Web bengali.cri.cn   
' চীনের নির্মাণ গোষ্ঠির টেকসই উন্নয়নের পথ'
  2011-06-23 18:39:59  cri
শুরুতে সংক্ষিপ্ত কয়েকটি অর্থনীতির খবর।চীনের উপ বাণিজ্য মন্ত্রী ওয়াং চাও সম্প্রতিক বলেছেন, বিশ্বজুড়ে ব্যাংকিং সংকটের আঘাতে পরিসেবামূলক আন্তর্দেশীয় বিনিয়োগের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের শিল্প উন্নয়নশীল দেশগুলোর কাছে রুপান্তরিত হওয়ার গতিও বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুরোর মুখপাত্র জেন লাই ছুন সম্প্রতি বলেছেন, যদিও মে মাসে চীনের অর্থনীতি বৃদ্ধির হার কিছুটা হ্রাস পেয়েছে তবু মোলিকভাবে বলতে গেলে চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে বিকশিত হচ্ছে।

তাইওয়ান প্রণালীর দু'পারের অষ্টম তথ্য শিল্প ও প্রযুক্তি সংক্রান্ত ফোরাম সম্প্রতি পেইপেইয়ে সমাপ্ত হয়েছে। এবার ফোরামে বেশ কয়েকটি ক্ষেত্রে দু'পক্ষের মতৈক্য অর্জতি হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, চীনে বিদেশী বিনিয়োগকারীদের কৌশলগত নবোদিত শিল্প প্রতিষ্ঠান গঠন করার উত্সাহ দেয়া হবে। এর পাশাপাশি তাদের জন্য বিনিয়োগের পরিবেশ আরও সম্পূর্ণ করা হবে।

২২তম হারবিন আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য মেলা সম্প্রতি শেষ হয়েছে। ২২টি দল ও ৫৯টি দেশ ও অঞ্চল ১৭৮২ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। বতর্মানে হারবিন চীনের বৈদেশিক বাণিজ্য স্বাক্ষরের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাথর্ফোমে পরিণত হয়েছে।

তৃতীয় গুওয়াংডং বিদেশী ব্যবসায়ীর অর্থায়নে শিল্প প্রতিষ্ঠানের তৈরী পণ্যদ্রব্য মেলা সম্প্রতি গুয়াংডং প্রদেশের ডংগুয়ান শহরে শেষ হয়েছে। গুয়াংডং প্রদেশের ৯৫৫টি বিদেশী বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানগুলোর উত্পাদিত পণ্যদ্রব্য এবার মেলায় প্রদর্শিত হয়েছে।

এতক্ষণ সংক্ষিপ্ত কয়েকটি অর্থনীতির খবর শুনলেন। এখন শুনুন প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: ' চীনের নির্মাণ গোষ্ঠির টেকসই উন্নয়নের পথ'

নিমার্ন বৃত্তির কথা উল্লেখ করা হলে লোকজনের মনে আপনাআপনি অতিরিক্ত জ্বালানী ব্যয়কারি ও দারূন দূষিত শিল্প প্রতিষ্ঠানের চিত্র অবির্ভূত হয়। তবে লোকজনের এ ধারণ মোটেই অসাভাবিক নয়। কেননা, অতীতে সিমেন্ট ও ইস্পাত ও লোহা কারখানার চারপাশের আকাশ দূষিত মেঘে আচ্ছন্ন। নানা ধরনের অদ্ভত গন্ধ বাতাসে ভেসে মানুষের নাকে ঢুকতে থাকে । তখন যাখানে এ ধরনের কারখানা ছিল সেখানে পরিবেশ দূষিত হত। এ সব শিল্প প্রতিষ্ঠান পরিবেশকে দূষণ বাড়ার মূল্যে অর্থনীতির বৃদ্ধি বাস্তবায়ন করে থাকতো। এখন এ ধরনের শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে যাওয়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার অথনীতির উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উন্নয়নের ওপর অত্যন্ত মনোযোগ দিয়ে আসছে। এখন সবুজ অর্থনীতি জনপ্রিয় করে তোলা হয়েছে। চীনের নির্মান গোষ্ঠি এমন একটি শিল্প প্রতিষ্ঠান যাতে সেকেলে উত্পাদন জ্বালানী ক্রমেই বাতিল করা হচ্ছে , জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাসের নি:সরণের পরিমাণ কমানোর উদ্যোগ চালানো হয়। যার ফলে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন জোরদার করা হয়েছে এবং একটি সাফল্য ও টেকসই উন্নয়নের পথ খুঁজে বের করা হয়েছে।

ছেনডু জনগুয়াং লিকট্রিনিক বিজ্ঞান ও প্রযুক্তি লিমিটেট কোম্পানি হচ্ছে চীনের নির্মান গোষ্ঠির অধিস্থানে একটি বড় আকারের শিল্প প্রতিষ্ঠান। নতুন ধরনের নির্মান সামগ্রী, নতুন ধরনের বাড়ীঘর ও নতুন জ্বালানী সম্পদের সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে এই কোম্পানি উদ্ভাদন গবেষণার কাজ চালিয়ে আসছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ঐতিহ্যবাহী কাচ উত্পাদনকে কৌশলগত নবোদিত উত্পাদন শিল্পে রুপান্তর করেছে। কাচ উত্পাদনের পদ্ধতি রুপান্তরের ক্ষেত্রে অনুসন্ধ্যান চালানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে এ কোম্পানি অনেক সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই কোম্পানি কাচ উত্পাদনে অফরন্তর সংস্কার চালিয়ে আসছে। এই কোম্পানি অবশেষে চীন দেশের প্রথম দফা ০ .৫ মিনিমিটার গভীরতার তরল কলাসের কাচ উত্পাদন করেছে। এই কাচ বিশ্বের আধুনিক মানে পৌছেছে। এ প্রসঙ্গে এই লিমিটেট কোম্পানির স্থায়ী উপ মহা ব্যবস্থাপক জাং ছং ব্যাখ্যা করে বলেন

এই নতুন পণ্যদ্রব্য বের হওয়ার পর আমাদের ঐতিহ্যবাহী উত্পাদন হাইটেক উত্পাদন ও নতুন ধরনের কৌশলগত উত্পাদ শিল্পে রুপান্তরি হওয়ার সম্ভাবনা হয়েছে। বতর্মানে জেনডুর জনগুয়াং লিকট্রিনিক বিজ্ঞান ও প্রযুক্তি লিমিটেট কোম্পানির তৈরী তরল কলাসের কাচ চীন দেশে অদ্বিতীয়। এই উত্পাদন লাইন পুরোপুরি মেধাস্বত্ত্বসম্পন্ন। আমাদের এই পণ্য দেশের শুণ্যতা পুরন করেছে। এই প্রকল্পের তত্পর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

নিম্ন কার্বন ডাইঅক্সাইড ও পরিবেশ সংরক্ষণ এখন চীনের অর্তনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়িয়েছে। বাড়ীঘর নির্মানে নিম্ন কার্বন ডাইঅক্সাইড ও পরিবেশ সংরক্ষণের পদ্ধতি খুঁজে বের করার জন্য চীনের নির্মাণ গোষ্ঠির অধীনে পেইশিন গোষ্ঠি অফুরন্ত প্রচেষ্টা চালিয়ে আসছে। সংশ্লিষ্ট উপাত্ত থেকে জানা গেছে , বতর্মানে চীনে ৪ হাজার কোটি বর্গমিটারের নির্মাণ কাজে ৯৯ শতাংশ নির্মান সামগ্রী উচ্চ জ্বালানী ব্যবহারকারী সামগ্রী। সুতরাং নির্মাণ কাজে যে জ্বালানী ব্যয় করা হয়েছে তা সমাজের মোট জ্বালানী ব্যয়ের ৪০ শতাংশ।

পেইশিং গোষ্ঠির নির্মানিত নতুন ধরনের বাড়িঘর থেকে 'জ্বালানী সাশ্রয় ও জমি বাঁচানোর বাড়ীঘরের' মর্ম প্রতিফলিত হয়েছে। জেনডু শহরের ছিনপাই চিয়াং অঞ্চলের উদ্যান গ্রামের প্রকল্প সারা চীনদেশে নির্মান গোষ্ঠির নিমির্ত নতুন ধরনের বাড়ীঘরের অন্যতম আদর্শ আবাসিক অঞ্চল। পেইশিং নির্মান গোষ্ঠি লিমিটেট কোম্পানির স্থায়ী মহা ব্যবস্থাপক উ শিয়া হুয়া এক সাক্ষাত্কারে বলেন,

এখানকার বাড়ীঘরগুলোতে শিল্পোন্নত দেশগুলোর নতুন ধরনের হালকা ইস্পাত কাঠামো ব্যবহার করা হয়েছে। এ সব নতুন নির্মান সামগ্রী সরাসরি উন্নত দেশগুলো থেকে আমদানি করা হয়েছে। বাড়ীঘরের বাইরে গরম সংরক্ষণের প্রযুক্তি নিয়োগ করা হয়েছে। জানালাগুলোতে ডার্বল নির্বাদ গ্লাস ব্যবহার করা হয়।

দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা কর্মসূচী চলাকালে চীন সরকার নির্মান সম্পদে সাশ্রয়ি ও পারিপাশ্বিক মৈত্রীর সমাজকে অর্থনীতির উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের কৌশল হিসেবে মনে করবে। চীনের নির্মান গোষ্ঠির অধীনে একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান হিসেবে ছেনডু জনগুয়াং লিকট্রিনিক বিজ্ঞান ও প্রযুক্তি লিমিটেট কোম্পানি এই কোম্পানি উন্নয়নের প্রক্রিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের পদ্ধতি প্রয়োগ করেছে। সাশ্রয় ও সবুজ শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ প্রসঙ্গে এই কোম্পানির মহা ব্যবস্থাপক জেন সু ছিয়াং বলেন,

আমাদের শিল্প প্রতিষ্ঠানের আকার সম্প্রসারনের সময় আমরা জ্বালানী সাশ্রয়ের দিকে বিশেষ মনোযোগ দিয়ে আসছি। আমাদের শিল্প প্রতিষ্ঠানে দূষিত পানি মোকাবিলার ব্যবস্থা আছে। সুতরাং এখানে দূষিত পানির নি:সরণ দেখা যায় না। এখানে বিষাক্ত গ্যাগের নিস্কাশন এত কম যা দেশের অন্যান্য জায়গায় খুব কম দেখা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের নির্মান গোষ্ঠি এই শিল্পের উন্নয়ন নিষয় অনুসরণ করে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের প্রাধান্য পুরোপুরি উদ্বুদ্ধ করেছে। যার ফলে সেকেলে সরঞ্জাম বাতিল করা হয়েছে, উত্পাদনের কার্যকরিতা বেড়েছে এবং উন্নয়ন পদ্ধতির রুপান্তর তরান্বিত করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040