Web bengali.cri.cn   
ইউরো অঞ্চল ভাঙ্গার আশঙ্কা তীব্র
  2011-12-01 10:32:39  cri

অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী অঞ্চলে যে ঋণ সঙ্কট চলছে তা থেকে পরিত্রাণের কোনো পন্থা এখনও খুঁজে বের করতে পারেন নি ইউরোপের নেতারা। সাম্প্রতিক সময়ে তাদের নেওয়া একের পর এক উদ্যোগ ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে এ সঙ্কট আরো ছড়িয়ে পড়ার এবং তার ফল হিসেবে ইউরো অঞ্চল ভেঙে যাওয়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আবারও জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা।

শুধু ইউরো অঞ্চলের ভাঙ্গনই নয়, আশঙ্কা করা হচ্ছে অঞ্চলের ঋণ সংকট উন্নত বিশ্বকে মন্দায় তলিয়ে দিতে পারে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) বলছে, এমন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি থেকে ইউরো অঞ্চলের সংকট মাত্র এক ধাপ পেছনে রয়েছে। এ সপ্তাহে প্রকাশিত সংস্থার এক পূর্বাভাসে বলা হয়, ইউরো অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারগুলোর বিশ্বাসযোগ্যতাও এখন প্রশ্নবিদ্ধ। এ ভারসাম্যহীনতা যেকোনো সময় সীমা অতিক্রম করতে পারে এবং দেউলিয়া হয়ে যেতে পারে ইউরোপ। তাই এ মুহূর্তের একটি ভুল পদক্ষেপও ধস নামিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র, জাপান ও উন্নত বিশ্বের অর্থনীতিতে।

ওইসিডি তাদের পূর্বাভাসে জানায়, সংস্থাভুক্ত ৩৪টি উন্নত দেশের প্রবৃদ্ধি এ বছর ১.৯ শতাংশ এবং আগামী বছর ১.৬ শতাংশ হবে। চলতি বছর ইউরো অঞ্চলের প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ এবং ২০১২ সালে হবে ০.২ শতাংশ। যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতি নমনীয় হলে ২০১১ সালে দেশটির প্রবৃদ্ধি হবে ১.৭ শতাংশ এবং ২০১২ সালে হবে ২.০ শতাংশ হবে। এ ছাড়া জাপানের অর্থনীতি এ বছর ০.৩ শতাংশ সংকুচিত হবে। ওইসিডি মনে করে, ইউরো অঞ্চলের ঋণসংকট বর্তমানে বিশ্ব অর্থনীতির জন্য প্রধান ঝুঁকি। তাই নীতিনির্ধারকরা যদি মন্দা অতিক্রম করতেও সক্ষম হয় তাতেও ইউরোপ, আমেরিকার অর্থনীতি কিছু সময়ের জন্য শ্লথ থাকবে। ক্ষতিগ্রস্ত হবে উদীয়মান দেশগুলোও। তবে সংস্থাটি বলছে, এখনো সময় আছে কার্যকর সিদ্ধান্ত নিয়ে বিপর্যয় এড়ানোর এবং সংকটে থাকা সরকারগুলোর বিশ্বাসযোগ্যতা রক্ষার।

আসলে ইউরো অঞ্চলের ভেঙে পড়ার বিষয়টি এখন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। এটি ঠেকাতে এখন সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান অবস্থায় এ অঞ্চলে আত্মবিশ্বাসের অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে। আর বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণে ব্যাংকের ওপর চাপ তৈরি হওয়ায় সঙ্কট আরও গভীর হয়েছে।

সঙ্কট থেকে আয়ারল্যান্ড এবং পর্তুগালকে উদ্ধার করতে ইউরোপের অর্থমন্ত্রীরা ৪৪০ বিলিয়ন ইউরোর তহবিল ঘোষণা করার সুযোগ থাকলেও নতজানু হয়ে পড়া ইউরোপের অর্থনীতির তৃতীয় ও চতুর্থ শক্তিশালী দেশ ইতালি ও স্পেনকে সঙ্কট থেকে উদ্ধারে এ তহবিল খুবই অপ্রতুল। এজন্য নতুন কোনো উপায় খুঁজতে অর্থমন্ত্রীদের বৈঠক ডাকা হয়।

বৈঠকের আগে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছিলেন যে, এ বৈঠক থেকে যদি একটা বাস্তবভিত্তিক সমাধান আসে তাহলে ইউরো অঞ্চলের সঙ্কট মোকাবিলা তথা এ জোটের টিকে থাকার জন্য সহায়ক হবে, আর তা না হলে এ জোট ভাঙ্গনের দিকে আরেক ধাপ এগোবে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040