|
গত মার্চ মাসের ১৭ ও ১৯ তারিখে চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে 'চীনের উন্নয়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের ফোরাম ২০১২'বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বিখ্যাত অর্থনীতিবিদ, সরকারের কর্মকর্তা এবং শিল্প প্রতিষ্ঠানের সদস্যরা এবার ফোরামে অংশ নিয়েছেন। এবার ফোরামের প্রতিপাদ্য হল: ' চীন ও বিশ্ব: সামস্ট্রিক অর্থনীতি ও কাঠামোর পুনবিন্যাস'। ফোরামে অংশ গ্রহণকারিরা দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা চলার এক বছর পর চীনে অর্জিত সাফল্য নিয়ে আলোচনা করেছেন। তা ছাড়া তারা বতর্মান অর্থনীতির কাঠামোর পুনবিন্যাস ও সংস্কারের সম্মুখীন সমস্যা ও চ্যালেঞ্জার পর্যালোচনাও করেছেন। এখন শুনুন সি আর আইয়ের নিজস্ব সংবাদদাতার লেখা একটি প্রতিবেদন।
চীনের উপ প্রধানমন্ত্রী লি কে ছিয়াং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষন দেন। তিনি বলেন,
বতর্মানে বিশ্ব অর্থনীতি পুনজ্জীবিত হচ্ছে। কিন্তু এর ভবিষ্যত অস্পষ্ট। চীনের অর্থনীতি অব্যহতভাবে স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত গতিতে বিকশিত হচ্ছে। অর্থনীতি ভালোর দিকে উন্নয়নের প্রবণতা অপরিপর্তিত। কিন্তু উন্নয়নের ভারসাম্যহীনতাসহ নানা ধরনের সমস্যাও এখনও জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব মূদ্রা তহবিল সংস্থার মহা পরিচালক জালাডে সব সময় চীনের অর্থনীতির উন্নয়নের দিকে নজর রেখে আসছে। ভবিষ্যতে অর্থনীতির ক্ষেত্রে চীন কীভাবে সংশ্লিষ্ট দ্বন্দ্ব মোকাবিলা করবে তিনি তার ব্যাপারে মনোযোগ দেন। তিনি বলেন, বতর্মানে চীনের উচিত অব্যহতভাবে অর্থনীতির প্রবৃদ্ধি সমর্থন করা, অর্থনীতির পৃবৃদ্ধির চালিকাশক্তিকে রফতানি থেকে অভ্যন্তরীণ ভোক্তাতে রুপান্তর করা এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি বলেন, তিনি স্বস্তির নি:স্বাস ফেলেছেন যে, চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায় এ সব লক্ষ্যবস্তু প্রতিফলিত হয়েছে।
অর্থনীতির কাঠামোতে পুনবিন্যাস আরও জোরদার করা এবং সংস্কার আরও দ্রুততর করা এবার ফোরামের প্রধান আলোচন্য বিষয়ে পরিণত হয়েছে। ফোরামে অংশ গ্রহণকারিরা মনে করেন, ভবিষ্যতে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির সংস্কার চালাতে হবে, বিভিন্ন ক্ষেত্রের সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের অসুবিধা কাটিয়ে উঠার আনসিক প্রস্তুতি নিতে হবে। নব নিযুক্ত চীনের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নীতি কমিশনের অর্থনীতিবিদ ছিয়েন ইন ই বলেছেন, নেতৃবৃন্দ থেকে শিল্প প্রতিষ্ঠান মহলের অর্থনীতিবিদ পযর্ন্ত সবাই মনে করেন, পুনবিন্যাস করা একান্ত প্রয়োজন। কিন্তু এই কাজ কার্যকর করার সময় তারা অনেক বড় অসুবিধার সম্মুখীন হয়েছে। তিনি বলেন,
