|
চীনের বিভিন্ন জায়গায় বিধানকারি বসতবাড়ির নির্মান কাজে সমর্থন করার জন্য সম্প্রতি চীনের অর্থমন্ত্রণালয় আরও ১৮০০ কোটি ইইয়ানের ভতুর্কি বরাদ্দ করেছে।
ছ'দিন ব্যাপী ১৪তম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উত্পাদন শিল্প মেলা সম্প্রতি সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। প্রতি বছরের মে মাসে পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি উত্পাদন শিল্প মেলা অনুষ্ঠিত হয়।
চীনের পরিবহণ ব্যাংকের গর্ভনার নিউশিমিন সম্প্রতি বলেছেন, ২০২০ সাল নাগাদ ব্যাংকিং বাজারে চীনের ধন ব্যবস্থাপনার অনুপাত ১৫ থেকে ২০শতাংশ হয়ে দাঁড়াবে।
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের কৃষি ও গ্রামাঞ্চলের উন্নয়ন ইনস্টিটিউটসহ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ' চীনের সহযোগিতা ও অর্থনীতির বার্ষিক কৃতিত্ব পুরস্কার ২০১০ ' সম্প্রতি হোপেই প্রদেশের সিচিয়াছুং শহরে বিতরণ করা হয়।
এতক্ষণ শুনলেন কয়েকটি সংক্ষিপ্ত অর্থনীতির খবর। এখন শুনুন একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: 'চীনের পরিসেবা ক্ষেত্রে বৈদেশিক ঠিকাদার উত্পাপদন শিল্পের ভবিষ্যত উজ্জ্বল'
সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরিসেবা ক্ষেত্রে বৈদেশিক ঠিকাদার উত্পাদন শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। প্রতি বছর এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ বেশী। চীনের বাজারের সুপ্ত শক্তি বিশ্বের পরিসেবা ক্ষেত্রে বৈদেশিক ঠিকাদারের নুতন সুযোগ ও প্রবৃদ্ধির সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে।
এ ক্ষেত্রের ব্যবসা হল: আইটি ব্যবসার গবেষণা, পরিবহণ ও রক্ষণাবেক্ষণা , তথ্য ও প্রযুক্তি । এ সব ব্যবসা ঠিকাদারিদের দায়িত্বে চালু করা হয়।
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে চীনের পূর্বাঞ্চলের শহর হ্যাংযোর লিনছুয়াং সফটওয়ে ব্যবস্থা লিমিটেট কোম্পানি হল বিশেষভাবে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকের জন্য তথ্য ব্যবস্থার চালু ও রক্ষণাবেক্ষণা ক্ষেত্রের বৈদেশিক ঠিকাদার পরিসেবা কোম্পানি। যেমন ইউরোপের একটি ব্যাংকের কম্পিউটার উপাত্ত ব্যবস্থা বিকল হওয়ার পর এই লিমিটেট কোম্পানির বৈদেশিক ঠিকাদারীরা একটি নিরাপদ নেটওয়াক ব্যবস্থার মাধ্যমে হ্যাংযোতে এই বিকল পরিস্থিতির সমাধান করে ফলে।
পরিসেবা ক্ষেত্রের ঠিকাদার বলতে সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলোর গুরুত্বহীন ব্যবসাকে অন্যদের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়াকে বোঝায়।
এভাবে বিপুল পরিমাণের মূল্য বাঁচানো হয়েছে। অন্য দিকে এ সব কোম্পানি মন দিয়ে নিজেদের কেন্দ্রীয় ব্যবসা চালাতে পারে।
এ সফটওয়েট ব্যবস্থা কোম্পানির প্রশাসন বিভাগের ম্যানিজার গু মিন বলেন, কোম্পানিটি গঠনের প্রথম দিকে মাত্র কয়েক জন কর্মচারি। কিন্ত ২০১০ সালে কর্মচারিদের সংখ্যা দশ হাজারের মতো । আমদানির মোটমূল্য এক কোটি মার্কিন ডলার বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, চীনের সুষ্ঠু বিনিয়োগ পরিবেশের কারণে লিনছুয়াং কোম্পানির দ্রুত উন্নতি হয়েছে। তিনি বলেন,
