Web bengali.cri.cn   
'যৌসান দ্বীপপুঞ্জ চীনের প্রথম দ্বীপপুঞ্জের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে'
  2011-09-08 18:10:02  cri
চীনের রাষ্ট্রীয় পরিষদ ৬ সেপ্টেম্বর প্রকাশিত 'চীনের শান্তিমূলক উন্নয়ন' শিরোনামে শ্বেতপত্রে বলা হয়েছে, চীন ভবিষ্যতে বৈদেশিক পূঁজিবিনিয়োগ ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করবে। জনসাধারণের স্বার্থের জন্য কল্যাণকর শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে।

গত ১ সেপ্টেম্বর চীনের বিমানে ব্যবহৃত তেলের দাম কমিয়ে দেয়ার পর চীনের বেশ কয়েকটি বিমান চলাচল কোম্পানি জানিয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে ৮০০ কিলোমিটারের বেশী দূরের বিমান লাইনের অতিরিক্ত তেলের ফি ১০ ইউয়ান কমেছে।

শাংহাই পৌ সরকারের উপ মহাসচিব শাও হাই লিন ৬ সেপ্টেম্বর উল্লেখ করেছেন, এ বছরের শুরু থেকে, রফতানির চাইতে শাংহাইয়ের আমদানির পরিমাণ প্রকটভাবে বেড়েছে। গত ৭ মাসে প্রতিকূল মুনাফার পরিমাণ ১০৫০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

চীনের ১৫তম আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগ বিষয়ক ফোরাম ৭ থেকে ১১ সেপ্টেম্বর পযর্ন্ত শিয়ামেনে অনুষ্ঠিত হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এবারের মেলা সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চল এবারের মেলায় অংশ নেয়। বতর্মানে মেলার বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে চলছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ৬ সেপ্টেম্বর প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, ২০১০ সালে চীনের বৈদেশিক প্রত্যক্ষ পূঁজি বিনিয়োগের পরিমাণ বিশ্বের পঞ্চম স্থানে উন্নীত হয়েছে। প্রথমবারের মতো জাপান ও বৃটেনসহ ঐতিহ্যবাহী পূঁজিবিনিয়োগকারী দেশগুলোকে তা ছাড়িয়ে গেছে।

চীনের প্রথম আন্তর্জাতিক নতুন সামগ্রী উত্পাদন শিল্প বিষয়ক মেলা ৬ সেপ্টেম্বর চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিনে অনুষ্ঠিত হয়েছে। বিদেশের ৫০টি শিল্প প্রতিষ্ঠান ও দেশের ৭০০টি নাম-করা শিল্প প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।

এতক্ষণ কয়েকটি সংক্ষিপ্ত খবর শুনলেন। এখন শুনবেন একটি প্রতিবদেন। প্রতিবেদনটির শিরোনাম: 'যৌসান দ্বীপপুঞ্জ চীনের প্রথম দ্বীপপুঞ্জের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে'।

যৌসান দ্বীপপুঞ্জ চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত। তার উত্তর দিকে শাংহাই, হানযৌ ও নিনপুসহ বড় ও মাঝারি শহর রয়েছে। যৌসান দ্বীপপুঞ্জ হল চীনের একমাত্র দ্বীপপুঞ্জ হিসেবে গঠিত একটি বিভাগ পর্যায়ের প্রশাসনিক অঞ্চল। এখানে প্রচুর সামুদ্রিক সম্পদ আছে। তা ছাড়া যৌসান দ্বীপপুঞ্জ হল জেচিয়াং প্রদেশের বৃহত্তম তথা চীনের গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র। জেচিয়াংয়ের যৌসান ইয়াংফেন লিমিটেড কোম্পানির জাহাজ নির্মাণ কারখানায় শ্রমিকরা কাজে অত্যন্ত ব্যস্ত । একটি সাক্ষাত্কারে এ কারখানার একজন শ্রমিক বলেন,

এটা হল জাহাজে ৯০০টি কন্টেইনার বোঝাই করতে সক্ষম অঞ্চল। এর বাইরের দুটো জাহাজ হল ৫৭ হাজার টনের বাণিজ্যিক জাহাজ। ৯০০টি কন্টেইনার বোঝাই করতে সক্ষম জাহাজের মালিক হবে জার্মানী। বাইরের দু'টো জাহাজের মধ্যে একটি ক্যানাডার জন্য নির্মাণ করা হয়েছে , আরেকটি চীনের অভ্যন্তরীণ কাজে নির্মাণ করা হয়েছে'।

যৌসান ইয়াংসি নদী অববাহিকা ও ইয়াংসি বদ্বীপের বৈদেশিক সমুদ্রের দরজা ও চলাচল পথ। এখানে একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবেশ ঘেরা গভীর নৌ বন্দর আছে। ভৌগলিক দিক থেকে সম্পদের প্রাধান্য অত্যন্ত প্রকট। জাহাজ নির্মাণ শিল্প এখন স্থানীয় অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্পাদন শিল্পে পরিণত হয়ে উঠেছে। ২০১০ সালে যৌসানের জাহাজ নির্মাণ শিল্পের মোটমূল্য দাঁড়িয়েছে ৫৪৯০ কোটি রেন মিন পি ।

