|
জানা গেছে, মূল্যবান এ ধাতুর দাম মাত্র ১১ দিনের ব্যবধানে আউন্সপ্রতি ১০০ ডলার বেড়ে ১,৬০৯.৫১ ডলারে দাঁড়িয়েছে। গত চার দশকের মধ্যে এটাই সবচেয়ে দ্রুতগতির মূল্যবৃদ্ধি। । বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষক ওয়াং থায়ো বলেন, গত দুই সপ্তাহের শক্তিশালী গতির পর লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে বছর শেষে সোনার দাম ১,৯৪০ ডলারে পৌঁছাবে।
সোনায় বিনিয়োগে এমন ঝোঁক কেন তার ব্যাখ্যা দিয়েছেন সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী। তিনি বলেন, দীর্ঘমেয়াদে সোনাতে বিনিয়োগ লাভজনক। ফলে একদল নতুন শ্রেণীর বিনিয়োগকারী সোনায় টাকা খাটাতে আগ্রহী হচ্ছেন, যারা ব্যাংক আমানত, বন্ড বা শেয়ার মতো মূল ধারার বিনিয়োগ থেকে সরে এসে নিরাপদ কোনো বিনিয়োগ চাচ্ছেন। তিনি মনে করেন, কাগুজে বিনিয়োগ পণ্যের প্রতি এসব বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই কমছে।
একই কথা বললেন ধাতু পরামর্শ প্রতিষ্ঠান এনটেইকের বিশ্লেষক সিই হিং। তিনি বলেন, মূল্য এত বৃদ্ধির পরও বিনিয়োগকারীরা সোনার পেছনে ছুটছেন এবং সোনায় টাকা ঘাটিয়েই তাঁরা নিরাপদ থাকতে চান, কারণ মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় কাগজের মুদ্রা ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছে।
বিশ্ব স্বর্ণ পরিষদের হিসেব মতে, ২০১০ সালে বিশ্বে সোনার চাহিদা ছিল ২,৭৭৮ টন। তবে এ বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় এ চাহিদা বেড়েছে ১১ শতাংশ। পরিষদের তথ্য-উপাত্তে দেখা যায়, সোনার চাহিদার দিক থেকে শীর্ষে ভারত ও চীন। গত বছর দেশ দুটির চাহিদা ছিল যথাক্রমে ৭৮৩ টন ও ৫৭১ টন আর এ বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের মোট চাহিদার ৫৭ শতাংশ সৃষ্টি হয় এ দুটি দেশে। ধারণা করা হচ্ছে, বছরের বাকি সময়ে ভারতে ও চীনে সোনার চাহিদা আরো বাড়বে।
হিং বলেন, মন্দা ও উচ্চ মুদ্রাস্ফীতি সোনাকে একটি আকর্ষণীয় বিনিয়োগে পরিণত করেছে। তাই সোনার রেকর্ড মূল্যবৃদ্ধিতেও বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন না।
চীনে জুন মাসে মুদ্রাস্ফীতি দাঁড়ায় ৬.৪ শতাংশে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। হিংয়ের ধারণা, এ অবস্থায় চীনে সোনার চাহিদা আরো ২০ শতাংশ বেড়ে এ বছর ৭০০ টনে পৌঁছবে। ২০১০ সালে দেশটিতে সোনার চাহিদা ছিল ৫৭০ টন।
অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে পাল্লা দিয়ে সোনায় বিনিয়োগ করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। বিশেষ করে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা মজুদের প্রতি ঝুঁকছে। এর ফলে গত ২১ বছরের মধ্যে ২০১০ সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার প্রকৃত ক্রেতায় পরিণত হয়েছে, যদিও ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দার কারণে সোনা বিক্রি ইতোমধ্যেই কমিয়ে দিয়েছে। (সিনহুয়া ও রয়টার্স অবলম্বনে)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |