Web bengali.cri.cn   
বিশ্ব অর্থনীতির মঞ্চে জায়গা বাড়ছে উদীয়মান দেশগুলোর
  2011-12-29 14:24:31  cri

বিশ্ব অর্থনীতিতে উদীয়মান দেশগুলোর জায়গা ক্রমশ বাড়ছে। ল্যাটিন আমেরিকার ব্রাজিল এবং এশিয়ার উদীয়মান দেশগুলোর অর্থনীতি দিন দিন সামনে চলে আসছে। ব্রাজিল সম্প্রতি যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতির মঞ্চে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে বেশ কিছুকাল ধরে যে বিপর্যয় চলছে তার সুযোগেই উদীয়মান দেশগুলোর অর্থনীতি সামনে চলে আসছে।

অর্থনীতি ও ব্যবসা গবেষণা কেন্দ্র (সিইবিআর) নামক একটি গবেষণা সংস্থার তৈরি সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক লিগ টেবিল অনুযায়ী, বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তার স্থান ধরে রেখেছে। এরপর রয়েছে চীন, জাপান, জার্মানি ও ফ্রান্স। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত তালিকায় দশম স্থানে রয়েছে। আর অষ্টম স্থানে রয়েছে ঋণ সঙ্কটে জর্জরিত ইতালি ও নবম স্থানে রাশিয়া।

সিইবিআর বলেছে, অর্থনৈতিক উন্নয়নের ধারায় রাশিয়াও আছে। আগের বছরের চেয়ে এক ধাপ এগিয়ে দেশটি এ বছর নবম অর্থনীতির দেশের স্থান লাভ করেছে। আগামী ২০২০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় এ দেশটি চতুর্থ অর্থনীতির দেশে পরিণত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে দশম অর্থনীতির দেশ ভারত ২০২০ সাল নাগাদ বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে এ গবেষণা সংস্থা।

ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের অর্থনীতির বড় ধরনের অগ্রগতির পেছনে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং দ্রুত বিকাশমান ও সম্পদশালী মধ্যবিত্তের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর বিপরীতে যুক্তরাজ্যের অর্থনীতি ঋণ সঙ্কট এবং ব্যাংকিং খাতে তারল্য সঙ্কটে ডুবছে।

অন্যদিকে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে গণনীতি গবেষণা প্রতিষ্ঠান নামের এক সংস্থার প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে যুক্তরাজ্যের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। ইউরোপের অন্যতম বৃহত্ অর্থনীতির দেশটিতে আবারও মন্দা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

যুক্তরাজ্যকে ছাড়িয়ে ধনী দেশ হিসেবে ব্রাজিলের উঠে আসা প্রসঙ্গে সিইবিআরের প্রধান নির্বাহী ডগলাস বলেন, "উত্পাদনের ধরনের কারণে ব্রাজিলের অর্থনীতি যুক্তরাজ্যকে ছাড়িয়েছে। এটা বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের অংশ যেখানে আমরা কেবল পশ্চিম থেকে পূর্বে রূপান্তর দেখছি না। আমরা এটাও দেখছি, যেসব দেশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্য ও জ্বালানি এবং এ ধরনের পণ্য উত্পাদন করে তারা খুব ভালো করছে এবং ধীরে ধীরে অর্থনৈতিক লিগ টেবিলে ওপরের দিকে উঠে আসছে।"

তবে ২০১৬ সাল নাগাদ যুক্তরাজ্যের অর্থনীতি ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলেও সিইবিআর পূর্বাভাস দিয়েছে। এ প্রতিষ্ঠান তাদের পূর্বাভাসে বলেছে, চলমান ইউরো সঙ্কটের সমাধান হলে ২০১২ সালে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলোর অর্থনীতি শূন্য দশমিক ছয় শতাংশ সঙ্কুচিত হবে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040