ত লিউমেন বিচ্ছুরণ করতে পারে।

এলইডি বাতিতে কোনো পারদ থাকে না, যেমনটি থাকে ফ্লৌরসেন্ট বাতিতে। এলইডি বাতির স্থায়ীত্ব সাধারণ বাতির চেয়ে অনেক বেশি। সুইচ চাপার সাথে সাথে এ বাতি জ্বলে ওঠে এবং ঘন ঘন জ্বালালে আর বন্ধ করলেও এর স্থায়ীত্ব অটুট থাকে। এ বাতিতে কোনো কাচের টিউব থাকে না এবং ভিতরের অংশগুলোতে ভাল সাপোর্ট দেওয়া থাকে বলে এটি কম ভঙ্গুর।

এলইডি বাতি সাধারণ বা রঙিন - এ দু' ধরনের আলোর জন্য ব্যবহার করা হয়। তবে এলইডি নিজে থেকে বিভিন্ন রং ছড়ায় বলে রঙিন আলোর জন্য এটা ব্যবহার করলে কোনো ফিলটার প্রয়োজন হয় না। এ কারণে এলইডি বাতি সাধারণ সাদা বাতির চেয়ে বেশি রঙিন আলো দিতে পারে। সাধারণ সাদা বাতি থেকে রঙিন আলো পেতে হলে ফিলটার ব্যবহার করতে হয়, যা অনেক খানি আলো শুষে নেয়।

বিভিন্ন আকার ও আকৃতিতে এ বাতি পাওয়া যায়। আকার ভেদে এগুলো ১৯০ থেকে ৪৪০ লিউমেন বিচ্ছুরণ করে। সরাসরি বা ডিসি বিদ্যুতে চলে এ বাতি। তবে বিকল্প বা এসি বিদ্যুতেও চালানো যায়। সেক্ষেত্রে একটি রেক্টিফায়ার সার্কিট লাগে যেটা লো ভোল্টেজের সময় বিদ্যুত্ প্রবাহ নিয়ন্ত্রণ করে। উচ্চ তাপমাত্রায় যাতে বাতির এলইডি ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এতে তাপ নিরোধ ব্যবস্থা থাকে।

চীনে বিভিন্ন স্থানে বিশেষ করে কুয়াংতং ও চেচিয়াং প্রদেশে এলইডি বাতির বহু কারখানা গড়ে উঠেছে। সরাসরি কারখানা থেকে এ বাতি কিনলে আকার ও কার্যক্ষমতা ভেদে দাম পড়বে প্রতিটি ৫ থেকে ১২ ডলার। হ্যাঁ এ বাতি সাধারণ বাতি বা ফ্লৌরসেন্ট বাতির চেয়ে বেশ দামি। তবে সাধারণভাবে এ বাতি ফ্লৌরসেন্ট বাতির চেয়ে অনেক বেশি দিন টেকে। অবশ্য কোনো কোনো কোম্পানি নিম্নমানের চিপস দিয়ে এ বাতি তৈরি করে বলে সেগুলো খুব বেশি দিন চলে না।

অনুষ্ঠানের ছোট পরিসরে প্রস্তুতকারীদের সবার সঙ্গে যোগাযোগের উপায় বলে দেওয়া সম্ভব নয়। তাই একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। যে কেউ টুকে নিতে পারেন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা: Shenzhen Highlight Optoelectronics Technology Co Ltd, Room 10~12,7/F Hongfa, Center Building Baoan District, Shenzhen, Guangdong, China, Tel:0086-755-29371610, Fax:0086-755-29371605, E-mail: frank.wang@sz-hlled.com, www.sz-hlled.com. নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040