Web bengali.cri.cn   
ব্যবসা পরিবেশে শীর্ষে সিঙ্গাপুর
  2011-10-27 10:05:42  cri

একটি দেশের বিনিয়োগ নির্ভর করে সেই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশের ওপর। যে দেশের পরিবেশ ভাল সে দেশের প্রতি বিনিয়োগকারীরা বেশি আকৃষ্ট হয়। সেকারণে ব্যবসা-পরিবেশের তুলনামূলক বিচার এ ক্ষেত্রের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি বিশ্বব্যাংক এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 'ব্যবসা করা ২০১২: ব্যবসা করা আরও স্বচ্ছ ভূবনে' শীর্ষ এ প্রতিবেদনে বিশ্ব ব্যাংক জানাচ্ছে, ব্যবসা-বাণিজ্যের উপযোগী পরিবেশের ক্ষেত্রে বিশ্বের অর্থনৈতিক সত্তাগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। তারপর রয়েছে যথাক্রমে হংকং, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নাম। শীর্ষ দশের তালিকায় এবার প্রথমবারের মতো ঢুকেছে দক্ষিণ কোরিয়া।

তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তারপর রয়েছে নেপাল, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের অবস্থান। সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনের বাংলাদেশের অবস্থান ভারতের চেয়ে ভাল হলেও গত বছরের চেয়ে তা ৪ ঘর নেমে গেছে। এক শ' তিরাশিটি দেশ ও অর্থনৈতিক সত্তা-অন্তর্ভূক্ত এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২২, যা গত বার তা ছিল ১১৮। প্রতিবেদনে বলা হয়েছে, উত্পাদন ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ থাকায় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের অন্যতম এ উপকরণ পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। সে কারণে ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশের বিচারে দেশটির অবস্থান আগের চেয়ে নেমে গেছে।

প্রতিবেদনে দেখানো হয়েছে, ভারত দ্রুত উন্নয়নশীল দেশগুলোর তালিকায় থাকলেও দেশটির পরিবেশ ব্যবসাবান্ধব নয়। ইলেকট্রনিক পদ্ধতিতে মূল্য সংযোজন কর দেওয়ার ব্যবস্থা করে ব্যবসার কাজ কিছুটা সহজ করায় ভারত অবশ্য তালিকায় এবার গত বারের তুলনায় সাত ধাপ এগিয়েছে। তারপরও দেশটি রয়েছে এশিয়ার বেশিরভাগ দেশের তুলনায় বেশ নিচে; ১৩২তম স্থানে। তালিকায় ৮৯তম স্থানে অবস্থান করে ব্যবসা ও বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো দেশ হিসেবে চিহ্নিত হয়েছে শ্রীলঙ্কা। করপোরেট কর কমানো এবং বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়ানোর মতো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে গতবারের চেয়ে সাত ঘর এগিয়েছে দেশিটির অবস্থান। অন্যদিকে বিচার প্রক্রিয়ার সময় কমানোর ফলে নেপাল তিন ধাপ এগিয়ে ১০১তম স্থান পেয়েছে আর ক্ষুদ্র ব্যবসার মুনাফার ওপর কর বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়ার কারণে ৯ ধাপ নিচে নেমে পাকিস্তান রয়েছে ১০৫তম অবস্থানে। ভুটানের অবস্থান চার ধাপ এগোলেও এবার দেশটি রয়েছে ১৪২তম স্থানে।

এ প্রতিবেদন তৈরির জন্য বিশ্বব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিধান পর্যালোচনা করে। এতে ব্যবসা শুরু করা, অর্থের প্রয়োজন মেটানো এবং পণ্য রপ্তানিসহ বাণিজ্যসংক্রান্ত ১০টি বিধি-বিধান কোন দেশে কতখানি সহজ, তা বিশ্লেষণ করা হয়। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে বিভিন্ন দেশে বিদ্যুতের প্রাপ্যতাও বিবেচনায় আনা হয়। এতে দেখা যায়, আইসল্যান্ড, জার্মানি, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুরে বিদ্যুত্ সরবরাহ সবচেয়ে ভালো।

প্রতিবেদনে বলা হয়েছে, এক শরও বেশি দেশ ই-গভর্নেন্সের ক্ষেত্রে এগিয়েছে। এসব দেশে নিবন্ধন, কাস্টমস ও আদালতে অভিযোগ দাখিলের কাজ ইলেকট্রনিক পদ্ধতিতে করা সম্ভব হওয়ায় সময় ও খরচ কমছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040