Web bengali.cri.cn   
ছিংহাই প্রদেশের অর্থকরী কৃষি
  2011-10-27 19:37:48  cri
প্রথম জেচিয়াং আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন ২৫ অক্টোবর জেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত হয়েছে। ১৫০টি দেশ ও অঞ্চলের ১৫০০ জনেও বেশি ব্যবসায়ী এ সম্মেলনে অংশ নেন। জানা গেছে, জেচিয়াংয়ের ব্যবসায়ীদের সম্পদ ভালভাবে সংগ্রহ করা এবারের সম্মেলন আয়োজনের প্রধান উদ্দেশ্য। এ সম্মেলনে জেচিয়াংয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে বিশদভাবে আলোচনা হয়।

প্রথম চীনা-থাই রাবার উত্পাদন উন্নয়ন বিষয়ক সহযোগিতা ফোরাম ২৪ অক্টোবর চীনের নান নিন শহরে অনুষ্ঠিত হয়। এবার ফোরামের প্রতিপাদ্য ছিল, "চীনা-থাই রাবার ক্ষেত্রে পারস্পরিক কল্যাণ ও সহযোগিতা এবং টেকসই উন্নয়ন"। তা ছাড়া এবারের ফোরামে দ্বিপাক্ষীয় পুঁজিবিনিয়োগ নিয়ে বিশদভাবে আলোচনা হয়।

চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলেছে, ২০১১ সালের ১ ডিসেম্বর থেকে কোনও কোনও অঞ্চলে পরীক্ষামূলকভাবে মালপত্র বাণিজ্যের পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সংস্কার শুরু হবে।

চীনের লিওনিন প্রদেশের পরিবহণ ব্যুরো প্রকাশিত এক খবরে জানা গেছে, চীনের ডেনডং বন্দর কোম্পানি লিমিটেড ভবিষ্যতে ৩৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে এক হাজার কোটি রেন মিন পি বিনিয়োগ করবে। উল্লেখ্য, ডেনডং বন্দরের কৌশলগত অবস্থান রয়েছে। এটা হলো রাশিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সংলগ্ন।

তিব্বতের রাজধানী লাসায় চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড নির্মিত প্রথম প্রাকৃতিক গ্যাস সরবরাহ কেন্দ্র গত ২৬ অক্টোবর চালু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বেশির ভাগ এলাকায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা যাবে।

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের উচ্চপদস্থ কর্মকর্তাদের অষ্টম বৈঠক ২৬ অক্টোবর চীনের হাংচৌ শহরে শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আফ্রিকার দেশগুলোর মধ্যে নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়েছে। এবার বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ব্যাপার নিয়ে আলোচনা হবে।

অষ্টম চীন-আসিয়ান মেলা ২৪ অক্টোবর গুওয়াংসির নাননিন শহরে শেষ হয়েছে। চীন ও আসিয়ান দেশগুলোর সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিরা এবার মেলায় অংশ নেন।

এতক্ষণ কয়েকটি সংক্ষিপ্ত অর্থনীতির খবর শুনলেন। এখন শুনুন একটি প্রতিবেদন।

প্রিয় বন্ধুরা, ছিংহাই প্রদেশের হুওয়ালং জেলার হুওয়ংহো নদীর তীরে হংছুন মাছ ও চিনছুন মাছ চাষের সারি সারি জাল নজরে পড়ে। এটা হলো ছিংহাই প্রদেশের 'পারস্পরিক সহায়তা জেলা'র পেশাদার চাষ-অঞ্চল। এখানে প্রতি বছর বিপুল পরিমাণে নেদারল্যান্ডের বীজ ও ব্রুকোলি চাল করা হয়। এ সব শাকসবজি রাজধানী পেইচিং, শাংহাই ও সেনছেনসহ বড় বড় শহরে বিক্রি হয়। এমন কি কানাডা ও যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলোর বাজারেও বিক্রি করা হয় এগুলো।

ছিনহাই প্রদেশের গ্রামাঞ্চলে ঘুরে বেড়ানোর সুযোগ হলে দেখা যায় যে, অনেক গ্রামে নিজ নিজ ট্রেডর্মাক পণ্য আছে। যেমন ধরুন, পারস্পরিক সহায়তা জেলার 'ছত্রা গ্রাম', 'টোমাটো গ্রাম'। ডাঠং জেলার 'ভোজ্য ছত্রা গ্রাম'। শিংহুওয়া জেলার 'সূচীশিল্প গ্রাম'। হুয়াংজন জেলার 'সদ্য অঙ্কুরিত শিকড়সহ বীজ গ্রাম' ও 'ব্রুকোলি গ্রাম'। বতর্মানে ছিংহাই প্রদেশে প্রায় সাত শ'টি বৈশিষ্ট্যসম্পন্ন পেশাদার গ্রাম আছে। এখন এ প্রদেশের অনেক গ্রামে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার চালু হচ্ছে।

মা জেন ছিং ছিংহাই প্রদেশের হুওয়ালং জেলার ছুংখো থানার ডংছুন গ্রামের একজন সাধারণ কৃষক। দীর্ঘকাল ধরে তিনি জমিতে চাষ করেন। তিনি হয়তো কোনও দিন কল্পনা করতে পারেন নি যে, তিনি একদিন তার গ্রামের পাশের হুওয়াহো নদীর তীরে মাছ চাষ করবেন।

সংবাদদাতা: এখানে মাছ চাষ করার জন্য কতটি জালের বক্স আছে?