অর্থনীতি কাঠামোর পুনবিন্যাস একটি বিশ্বব্যাপী সমস্যা। চীনে এ ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়েছে তা অন্যান্য দেশের মতো নয়। এমন কি বিষয়বস্তুগুলো একেবারে আলাদা বললেই চলে। চীনের অর্থনীতি কাঠামোর পুনবিন্যাসের বিষয়বস্তু অনেক। কিন্তু সাধারণত তিন পক্ষের । অতিরিক্ত উচ্চ পুঁজিবিনিয়োগ, অতিরিক্ত ভোক্তা এবং অর্থনীতির প্রবৃদ্ধি অতিরিক্তভাবে রফতানির ওপর নির্ভর করা।
বাওসেন ইস্পাত ও লোহ কোম্পানি লিমিটেট হল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর অন্যতম। শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবন প্রসঙ্গে এই কোম্পানি লিমিটেটের বোর্ড চেয়ারম্যান শিয়ু লো চিয়াং বলেন, সংস্কার চালানোর প্রথম দিকে প্রযুক্তির আমদানি থেকে সংস্কারের উদ্ভাবন পযর্ন্ত চীন যথেষ্ট ভাল নৈপুন্য দেখিয়েছে। তিনি বলেন,
কিন্তু আজকের বাওসেন ইস্পাদ ও লোহ কোম্পানি টাকা পয়সা দিয়ে প্রযুক্তি কিনতে পারে না। এখন দরকার হল অভ্যন্তরে সংস্কার। সংস্কার না করলে শিল্প প্রতিষ্ঠানের প্রাণশক্তি থাকবে না। চীনের উচিত বাজার অর্থনীতির এই পথ অনুসরন করা এবং বাজারের প্রতিদ্বন্দ্বিতায় শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবন অনুসরণ করা।
চীনের ভবিষ্যতের নির্মান শিল্পের উন্নয়ন উল্লেখ করে চেয়ারম্যান শিয়ু লো চিয়াং বলেন, পণ্যভোগ্যদের চাহিদা আগে থেকে জানতে হবে। তারপর তাদের চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক পণ্য গবেষণা করা উচিত। এর পাশাপাশি, শিল্প প্রতিষ্ঠানের অভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে । যেমন জ্বালানীর সাশ্রয় ও গ্রীনহাউসের প্রভাব ইত্যাদি।
চীনের পরিসেবা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চীনের ইস্টার বিমান পরিবহণ কোম্পানি লিমিটেটের মহা ব্যবস্থাপক লিও চাও ইয়ং বলেছেন, বতর্মানে চীনের পরিসেবা শিল্পে উচ্চ স্তরের দক্ষ ব্যক্তির অভাব। এটা একটি অত্যন্ত গুরুতর সমস্যা। অভ্যন্তরীণ সংস্কার চীনের বিমান পরিবহণ শিল্পের জন্যও অত্যন্ত জরুরী।
ব্যবসা আকর্ষনকারী ব্যুরোর মহা পরিচালক ফু ইয়ে নিন সাংবাদিকদের বলেন, 'দ্বাদশ পাচঁশালা পরিকল্পনা চালু হওয়ার এক বছরে আমি মনে করি, অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে উত্সাহ দেয়া উচিত। তা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্যপূর্ণ নীতি উত্সাহ দেওয়া উচিত। ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে মহা পরিচালক ফু ইয়ে নিন বলেন,
ভবিষ্যতে ব্যবসা আকর্ষণকারী ব্যুরোর স্থাপনা বদলে যাবে। এই ব্যুরোর পরিসেবা বিশেষভাবে চীনের রফতানি ও অভ্যন্তরীণ চাহিদার বাজারে জোরদার করা হবে। এটা হবে অর্থনীতির প্রবৃদ্ধির পদ্ধতি রুপান্তরের পর ব্যবসা আকর্ষণকারী ব্যুরোর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পুনবিন্যাস। তা ছাড়া , আমাদের ব্যুরোর ব্যবসাও আরও সম্প্রসারিত হবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |