|
চীনের থিয়েনচিন শহরের উন্নয়ন অঞ্চল থেকে সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি দশ বছরের মধ্যে থিয়েনচিন শহরে বিশ্ব শ্রেণীর বিমান ও মহাশুন্য যান উত্পাদন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে।
চীনের তেল ও রসায়ন লিমিটেড কোম্পানি সম্প্রতি জানিয়েছে, চীনের সিছুয়ানে উদ্ধারকৃত প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বিশেষজ্ঞদের পরীক্ষানীরিক্ষায় অনুমোদিত হয়েছে। অনুসন্ধান অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসের মজুত ১৫ হাজার ৯২৫৩ কোটি ঘনমিটার।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, চীনের বসতি সম্পদ নিয়ন্ত্রন নীতি কার্যকর হওয়ার পর, গত আগস্ট মাসে চীনের ৭০টি বড় ও মাঝারি শহরে বাড়িঘরের দাম কিছুটা কমেছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত একটি উপাত্তে জানা গেছে, গত জুলাই মাসে চীনের হাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ফান্ড ছিল ৮০০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট চীন সফরের সময় বেশ কয়েকবার বলেছেন, যুক্তরাষ্ট্রে চীনের পুঁজিবিনিয়োগ ও মার্কিন ডলারের ঋণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এতক্ষণ কয়েকটি সংক্ষিপ্ত অর্থনীতির খবর শুনলেন। এখন শুনুন একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: " কৌশলগত নবোদিত উত্পাদন শিল্প, আধুনিক কৃষি ও আধুনিক পরিসেবা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারী অর্থনীতির ভূমিকার ভবিষ্যত উজ্জ্বল"।
চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরে বেসরকারী অর্থনীতি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে, বতর্মানে বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের ৮০ শতাংশের কাছাকাছি দাঁড়িয়েছে। এখন দেশের অর্ধেক কর বেসরকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আদায় করা হচ্ছে। এ সব শিল্প প্রতিষ্ঠান দেশের প্রায় ৮০ শতাংশের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। এ সব শিল্প প্রতিষ্ঠানের অর্থনীতির মোটমূল্যও জাতীয় অর্থনীতির অর্ধেক হয়ে গেছে।
বতর্মানে চীনে অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার করা ও অর্থনীতির উন্নয়নের পদ্ধতি পরিবতর্ন করার বড় পটভূমিতে নবোদিত উত্পাদন শিল্প, সংস্কৃতি শিল্প , আধুনিক কৃষি ও আধুনিক পরিসেবা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারী অর্থনীতিতে সঞ্চিত পুঁজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবে এ সব ক্ষেত্রে চীনের বেসরকারী শিল্প প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গ্যানলেন গত শতাব্দীর ৯০ দশকে প্রতিষ্ঠিত পরিষ্কার বিদ্যুত উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান। বতর্মানে এই শিল্প প্রতিষ্ঠান ব্যাপকভাবে সৌরশক্তিতে বিদ্যুত উত্পাদন শিল্প উন্নয়ন করছে। গ্যানলেন লিমিটেড কোম্পানির বোর্ড চেয়ারম্যান লি হো জিয়েনের ধারণায় সৌরশক্তির মতো নবায়ন উত্পাদন শিল্প বাড়ানোর গতি লোকদের কল্পনার বাইরে হয়েছে। নতুন জ্বালানীর উন্নয়ন বতর্মান বিশ্বের একটি নতুন ধারা হয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
নতুন জ্বালানীর উন্নয়ন এতটি সন্ধিক্ষণ পর্যায়ে উপনীত হয়েছে। ২০০৬ সালে নতুন জ্বালানী বিশেষ করে সৌরশক্তিতে বিদ্যুত উত্পাদনের মূল্য তিন থেকে চার ইউয়ান ছিল। তখন এ ক্ষেত্রের কোন কোন বিশেষজ্ঞ মনে করতেন, সৌরশক্তিতে বিদ্যুত উত্পাদনের মূল্য তিন ইউয়ান থেকে এক ইউয়ানে কমাতে ৩০ বছর লাগবে। এক ইউয়ান থেকে বিশেষ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হলে অর্থাত আগুন বা পারমাণবিক শক্তিতে বিদ্যুত উত্পাদনে রুপান্তর করা হলে কমপক্ষে ৫০ বছর লাগবে। বাস্তবে সৌরশক্তিতে বিদ্যুত উত্পাদনের মূল্য ৩ ইউয়ান থেকে ১ ইউয়ানে কমাতে মাত্র তিন বছর লেগেছে। ২ ইউয়ান থেকে ৫০ ফেনে কমাতে মাত্র ৩ বছর লেগেছে। নতুন জ্বালানী বিশেষ করে আলোর প্রতিনিধিত্ব-করা নতুন জ্বালানী উত্পাদন শিল্পের একটি বিকল্পের সময় এসে গেছে।
বতর্মানে দেশে গ্যানলেন লিমিটেড কোম্পানির আটটি দ্বিতীয় প্রজম্মের পাতলা পাতার সৌরশক্তি ব্যাটারি উত্পাদন কেন্দ্রের নির্মান কাজ শুরু হচ্ছে বা শুরু হবে। লি হো জিয়েন মনে করেন, শিল্প বিপ্লব ও তথ্যায়ন বিপ্লবের অভিজ্ঞতা চীনের ছিল না। কিন্তু চীন এখন নতুন জ্বালানীর বিপ্লবে ঝাপিয়ে পড়েছে। তিনি বলেন,
চীনের লোক হয়তো নতুন জ্বালানী বিপ্লবের সম্মুখীন । এর কারণ দুটো। প্রথমত: নতুন জ্বালানী উত্পাদন শিল্প প্রধানত নির্মান শিল্প। নির্মান শিল্পে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন প্রাধান্য আছে। নির্মান শিল্পে চীন অনেক কিছু করতে সক্ষম। দ্বিতীয়ত: নতুন জ্বালানী উত্পাদন শিল্পে চীনের কেন্দ্রীয় প্রযুক্তি মন্দ নয়। যুক্তরাষ্ট্রও স্বীকার করেছে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন পিছিয়ে পড়ে নি।সুতরাং আমার মনে হয়, এবার নতুন জ্বালানী বিপ্লবে আমরা চীনারা অগ্রসর হতে পারি।
চীন হচ্ছে একটি ঐতিহ্যবাহী কৃষিপ্রধান দেশ। খাদ্যের পরিমাণ ও গুণগতমানের প্রতি বিশ্বের চাহিদা কোন দিন কমেনি। নতুন জ্বালানীসহ নতুন উত্পাদন শিল্প বাদে আধুনিক কৃষিও চীনের বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের পুঁজিবিনিয়োগে একটি উষ্ণ দিক।
লোখোডা খাইউয়ান লিমিটেড কোম্পানি ও লিওইয়াংহো কৃষি লিমিটেড কোম্পানির বোর্ডের চেয়ারম্যান । ২০০৮ সালে আর্থিক সংকট শুরু হওয়ার পর , তারা বসতি উন্নয়ন শিল্প ও রেস্টুরান্ট শিল্প চালু করেছে। তা ছাড়া, তারা সংস্কৃতি উত্পাদন শিল্পও চালু করেছে। লোখোডা বলেন, আধুনিক কৃষি সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করার কারণে শিল্প প্রতিষ্ঠানের চিন্তাধারা পরিবর্তন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
আধুনিক কৃষি উন্নয়ন করা হলো বেসরকারি শিল্প প্রতিষ্ঠান উত্পাদনের কাঠামো রুপান্তর করা ও বিজ্ঞানসম্মত উন্নয়নের সঠিক বিকল্প। তা ছাড়া , এটা হল বে সরকারি শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের অবকাঠামো সম্প্রসারণের বাস্তব বিকল্প। আধুনিক কৃষিতে পুঁজিবিনিয়োগ করার প্রক্রিয়ায় আমরা পুষ্টিকর খাদ্যের ব্যাপক উন্নয়ন করি। কারণ আজকাল মানুষ পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য খেতে চায়।
প্রযুক্তির উদ্ভাবন , আধুনিক ব্যবস্থাপনাকে অবলম্বন করে প্রাচীন কৃষিতে নতুন প্রাণশক্তি আবির্ভূত হয়। নি:সন্দেহে এটি একটি নতুন উন্নয়নের পথ। বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে তৃতীয় উত্পাদন শিল্প অর্থাত পরিসেবা শিল্পে বিরাট সুপ্ত উন্নয়নের শিল্প খুঁজে বের করা একটি ভাল বিকল্প।
চীনের হাইনান প্রদেশের সানয়া অঞ্চলে অনেক আধুনিক হোটেল আছে। থিয়েইউয়ু হোটেল এই এলাকায় অত্যন্ত বিখ্যাত। বতর্মানে সানয়া অঞ্চলে শতাধিক হোটেল আছে। একটি সাক্ষাত্কারে থিয়েইউয়ু হোটেলের ম্যানিজার লি বিং মনে করেন, অবকাশ যাপন শিল্প ক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা বিরাট। তিনি বলেন,
সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনের গরীব অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। এখন চীনের মানুষ জীবনের গুণগতমানের দিকে মনোযোগ দেয়। তা ছাড়া, সরকারও অভ্যন্তরীণ চাহিদা বাড়ার জন্য উত্সাহ দিচ্ছে। তবে এ ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করবার আছে। আমার মনে হয়, আগামী দশ থেকে ত্রিশ বছরের মধ্যে হোটেলের মোট সংখ্যা একশো গুণ বেশী হবে। আসলে চীনের অন্যান্য প্রদেশে অবকাশ যাপন কেন্দ্র স্থাপন করা হয়েছে। চীনের আয়তন বিশাল। এটা হল একটি সম্ভাবনাময় শিল্প।
একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে চীনের অভ্যন্তরীণ পযর্টকের সংখ্যা ২১০ কোটিতে দাঁড়িয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশী। বিদেশে যাওয়া পর্যটকের সংখ্যা বর্তমানে ৫ কোটি ৭৩ লাখ ৯০ হাজার যা গত বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বেশী।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |