Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংকট কাটাতে সহায়তার প্রতিশ্রুতি
  2011-09-29 16:06:42  cri

বিশ্ব অর্থনীতিতে বর্তমানে যে সংকট চলছে তা গুরুতর ভাবনায় ফেলেছে বৈশ্বিক আর্থিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে। তারা এখন মরিয়া হয়ে উঠেছে এ সংকট থেকে উত্তরণের জন্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্প্রতি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)-এর বার্ষিক বোর্ড অব গভর্নরসের যে যৌথ সভা অনুষ্ঠিত হয়ে গেল, তার প্রধান আলোচ্য বিষয় ছিল এ সংকট। এ দুটি সংস্থার সদস্য দেশগুলো যাতে তেজি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়, সেজন্য সাধ্যমতো সহায়তার ঘোষণা দিয়েছে তারা। সংস্থা দুটির উন্নয়ন কমিটির ইশতেহারে ওই ঘোষণা এসেছে, যাতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান, লিঙ্গ-সমতা এবং সাম্প্রতিক সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংক ও আইএমএফের নীতিনির্ধারকসহ সদস্য দেশগুলোর সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের ইশতেহারে বলা হয়, "বৈশ্বিক আর্থিক বাজারের সাম্প্রতিক অস্থিরতা এবং রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে টেকসই পথে নেওয়ার পথে ঝুঁকি সৃষ্টি করছে।" এতে বলা হয়, এসব বিষয়ের সম্ভাব্য প্রভাব, বিশেষত দরিদ্র লোকজনের ওপর প্রভাব, বিষয়ে সংস্থা দুটি সতর্ক।

ইশতেহারের ভাষ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলো বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। তবে অর্থনৈতিক সংকট ভবিষ্যত্ আঘাত মোকাবেলায় তাদের সক্ষমতা কমিয়ে দিয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে সদস্য দেশগুলোর অর্থনীতিকে তেজি ও টেকসই করতে এবং তাদের ভালো প্রবৃদ্ধি অর্জনের জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের প্রতিশ্রুতি পূরণে এবং সংকটের এই সময়ে উন্নয়নশীল এবং উদীয়মান দেশগুলোর দরিদ্রদের সহায়তায় দীর্ঘ মেয়াদে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয় এতে।

যৌথ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক বলেন, "এটা পরিষ্কার যে, বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে আমাদের অংশীদাররা উন্নয়নশীল দেশগুলোর সহায়তার প্রধান উত্স হিসেবে বিশ্বব্যাংককে ভূমিকা রাখতে পরামর্শ দিয়েছেন।" তিনি উল্লেখ করেন যে, ২০০৮ সালের মধ্যভাগে যখন বৈশ্বিক মন্দা শুরু হয়, তখন থেকে বিশ্বব্যাংক এ পর্যন্ত ১২৬ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।

শুধু যৌথ বৈঠকে নয়, বর্তমান সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক ও আইএমএফের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে জি-২০ অর্থমন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠকেও। ইউরো এলাকার ঋণ সংকট সামাল দিতে ওই বৈঠকে সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলেন আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে। তিনি বলেন, সংকট মোকাবেলার পদক্ষেপ হিসেবে আইএমএফ তার বিদ্যমান সম্পদ পর্যালোচনা করবে। তবে প্রতিশ্রুতির পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে এও বলেন যে, সংকট ঘনীভূত হলে তা থেকে পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত অর্থ আইএমএফের নাও থাকতে পারে। এছাড়া, ইউরোপের ঋণ সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকের পর বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ ইশতেহারে জানানো হয়, দারিদ্র্য বিমোচন এবং বিস্তৃতভাবে অর্থনৈতিক সুযোগ সৃষ্টির জন্য কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের সম্প্রসারণের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টির জন্য এ দুই সংস্থা তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানায়।

বর্তমানে বিশ্বের অর্থনীতি যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে পরিত্রাণে বিশ্বব্যাংক ও আইএমএফের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সে সহায়তা হওয়া দরকার বাস্তবভিত্তিক শর্তে, যাতে তার সুফল সংশ্লিষ্ট দেশগুলো পুরোটা ঘরে তুলতে পারে। অন্যথায় সহায়তা কেবল দেশগুলোর দেনার বোঝা বাড়াতে সক্ষম হবে; সংকট থেকে উত্তরণে নয়। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040