Web bengali.cri.cn   
' বিনিয়োগকারীদের মূনাফা অর্জনের জন্য সাহায্য দেয়া'
  2011-06-16 19:37:08  cri
চীনের রেল মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, জুন মাসের শেষ দিকে পেইচিং-শাংহাই ইক্সপ্রেস রেলগাড়ির চালু শুরু হবে। টিকিটের দাম মোটামুটি নির্ধারিত হয়েছে। সবচেয়ে কম দাম ৪১০ রেন মিন পি হবে , সবচেয়ে বেশী দাম ১৭৫০ রেন মিন পি হবে । কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী টিকিটের দাম উঠা-নামা করা হবে।

শিংচিয়াং বোয়ঠালার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত বিভাগ থেকে জানা গেছে, চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে চীনের সবচেয়ে বড় স্থল বন্দর---আলাসেন স্থল বন্দর আনুষ্ঠানিকভাবে বহুমুখি করমুক্ত অঞ্চল প্রতিষ্ঠানের অনুমোদন পেয়েছে। এটা শিনচিয়াং উয়েগু স্বায়ক্তশাসিত অঞ্চলের প্রথম বহুমুখি করমুক্ত অঞ্চল। জানা গেছে, এই অঞ্চলের আয়তন ৫ দশমিক ৬ বর্গমিটার। তত্ত্ববধান ও অবকাঠামো বিনিয়োগে ৮০ কোটি রেন মিন পি ব্যয় করা হবে বলে অনুমান করা হচ্ছে।

সংশ্লিষ্ট এক বৈঠক থেকে জানা গেছে, চীনের পশ্চিমাংশের ১২তম আন্তর্জাতিক মেলা গত অকটোবারে ছেনডু শহরে শুরু হবে। জানা গেছে , জাপান, জর্মানি, ডেনমার্কসহ ৪৮টি দেশ ও অঞ্চল এই মেলায় অংশ নেবে। মেলা চলাকালে আন্তর্জাতিক সহযোগিতা ফোরামের আয়োজন করা হবে।

চীনের পরিবহণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, আগামী ৫ বছর ইয়াংসি নদীর গুরুত্বপূর্ণ জলপথের নির্মান কাজে চীন সরকার ৩৬০০ কোটি রেন মিন পি বরাদ্দ করবে। জানা গেছে, আগামি ৫ বছরের মধ্যে ইয়াংসি নদীর প্রধান প্রধান জলপথে বড় আকারের সংস্কার চালানো হবে।

চীনের শুল্ক অধিদফতর সম্প্রতি প্রকাশিত এক উপাত্তে জানা গেছে, চলতি বছরের প্রথম ৫ মাসে চীনের আমদানি-রফতানির মোটমূল্য ১৪ দশমিক ১৭৯ ট্রিলিয়ান মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৪ শতাংশ বেশী।

চীনের গণ ব্যাংক সম্প্রতি জানিয়েছে, এ বছর স্থিতিশীল মূদ্রা নীতি অব্যহত থাকবে। একটি রিপোটে বলা হয়েছে, ২০১১ সাল দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার প্রথম বছর। অর্থনীতির স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত গতিতে উন্নয়নের অনুকূল শর্ত আছে। এর পাশাপাশি চীনের অর্থনীতি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। এ সব সমস্যার সমাধান করা হলে ইতিবাচক পদক্ষেপ নেয়া উচিত।

সম্প্রতি সমাপ্ত থিয়েচিন আন্তর্জাতিক সেলফোন মেলায় চীনের টেলিযোগাযোগ শিল্প প্রতিষ্ঠান সমিতির উপ মহা সচিব ছিয়েন চিন ছুন ব্যাখ্যা করে বলেন, গত এপ্রিল পযর্ন্ত সেলফোনের মাধ্যমে চীনের নেটওয়াট নাগরিকের সংখ্যা ৩০ কোটি ৩০ লাখ । ২০১৩ সাল নাগাদ সেলফোনের মাধ্যমে নেটওয়াট নাগরিকের সংখ্যা কম্পিউটার নেটওয়াট নাগরিকদের চেয়ে বেশী।

চীনের তৃতীয় পরিসেবামুলক বাণিজ্য বৈঠক সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রী জেন ডে মিন বলেন, আগামী কয়েক বছরে চীনের পরিসেবামূলক বাণিজ্য নতুন উন্নয়নের পথে উন্নীত হবে।

এতক্ষণ সংক্ষিপ্ত কয়েকটি অর্থনীতির খবর শুনলেন। এখন শুনুন একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: ' বিনিয়োগকারীদের মূনাফা অর্জনের জন্য সাহায্য দেয়া'

চিলিন প্রদেশের পূর্বাঞ্চলের ইয়াংচি শহর কোরীয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগের রাজধানী। ইয়াংচি চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সংলগ্ন ঠুমেনচিয়াং অঞ্চলে অবস্থিত। তার চারপাশে ১২টি বৈদেশিক স্থল বন্দর আছে। ইয়াংচি শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়াংবিয়েন নবোদিত শিল্প অঞ্চল আঞ্চলিক প্রাধন্য ও উত্পাদন শিল্পের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে অল্প কয়েক বছরের মধ্যে এই শহরের ভবিষ্য উন্নয়নের চালিকা যন্ত্রে পরিণত হয়েছে।

২০০৬ সালের জুন মাসে চিলিন প্রদেশের অনুমোদনে ইয়াংবিয়েন নবোদিত শিল্প অঞ্চল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালের অগ্যাষ্ট মাসে ইয়াংচি শহর এ অঞ্চল ব্যবস্থপনা করার দায়িত্ব গ্রহণ করে। একই বছর ইয়াংচি শহরের প্রথম উপ মেয়র লি জিয়েন চি এই নবোদিত শিল্প অঞ্চলের ব্যবস্থাপনা কমিশনের মহা পরিচালক হিসেবে নিয়োগ করা হয়। দেখা যায় যে, ইয়াংচি পৌ সরকার এই নবোদিত শিল্প অঞ্চলের ওপর অত্যন্ত গুরুত্বআরোপ করে। এক বছর উন্নয়নের পর , শিল্প অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজে মোট ৫২. ৫ কোটি রেন মিন পি ব্যয় করা হয়েছে।বতর্মানে দেশ বিদেশের ৩৭টি নাম-করা শিল্প প্রতিষ্ঠান এ শিল্প অঞ্চলে নিবন্ধ করেছে।

ইয়াংবিয়েনের নবোদিত শিল্প অঞ্চলের ব্যবস্থাপনা কমিশনের ভবনে প্রবেশ করে প্রথমে ভবনটির ছাদে ঝোলানো ব্যানার লোকজনের চোখে পড়ে। এ বড় ব্যানাতে একটি শ্লোগান লেখা আছে। এ শ্লোগান হল: ' বিনিয়োগকারীদের জন্য চিন্তভাবনা করা ' । ইয়াংচি শহরের প্রথম উপ মেয়র , ইয়াংবিয়েন নবোদিত শিল্প অঞ্চলের ব্যবস্থাপনা কমিশনের চেয়ারম্যান লি জুন জি ব্যাখ্যা করে বলেন,

বিনিয়োগকারীরা তাদের ব্যবসায় মূনাফা পাওয়ার পর তারা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারেন। তা ছাড়া , তারা কর আদার করেন। আসলে তারা সমাজের জন্য অবদান রেখেছেন। আমরা তাদের সেবার করি , এর পরিবর্তে তারা জনসাধারণের সেবা করবেন।

উপ মেয়র লি নবোদিত শিল্প অঞ্চলের বিভিন্ন দিকের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছেন। এই অঞ্চলের রেনসেন উত্পাদন উদ্যান সাংবাদিকদের মনে গভীর ছাপ ফেলেছে।

জানা গেছে, চীনের রেনসেনের উত্পাদন পরিমাণ বিশ্বের রেনসেন উত্পাদন পরিমানের ৭৮ শতাংশের কাছাকাছি। তাদের মধ্যে ২০ শতাংশ প্রধানত দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকান অঞ্চলে রফতানি করা হয়। চীনের ৮০ শতাংশ রেনসেন চিলিন প্রদেশে চাষ করা হয়। বাকী ২০ শতাংশ হেলংচিয়াং , লিওনিন ও হোপেইসহ কয়েকটি জায়গায় চাষ করা হয়। কোন কোন লোক পর্যালোচনা করে বলেছেন, বিশ্বের রেনসেন চীনে, চীনের রেনসেন চিলিন প্রদেশে। কিন্তু চিলির রেনসেন প্রধানত ইয়াংবিয়েনে। সুতরাং রেনসেনের উত্পাদন শিল্প ইয়াংবিয়েনের ভবিষ্যত উন্নয়নের সবচেয়ে বড় সম্পদ বলে গণ্য করা হয়।

রেনসেনের মূল্য সবাই হয়তো জানে। বতর্মানে চীনের বাজারে বিশ্ব বিখ্যাত রেনসেন দেখা যায় না। এ প্রসঙ্গে উপ মেয়র লি বলেন, এখন থেকে চিলিন প্রদেশের রেনসেন মার্ক পণ্যদ্রব্য হিসেবে তৈরী করা হবে। এ জন্য চিলিন প্রাদেশিক সরকার রেনসেন উত্পাদন শিল্পের একটি কার্যালয় গঠন করেছে। তিনি বলেন,

চিলিনে উত্পাদনকৃত রেনসেনের গুণগতমান বাড়ানোর জন্য লিচিনের প্রাদেশিক সরকার স্থায়ী কর্মসূচী প্রণয়ন করেছে। এখন থেকে এই লক্ষ্যবস্তু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মহলের মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। অদূর ভবিষ্যতে চীনের চিলিন প্রদেশের উত্পাদন করা রেনসেন বিশ্বের মার্ক রেনসেনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বতর্মানে ইয়াংবিয়েন নবোদিত শিল্প অঞ্চলে অনেক বিদেশী শিল্প প্রতিষ্ঠান আছে। বিশ্বের অনেক দেশ এখানে বিনিয়োগ করতে এসেছে।

দেশ-বিদেশের শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনার পাশাপাশি, সমাজের কার্যকরিতাও ইয়াংবিয়েনের নবোদিত শিল্প অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ উপাদান। নম্ন র্কাবান ডাইঅক্সাইড ব্যবহারকারী অর্থনীতি উন্নয়ন অঞ্চল গঠন করা ইয়াংবিয়েন নবোদিত শিল্প অঞ্চলের উন্নয়নের ধারণা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040