জাহাজ নির্মাণ শিল্প দ্রুত গতিতে বিকশিত হওয়ার পাশাপাশি যৌসান দ্বীপপুঞ্জের মত্স শিল্প ব্যাপকভাবে বিকশিত হয়েছে। কারণ, যৌসান বিশ্বের চারটি বড় মত্স কেন্দ্রের অন্যতম। এ স্থানটি সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ। সমুদ্রজাত পণ্যদ্রব্যের বার্ষিক উত্পাদনের পরিমাণ ১২ লাখ টনের কাছাকাছি। জেচিয়াং প্রদেশের শিংই লিমিটেড কোম্পানি যৌসানের একটি বিখ্যাত সমুদ্রজাত পণ্যের প্রক্রিয়াকরণ কারখানা। এ শিল্প প্রতিষ্ঠানের উপ পরিচালক উ ওয়ে পিং একটি সাক্ষাত্কারে বলেন,

এক ঘন্টার মধ্যে গোটা উত্পাদন লাইনে প্রায় এক টনের বেশী পণ্য উত্পাদিত হয়। অর্থাত দশ ঘন্টায় ১০ টন পণ্য উত্পাদিত হতে পারে। এটা একটি হাইটেক উত্পাদন লাইন। সামনে সাদা কাপড় পরা শ্রমিকরা মাছের তেলসহ অন্যান্য পণ্য উত্পাদন করছে।

চলতি বছরের ৩০ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে যৌসান দ্বীপপুঞ্জকে একটি নতুন অঞ্চল হিসেবে গঠনের অনুমোদন দিয়েছে। এখন যৌসান সামুদ্রিক অর্থনীতির ভিত্তিতে চীনের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের নতুন অঞ্চল হয়ে দাঁড়িয়েছে।

যৌসানের তিনহাই জেলা জেচিয়াং প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের পূর্ব সাগরের জলসীমায় অবস্থিত। এ জেলা হচ্ছে যৌসানের সামুদ্রিক প্রকল্প সরঞ্জাম উত্পাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনহাই জেলার অর্থনীতি ও তথ্যা ব্যুরোর প্রধান অর্থনীতিবিদ ইয়াং ওয়েন ইয়ে বলেছেন, দ্বীপপুঞ্জের নতুন অঞ্চল গঠন স্থানীয় এলাকার উন্নয়নের জন্য নতুন সুযোগ সুবিধার সৃষ্টি করবে। এ প্রসঙ্গে তিনি বলেন,

চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে যৌসান দ্বীপপুঞ্জের নতুন অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এ অঞ্চলের গঠন কাজের ধাপ অবিরাম দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে নি:সন্দেহে নীতিগত দিক থেকে আরও ভাল সুযোগ পাওয়া যাবে।

বতর্মানে যৌসান শহর নতুন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করছে।

যৌসান দ্বীপপুঞ্জের নতুন অঞ্চল গঠনকাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল চীনের সমুদ্রজাত পণ্যদ্রবের প্রক্রিয়াকরণ কেন্দ্র। এই কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক সমুদ্রজাত পণ্য এখান থেকে সরাসরি রফতানি করা যায়। তা ছাড়া, পাইকারী পণ্য বিনিময় কেন্দ্র গঠন করা হবে। এ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিশনের উপ পরিচালক জেন ওয়ে ব্যাখ্যা করে বলেন,

এ বিনিময় কেন্দ্র দেশের পাইকারী পণ্যদ্রব্যের কৌশলগত সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বিশ্ব বাজারে আমাদের দেশের পাইকারি পণ্যের দাম নির্ধারণে বার্কের অধিকার থাকতে পারবে।

অর্থনৈতিক গঠনকাজকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাওয়া ও সামুদ্রিক সম্পদ উন্নয়নের পাশাপাশি সমুদ্র রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেচিয়াং প্রদেশের সামুদ্রিক অর্থনীতি কার্যালয়ের উপ পরিচালক জেন শাং খুয়েন বলেন, দীর্ঘকাল ধরে জেচিয়াং প্রদেশ সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের গঠনকাজের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। তিনি বলেন,

বতর্মানে আমাদের দেশের সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ আইন আছে। তা ছাড়া , এ সম্পর্কে জেচিয়াং প্রদেশের প্রাসঙ্গিক বিধি প্রণীত হয়েছে। তবে আমাদের উপলব্ধি করতে হবে যে, আইন প্রয়োগ জোরদার করতে হবে এবং ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে।

চীনের প্রথম দ্বীপপুঞ্জের নতুন অঞ্চল হিসেবে যৌসান দ্বীপপুঞ্জের নতুন অঞ্চল গঠনকাজ আনুষ্ঠানিকভাবে চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায় লিপিবদ্ধ করা হয়েছে। চীন সরকার ও জেচিয়াং প্রদেশ অর্থ ও কর আদায়ের বিষয়টিকে সমর্থন করেছে। এর সঙ্গে সঙ্গে জেচিয়াং প্রদেশ ধারাবাহিক নীতি প্রণয়ন করেছে। এ প্রসঙ্গে চেজিয়াং প্রদেশের সমুদ্র অর্থনীতি কার্যালয়ের উপ পরিচালক জেন শাং খুয়েন বলেন,

উন্মুক্তকরণ ও অর্থ আদায়ের ব্যাপারে সংশ্লিষ্ট সুবিধাজনক নীতি প্রণয়ন করা হয়েছে। তা ছাড়া, ভূমি ও সমুদ্র ব্যবহার ও পুঁজিবিনিয়োগ এবং ব্যাংকিং ক্ষেত্রেও সংশ্লিষ্ট সুবিধাজনক নীতি প্রণয়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040