মা: মোট ৫২টি জালের বক্স আছে।

সংবাদদাতা: মোট ৫২টি। তাহলে প্রতিটি জালের বাক্সের আয়তন কত?

মা: একটি জালের বাক্স ৩৬ বর্গমিটার।

সংবাদদাতা: এতে এখন কত রকমের মাচ চাষ করা হয়?

মা: হংছুন মাছ ও চিনছুন মাছ - এ দু রকমের।

সাংবাদদাতা, প্রতিটি জালের বাক্সে কত মাছ চাষ করা যায়?

মা: দু'হাজার থেকে আড়াই হাজার।

প্রতিটি জালের বাক্সে দু' যদি হাজার থেকে আড়াই হাজার মাছ চাষ করা হয়, তাহলে মা জেন ছিংয়ের ৫২টি জালের বাক্সে মোট ১ লাখ ৪ হাজার মাছ চাষ করা হচ্ছে। তিনি বলেন, শুরুতেই তিনি অনেক ঝাঁমেলায় পড়েছিলেন। কিন্তু পরে হুওয়ালং জেলার মত্স্য উত্পাদন কেন্দ্র তাদেরকে অনেক প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছে।

হুওয়ালং জেলার কৃষি ব্যুরোর মত্স্য কেন্দ্রের পরিচালক রি জিয়েন জং ব্যস্ততার মধ্যেও সংবদদাতাকে ব্যাখ্যা করে বলেন,

"এই মত্স্য মাঠ গত আগস্ট মাসে তৈরি করা হয়েছে। তৈরি কাজ শেষ হওয়ার পর আমাদের সমর্থন একান্ত প্রয়োজন হয়, বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে আমাদের নির্দেশনা খুব দরকার পড়ে। কয়েক মাস পর এখানে প্রতিটি মাছের ওজন ৬ লিয়াং অর্থাত শূন্য দশমিক ৫ কেজির মতো হয়। মাছের ওজন এক কেজি তখন বাজারে বিক্রি করা যায়।"

মত্স্য চাষ ছিংহাই প্রদেশের একটি নবোদিত উত্পাদন শিল্প। এখন অধিক থেকে অধিকতর স্থানীয় কৃষক এই ব্যবসায়ে যোগ দিচ্ছে। লি জিয়েন জং বলেন, তাদের প্রযুক্তিগত নির্দেশনায় হয়তো দু'বছরের মধ্যে কৃষকদের বিনিয়োগের পুরো অর্থ ফিরে আসবে।

সাম্প্রতিক বছরগুলোতে ছিংহাই প্রদেশের বৈশিষ্টসম্পন্ন গ্রামগুলো পুরোপুরি স্থানীয় সম্পদের প্রাধান্যকে কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণ করেছে। গ্রামাঞ্চলের অর্থনীতির শক্তি বাড়ানোর পাশাপাশি স্থানীয় কৃষক ও পশুপালকদের চিন্তাধারণা বদলে গেছে। ছিংহাই প্রদেশের পারস্পরিক সহায়তা জেলার সেনগেন গ্রামের কমিউনিষ্ট পাটির শাখা কমিটির সম্পাদক লে ইউয়ো ওয়ে বলেন,

"বতর্মানে স্থানীয় জনসাধারণের চিন্তাভাবনা বদলে গেছে। আগে পুরুষরা বাইরে চাকরি খুঁজতে যেতো। মহিলারা জমিতে চাষ করতো। অবসর সময়ে তারা বাসায় সূচীকর্ম করতো। কিন্তু এখন মহিলারা জমিতে বীজ চাষ করে। কারণ এই বীজ এই গ্রামের একটি ট্রেডর্মাক পণ্য হয়ে দাঁড়িয়েছে।"

সম্প্রতি ছিংহাই প্রদেশের অনেক জায়গায় জমিতে অধিক অর্থকরী ফসলের চাষ শুরু হয়েছে। জীবনযাত্রার মান বাড়ানোর জন্য স্থানীয় লোকজন খুব প্রচেষ্টা চালাচ্ছে। এতক্ষণ একটি প্রতিবেদন শুনলেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040