Web bengali.cri.cn   
বিশ্ব অর্থনীতিতে আশাবাদ দেখছে আইএমএফ
  2012-04-19 15:54:29  cri

আন্তর্জাতিক অর্থনীতি দীর্ঘ সময় ধরে যে নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে তার অবসান হয়তো হতে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এমনটাই ধারণা। বৈশ্বিক এ অর্থলগ্নি প্রতিষ্ঠান বলছে, অবশেষে 'কিছু আশাবাদ ফিরে এসেছে' বিশ্ব অর্থনীতিতে। আর এ কারণে চলতি বছরের জন্য বিশ্বের প্রবৃদ্ধি প্রাক্কলন কিছুটা বাড়িয়েছে আইএমএফ।

দু হাজার বারো সালের জন্য আইএমএফ এর আগে ৩.৩ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছিল। কিন্তু সর্বশেষ প্রতিবেদনে সংস্থা জানাচ্ছে প্রবৃদ্ধি হতে পারে ৩.৫ শতাংশ। একক দেশ হিসেবে ব্রিটেনের প্রবৃদ্ধি প্রাক্কলন আগের ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ০.৮ শতাংশ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ২০০৯ সালের পর সর্বনিম্ন ৮.২ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে আইএমএফ বলেছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির পুনরুদ্ধারের আশা বাড়ছে। বলা হয়, "মার্কিন অর্থনীতির সংকট অতিক্রম করা এবং কিছু ভাল খবরের মধ্য দিয়ে আশাবাদ আবার ফিরে এসেছে।" চীন ও ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতিগুলো আগের প্রাক্কলন ৫.৫ শতাংশ ছাড়িয়ে ৫.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে উল্লেখ করা হয়।

তবে 'কিছু আশাবাদ' দেখলেও আইএমএফ সতর্ক করে দিয়েছে যে, অভিন্ন মুদ্রা ব্যবহারকারী ইউরো অঞ্চলে আরেক দফা আর্থিক সংকট দেখা দিতে পারে এবং বিশ্বের বেশির ভাগ বৃহত্ অর্থনীতি বড় ধরনের প্রবৃদ্ধি-প্রতিবন্ধকের সম্মুখিন হতে পারে। অবশ্য প্রতিবেদনে বলা হয়েছে, আগের প্রতিবেদনে ইউরো অঞ্চলের ১৭টি দেশের অর্থনীতি যতটা সংকুচিত হবে বলে প্রাক্কলন করা হয়েছিল, আসলে সংকোচন হবে তার চেয়ে কম ০.৩ শতাংশ। আগের প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছিল ০.৫ শতাংশ।

এ অঞ্চলের মধ্যে একমাত্র স্পেনের প্রাক্কলন আগের চেয়ে কমানো হয়েছে আইএমএফ প্রতিবেদনে। বলা হয়েছে, আগে ১.৬ শতাংশ সংকোচন অনুমান করা হলেও এখন দেখা যাচ্ছে এটি দাঁড়াবে ১.৮ শতাংশে। দেশটির ১০ বছর-মেয়াদি বন্ডের সুদের হার ৬ শতাংশ ছাড়িয়ে গিয়ে ঋণ গ্রহণ অধিক ব্যয়সাপেক্ষ হয়ে গেছে। আর এর ফলে বিনিয়োগকারীরা স্পেনের জন্যও সহায়তা প্যাকেজের দাবি জানিয়েছে।

পশ্চিমা দেশগুলো বর্তমানে যে কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করে আইএমএফ বলেছে, প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যয় বাড়াতে হবে এবং তার জন্য কর বৃদ্ধি করতে হবে। সংস্থা বলেছে, বর্তমান পরিস্থিতিতে ভারসাম্যমূলক বাজেটের মাধ্যমে আর্থিক ব্যয় বাড়ানো হলে তা অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বাড়াতে পারে এবং আর্থিক সংহতকরণ পরিকল্পনাকে সঠিক পথে রাখতে পারে।

নমুনা ধরে প্রতিবেদনে বলা হয়েছে, অতি দরকারি অবকাঠামোর জন্য সরকারি কেনাকাটা যেভাবে বাড়ানো প্রয়োজন তার সঙ্গে তাল রেখে সাময়িকভাবে করের হার বৃদ্ধি করা হলে তা উত্পাদন বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040