সাম্প্রতিক বছরগুলোতে আমাদের কোম্পানির সুষ্ঠু উন্নয়ন হয়েছে। বিশেষ করে হ্যানযোতে । ২০০৭ সালেরে পর চীন দেশ এ ক্ষেত্রের ওপর বিশেষভাবে মনোযোগ দিয়ে আসছে। বিশেষ করে এই ব্যবসার উন্নতি উত্সাহ দেয়ার জন্য অর্থনৈতিক সংকটের পর দেশে ধারাবাহিক নীতি প্রণয়ন করা হয়েছে। তা ছাড়া , জেচিয়াং প্রদেশ ও হ্যানযো শহরও এই ব্যবসাকে সর্মথন করে।
চীনের উপ বাণিজ্য মন্ত্রী ওয়াং চাও সম্প্রতি একটি মেলায় বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের পটভূমিতে পরিসেবা ক্ষেত্রের বৈদেশিক ঠিকাদার ব্যবসার দ্রুত উন্নতি হয়েছে। তিনি বলেন, সমাজের স্থিতিশীলতা ও সুষ্ঠু বিনিয়োগ পরিবেশের কারণে এ ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে এবং উন্নয়নের ভবিষ্যত উজ্জ্বল। এ প্রসঙ্গে তিনি বলেন,
এ ক্ষেত্রের ব্যবসাকে উত্সাহ দেয়ার জন্য ধারাবাহিক নীতি প্রণয়ন করা হয়েছে। ২০০৯ ও ২০১০ সালে চীন হ্যানযোসহ ২১টি শহরকে পরিসেবা ক্ষেত্রে চীনের আদর্শ বৈদেশিক ঠিকারদার শহর হিসেবে নির্ধারণ করেছে। অর্থ, কর, ব্যাংকিং , টেলিযোগযোগ ও মেধাতত্ত্ব ক্ষেত্রে ৩০টিরও বেশী নীতি প্রণয়ন করা হয়েছে।
গত ৩০ বছরে উন্নত দেশগুলো তাদের নির্মান শিল্পকে ধীরে ধীরে ঠিকাদারীদের কাছে হস্তান্তর করেছে। পরিসংখ্যাণ অনুযায়ী, বিশ্ব নির্মান শিল্পের উত্পাদন মূল্যে চীনের অনুপাত ৮ থেকে ১০ শতাংশ। ' মেট ইন চায়না' বিশ্ববিখ্যাত। উন্নত দেশগুলোতে জি ডি পির ৭০ শতাংশ হল পরিসেবা শিল্প।
চীনের শিল্প ও তথ্য মন্ত্রণালয়ের সবর্শেষ উপাত্ত থেকে জানা গেছে, ২০১০ সালে পরিসেবা ক্ষেত্রে চীনের বৈদেশিক ঠিকাদার মূল্য ২ কোটি ৭০ লাখ রেন মিন পি হয়েছে তা ২০০৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশী। চীনের আন্তর্জাতিক বিনিয়োগ উন্নয়ন কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান চৌ মিন বলেন, বতর্মান পরিস্থিতিতে পরিসেবা ক্ষেত্রে চীনের বৈদেশিক ঠিকাদার ব্যবসা আরও জোরাদার করা উচিত। তিনি বলেন,
পরিসেবা ক্ষেত্রে বৈদেশিক ঠিকাদার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ষ্পষ্টভাবে অনুভব করতে পারি যে, বৈদেশিক ঠিকাদা উল্লেখ করলে লোকেদের মনে প্রথমে ভারতের কথা পড়ে।সুতরাং ভবিষ্যতে বৈদেশিক ঠিকাদার উল্লেখ করলে প্রথমে চীনের কথা মনে পড়া উচিত।
তিনি মনে করেন, এ ক্ষেত্রে ব্যবসা বাড়াতে চাইলে দক্ষ ব্যক্তি একান্ত প্রয়োজন। বতর্মানে এ ক্ষেত্রে দক্ষ ব্যক্তির অভাব দেখা দিয়েছে। সুতরাং ভবিষ্যতে এ ক্ষেত্রের দক্ষ ব্যক্তিকে তৈরী করা উচিত।
চীনের আন্তর্জাতিক বিনিয়োগ উন্নয়ন কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান চৌ মিন বলেন, দেশের ভর্তুকি ছাড়া বতর্মানে দেশের বিভিন্ন শহরে বৈদেশিক ঠিকাদারের দক্ষ ব্যক্তিকে তৈরী কেন্দ্রে প্রশিক্ষণ চালু হয়েছে। ২০১০ সাল নাগাদ ৮ লাখ দক্ষ ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়া হবে।
জানা গেছে. যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং বৈদেশিক ঠিকাদার কোম্পানিতে ভর্তি হয়েছে তাদেরকে ৪৫০০ ইউয়ানের ভর্তুকি দেয়া হয়। তা ছাড় প্রশিক্ষণ সংস্থাও ৫০০ ইউয়ানের ভর্তুকি পায়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |