|
অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী অঞ্চল বিগত দু'বছর ধরে যে আর্থিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তা - মোকাবিলা তথা দুর্যোগের হাত থেকে ইউরোকে বাঁচানোর জন্য একটি নতুন আর্থিক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন এ চুক্তির অন্যতম কারিগর। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ২৫টি এ চুক্তিতে সই করেছে। এ চুক্তি অনুযায়ী, এখন থেকে নিজ নিজ দেশের বাজেট প্রণয়নে সরকারগুলোকে আরও কঠোর হতে হবে। গ্রিসের মতো পরিস্থিতি যেন আর তৈরি না হয় সেজন্য আগে থেকেই সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে এ চুক্তিতে।
ইউরো অঞ্চলের সংকটের সূচনা হয়েছিল গ্রিস থেকে আর এ সংকটের মূল কারণ অতিরিক্ত বাজেট ঘাটতি এবং তা মেটাতে সার্বভৌম ঋণ গ্রহণ। এ তিক্ত অভিজ্ঞতার কারণে অতিরিক্ত বাজেট ঘাটতির ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে এ চুক্তিতে। বলা হয়েছে, জোটভুক্ত কোনো দেশের সর্বোচ্চ বাজেট ঘাটতি তার জিডিপির ৪.৪ শতাংশ পর্যন্ত হতে পারে। এ মাত্রা যদি ছাড়িয়ে যায় তাহলে সংশ্লিষ্ট দেশের ওপর জরিমানা আরোপ করা হবে। তবে ব্রিটেন ও চেক প্রজাতন্ত্র এ কঠোর বিধির মধ্যে যেতে চায়নি বলে তারা চুক্তি স্বাক্ষর থেকে বিরত থেকেছে।
এ চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন ইউরোজোনের অনেক শীর্ষ নেতা। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মনে করছেন, এ চুক্তির ফলে ইউরো সংকট মোকাবেলায় নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে নতুন চুক্তির অন্যতম কারিগর ও ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেল বলেন, "আমরা এখনও ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছি। আমরা কিছুটা এগিয়েছি ঠিকই। কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে এমনটা বলার সময় এখনও আসেনি।"
মার্কেল বলেন, "আমরা যে সমস্যা থেকে শিক্ষা নিচ্ছি এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ একটি ইউরোপের স্বপ্ন দেখছি, নতুন চুক্তি স্বাক্ষর তারই একটা উদাহরণ।"
ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো বলেছেন, অনেকদিন পর এমন একটি শীর্ষ সম্মেলন হলো, যাকে শুধু ইউরো সংকটকেন্দ্রিক সম্মেলন বলা হচ্ছে না। কেননা এবার ইউরোপের প্রবৃদ্ধি ও বেকারত্ব নিয়েও আলোচনা হয়েছে। ডেনমার্ক ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কথাতেও পাওয়া গেছে বারোসোর মন্তব্যের সুর।
জার্মান চ্যান্সেলরের মতো সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)'র প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান বলেছেন, তৃপ্ত হওয়ার সময় এখনও আসেনি। শীর্ষ সম্মেলনে দেওয়া তার বক্তব্যে মার্কেলের মতোই দ্রাঘি বলেন, পরিস্থিতি এখনও ভঙ্গুর? তবে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হার্মান ভান রম্পুই মনে করছেন, নতুন চুক্তি ইউরোপের প্রতি বিশ্বের আস্থা পুনরায় ফিরিয়ে আনবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |