Web bengali.cri.cn   
সংকট কাটছে না গ্রিসের
  2012-02-16 09:28:05  cri

আর্থিক সংকট থেকে সৃষ্ট শনির দশা যেন কাটছেই না গ্রিসের। বেশ কিছু কাল ধরে চলমান দ্বিমুখী সংকট এখন আরো প্রকট হয়েছে। সংকট থেকে উত্তরণের লক্ষ্যে দেশটির দ্বিতীয় দফা ঋণের জন্য সহায়তাপ্রদানকারীদের পক্ষ থেকে যে কঠোর শর্ত দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে সরকার ইতোমধ্যে যেটুকু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছিল, তার বিরুদ্ধে একদিকে শুরু হয় ব্যাপক বিক্ষোভ-আন্দোলন। অন্যদিকে ওই শর্ত পুরোপুরিভাবে মানতে রাজী না হওয়ায় ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা সহায়তা চুক্তি অনুমোদনের বিষয়ে তাদের নির্ধারিত একটি বৈঠক বাতিল করে দিয়েছেন।

ঋণ সঙ্কট মোকাবেলায় গ্রিসকে দ্বিতীয় কিস্তির ১৩০ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার শর্ত হিসেবে ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা দেশটিতে আরও বেশি ব্যয় সঙ্কোচন এবং সংস্কার পদক্ষেপ চান। এ জন্য তারা যেসব শর্ত জুড়ে দিয়েছেন, তার মধ্যে রয়েছে গ্রিস সরকার ও সহায়তাকারীদের মধ্যে সম্পাদিক চুক্তি দেশটির সংসদে অনুমোদন, নতুন করে ৩৪৫ মিলিয়ন ইউরোর সরকারি ব্যয় সংকোচন এবং সংস্কারের ব্যাপারে কোয়ালিশন সরকারের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি প্রদান। নতুন দফা ঋণ দেওয়ার আগেই গ্রিস ব্যয় হ্রাসের পদক্ষেপ বাস্তবায়ন শুরু করবে - এমনটিই চান সহায়তাপ্রদানকারী ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ব্রাসেলসে গত সপ্তাহের এক বৈঠকে ইউরো অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীরা ১৫ ফেব্রুয়ারির মধ্যেই গ্রিসকে এসব শর্ত পূরণ করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ওই বৈঠকের পর আংশিকভাবে শর্ত মানতে একমত হয়েছিলেন গ্রিসের নেতারা। কোয়ালিশন সরকারের শরিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৮ ফেব্রুয়ারি অবশেষে একটা মতৈক্যে পৌঁছান প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস। এর আগের দিন ৭ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেও নতুন ব্যয় সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোটের শরিকদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।

তবে সরকারের এ আংশিক শর্ত মানার এবং কঠোর কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে দেশটির ট্রেড ইউনিয়নগুলো। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়নের ধর্মঘটে সমর্থন জানায় সাধারণ জনগণও। বিক্ষোভকারীরা রাজধানী এথেন্সে পার্লামেন্টের বাইরে সমবেত হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

তবে জনগণের প্রতিবাদ উপেক্ষা করে সরকার দাতাদের শর্ত আংশিকভাবে মেনে নিলেও শেষ রক্ষা হচ্ছে না তাদের। ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যঁ-ক্লাউদ জুনকার ১৪ ফেব্রুয়ারি রাতে ঘোষণা দিয়েছেন যে, গ্রিসের নতুন ঋণের অনুমোদন নিয়ে আলোচনার জন্য ১৫ ফেব্রুয়ারি ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, গ্রিসের কোয়ালিশন সরকারের শরিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার ব্যবস্থা কার্যকর করার রাজনৈতিক নিশ্চয়তা পাওয়া যায়নি বলে বৈঠক বাতিল করা হয়। তিনি জানান, নির্ধারিত ওই সভার বদলে একটি টেলিফোন সভা করা হবে সেখানে অমিমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠক বাতিলের এ সিদ্ধান্তের অর্থ অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এ সিদ্ধান্তে মনে হচ্ছে সহায়তা চুক্তির অনুমোদন কার্যত স্থগিত করে রাখল ইউরো অঞ্চল। যদি তাই হয়, তাহলে এর ফলে কেবল গ্রিসের অর্থনীতির অনিশ্চয়তাই বাড়বে আর বিলম্বিত হবে সংকট থেকে উত্তরণ। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040