|
চীনের বিখ্যাত অর্থনীতিবিদ , চীনের জাতীয় অর্থনীতি গবেষণালয়ের মহা পরিচালক ফেন গ্যান সম্প্রতি বলেছেন, দেশ বিদেশের অর্থনৈতিক পরিস্থিতি সার্বিকভাবে বিবেচনা করে তিনি মনে করেন, দু'হাজার বারো সালে চীনের রফতানি পরিস্থিতি খুব মন্দ হবে না। চলতি বছর রফতানির পরিমান গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
চীনের বিদ্যুত শিল্প প্রতিষ্ঠানের যৌথ কমিশন সম্প্রতি জানিয়েছে, চলতি বছর কয়লার উত্পাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হবে, বিদ্যুত ও কয়লার দাম নিয়ন্ত্রণ করা হবে। চীনের বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুত ও কয়লার পরিবহণ নিশ্চিত করা উচিত।
চীনের কুয়াংতং প্রদেশের পৌর সরকার এবং এ প্রদেশের অর্থ ব্যুরো সম্প্রতি প্রকাশ করেছে, চলতি বছর এ প্রদেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষণে ৩৭ কোটি রেন মিন পি বরাদ্দ করা হবে।
শিনচিয়াং উয়েগুরু স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, দু'হাজার এগারো সালে শিনচিয়াংয়ে চীনের রাষ্ট্রয়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৬টি হয়েছে। জানা গেছে, দু'হাজার বারো সালে আরও ১৮০টি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে আশা করা হচ্ছে।
শিনচিয়াং উয়েগুরু স্বায়ত্তশাসিত অঞ্চল চলতি বছর বিদেশে অনুষ্ঠিতব্য ৩০টি মেলায় অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছে। ভৌগোলিক প্রধান্যকে কাজে লাগিয়ে শিনচিয়াং পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া , রাশিয়া , পূর্ব ইউরোপ , মধ্য প্রাচ্য ও ইউরোপের নবোদিত বাজারের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারন করবে। শিনচিয়াং উয়েগুরু স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বুরো সম্প্রতি এ খবর জানিয়েছে।
এতক্ষণ অর্থনীতির কয়েকটি সংক্ষিপ্ত খবর শুনলেন। এখন শুনবেন একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: "চীনের পারমাণবিক শিল্প বড় থেকে শক্তিশীল হয়ে উঠেছে।" পারমাণবিক শিল্প চীনের একটি কৌশলগত ও উচ্চ প্রযুক্তিগত উত্পাদন শিল্প। গত ৫৬ বছর ধরে চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেড একটি স্বাধীন ও সম্পূর্ণ কৌশলগত কোম্পানি লিমিটেড হয়ে উঠেছে। এই কোম্পানি লিমিটেড দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও জাতীয় অর্থনীতির উন্নয়ন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পারমাণবিক বিদ্যুত পারমাণবিক শিল্প উন্নয়নের একটি অন্যতম প্রধান শিল্প। বিদ্যুতের কাঠামো পুনর্বিন্যাস করা, জ্বালানী অর্থনীতি নিশ্চিত করা ও পরিবেশ সংরক্ষণ করাসহ নানা ক্ষেত্রে পারমাণবিক বিদ্যুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৯১ সালের ১৫ই ডিসেম্বর চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেড নিজের শক্তির ওপর নির্ভর করে চীনের প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র----ছিংসেন পারমাণবিক বিদ্যুত কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করে। তখন থেকে চীনের মূল ভূভাগে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র না থাকার দিন শেষ হয়ে গেল।
হো শিও জিয়েন হলেন ছিংসেন বিদ্যুত কেন্দ্রের সাবেক মহা ব্যবস্থাপক । গত শতাব্দির আশি দশক থেকে তিনি এই বিদ্যুত কেন্দ্রে কাজ করতে শুরু করেন। বতর্মানে তিনি চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেডের পরমাণু বিদ্যুত প্রচলন ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপনকের দায়িত্ব নিয়েছেন। একটি সাক্ষাত্কারে তিনি বলেন, গত বিশ বছর ধরে ছিংসেন পারমাণবিক বিদ্যুতের প্রথম পর্যায়ের নিয়ন্ত্রণ কেন্দ্রে অনেক পরিবর্তন ঘটেছে। তিনি বলেন,
এখানে সত্যিই অনেক পরিবর্তন হয়েছে। এই কেন্দ্রের অনেক সরঞ্জাম বেশ কয়েক বার পরিবর্তিত হয়েছে। এখন স্বয়ংক্রিয় পদ্ধতি উন্নয়ন করা হয়েছে। এখন মানুষের হাতের কাজ ক্রমেই কমে গেছে। আগে এই বিদ্যুত কেন্দ্রে বিদ্যুত উত্পাদনের পরিমাণ ছিল প্রতি ঘন্টায় ৩ লাখ কিলোওয়াট। কিন্তু সংস্কারের পর এখন এই বিদ্যুত কেন্দ্রে বিদ্যুত উত্পাদনের পরিমাণ প্রতি ঘন্টা ৩ লাখ ২০ হাজার কিলোওয়াট হয়েছে। সুতরাং বিদ্যুত উত্পাদনের পরিমাণ বাড়ার পাশাপাশি অর্থনীতিরও প্রবৃদ্ধি ঘটে।
গত বছরের অক্টোবর মাসের শেষ নাগাদ , ছিংসেন পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে স্বয়ংক্রিয় পদ্ধতি উন্নত হওয়ায়বিদ্যুত উত্পাদনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া, প্রায় চার কোটি টন কম ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয়েছে। দু'শো রেন মিন পির কর দেওয়া হয়েছে। যার ফলে অর্থনীতির কার্যকরিতা অর্জিত হওয়ার পাশাপাশি সামাজিক কার্যকরিতা ও পরিবেশের কার্যকরিতা অর্জিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেড অনবরত প্রযুক্তিগত সংস্কার চালিয়ে আসছে। ব্যবস্থার বহুমুখী কার্যকরিতা উন্নত হয়েছে। তা ছাড়া, নিজের শক্তিতে অনেক নতুন প্রযুক্তিও গবেষণা করা হয়েছে। ছিংসেন পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেডের ছিংসেন যৌথ ব্যবসা কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক ইয়াং ল্যান হো বলেন,
আমার মনে হয়, কেন্দ্রীয় প্রযুক্তি রপ্ত করা ছিংসেন পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দ্বিতিয় পর্যায়ের প্রকল্পের প্রথম ভূমিকা, দ্বিতীয় ভূমিকা হল পারমাণবিক বিদ্যুতের পেশাগত দল তৈরী করা , তৃতীয় ভূমিকা হল চীনের পারমাণবিক বিদ্যুতের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও মাপের নির্মাণ শিল্পের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া আর চর্তুথ ভূমিকা হল চীনের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা। চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক সেন ছিং একটি সাক্ষাত্কারে বলেন,
চীনের জন্য পারমাণবিক শক্তির উন্নয়ন একটি বাছাইমূলক প্রকল্প নয় বরং একটি প্রয়োজনীয় প্রকল্প। অন্য কথায় চীনের জ্বালানী উন্নয়ন সার্বিকভাবে পরিষ্কার উন্নয়নের মানে উনীত হলে পারমাণবিক শক্তির ওপর নির্ভর করতে হবে। গত বছরে চীনের বিদ্যুত উত্পাদনের অনুপাতে দুই শতাংশ অধিকার করে। কিন্তু বিশ্বে পারমাণবিক শক্তিতে বিদ্যুত উত্পাদনের অনুপাত ১৫ শতাংশ। সুতরাং এ ক্ষেত্রে চীনের উন্নয়নের অনেক অবকাশ রয়েছে।
পারমাণবিক প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেড বেশ কয়েক দফা স্বতন্ত্র উদ্ভাবনের সাফল্য অর্জন করেছে। বিশেষ করে এই কোম্পানি লিমিটেডের গবেষণা-করা কোবল্ট--৬০ চীনের শুন্যতা পূরন করেছে। এখন ক্যানাডা ও রাশিয়ার পর চীন হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ যা পারমাণবিক বিদ্যুত তু্ল্লি প্রয়োগ করে কোবল্ট---৬০ উত্পাদন করতে সক্ষম। মহা ব্যবস্থাপক সেন ছিং ব্যাখ্যা করে বলেন
ক্যানসার পরীক্ষা করতে গেলে কোবল্ট ব্যবহার করতে হয়। আগে চীন এই সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতো। এখন ছিংসেন পারমাণবিক বিদ্যুত উত্পাদন কেন্দ্রে বিদ্যুত উত্পাদনে কোবেল্ট ব্যবহার করা হয়। এখন কোবল্ট কেবল চীনের চাহিদা পূরণ করেছে তাই নয় তা বিদেশের চাহিদাও পূরণ করতে পারে। কোবল্ট---৬০ অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়।
মহা ব্যবস্থাপক সেন ছিং বলেন, ভবিষ্যতে চীনের পারমাণবিক কোম্পানি লেমিটেড উদ্ভাবনের শ্রেষ্ঠতাকে কাজে লাগিয়ে এই কোম্পানি লিমিটেডের কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়াবে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অবদান রাখার পাশাপাশি চীনের পারমাণবিক কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সহযোগিতার সামর্থ্য জোরদার করবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |