Web bengali.cri.cn   
আগামী বছরের অর্থনৈতিক নীতি নির্ধারনের জন্য পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল করা উচিত
  2010-12-30 20:08:56  cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৮ ডিসেম্বর জোর দিয়ে বলেন, চীন বিজ্ঞানসঙ্গত উন্নয়নের ভিত্তিতে ও অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন দ্রুততর করার আলোকে গভীরভাবে সংস্কার ও উন্মুক্তকণ অনুসরণ করে জনসাধারণের জীবিকা নিশ্চিত ও উন্নত করা এবং অর্থনীতি স্থিতিশীল উন্নয়ন তরান্বিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে। সম্প্রতি চীনের কমিউনিষ্ট পাটির পলিট ব্যুরোর আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনসাধারণের কেনাকাটার ক্ষমতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দীর্ঘস্থায়ী ব্যবস্থা তৈরী করা উচিত। ঐতিহ্যবাহী উত্পাদন শিল্প উন্নত করা উচিত। কৌশলগত নতুন নবোদিত উত্পাদন শিল্প বিকশিত করা উচিত। সম্প্রতি চীনের শিল্প ও তথ্য উন্নয়ন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানা গেছে, ১১তম পাঁচশালা পরিকল্পনা চলাকালে সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নি:সরণ কমানো ক্ষেত্রে পেইচিং শহর লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। পেইচিং শহরের অর্থনীতি ও তথ্যকায়ন কমিশনের ভাইস চেয়ারম্যান চিয়াং গুয়ে পিং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সেকেলে শিল্প প্রতিষ্ঠান বাতিল করা ও সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নি:সরণের পরিমাণ কমানোর সংশ্লিষ্ট পদক্ষেপগুলো কার্যকর করার ফলে সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং শহরের জ্বালানি ও পানির ইউনিট ব্যয়ের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে। ২৯ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের আয়োজিত এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ২০১১ থেকে ২০১০ সাল পযর্ন্ত চীন প্রাকৃতিক বনের সম্পদ সংরক্ষণের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প কার্যকর করবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী দশ বছরের প্রচেষ্টায় নতুন করে বাড়ানো বনের আয়তন ৫২ লাক হেক্টর হয়ে দাঁড়াবে । তখন প্রাকৃতিক পরিবেশ ও বন অঞ্চলে বসবাসরত জনসাধারণের জীবনযাত্রা আরও উন্নত হবে। চীনের পশ্চিমাঞ্চলের সেনসি প্রদেশ আগামী পাঁচ বছরে হুয়েহো নদীর বহুমুখী সংস্কারে ৬০৬৮ কোটি রেন মিন পি বরাদ্দ করার সিদ্ধন্ত নিয়েছে। হুয়েহো নদীকে সিনসির ‘মাতা নদী’ বলে গণ্য করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এই নদীর বন্যা প্রতিরোধ ও নদীর দূষণ সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে।পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে এই নদী একটি দূষনমুক্ত নদীতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এতক্ষণ কয়েকটি সংক্ষিপ্ত অর্থনীতির খবর শুনলেন। এখন শুনুন একটি প্রতিবেদন । প্রতিবেদনটির শিরোনাম : ‘ আগামী বছরের অর্থনৈতিক নীতি নির্ধারনের জন্য পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল করা উচিত’ শ্রোতা বন্ধুরা সদ্য সমাপ্ত চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির বার্ষিক অর্থনীতি কর্ম সম্মেলনে ২০১১ সালের অথর্নীতি উন্নয়নের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থনীতির কাঠামো পুনরুদ্ধার করা , পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল করা , জনসাধারণের জীবিকা নিশ্চিত করা , সংস্কার তরান্বিত করা আগামী বছর চীনের নতুন দফা অর্থনীতি উন্নয়নের প্রধান দিকস্থিতি । আগামী বছর এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রকল্প ও পুঁজিবিনিয়োগ লক্ষ্যনীয়ভাবে প্রবৃদ্ধি পাবে। প্রতি বছরের শেষ দিকে চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। আগামী বছর থেকে চীনের ১২তম পাঁচশালা পরিকল্পনা কার্যকর করা হবে। সুতরাং এই লক্ষ্যমাত্রাকে আগামী পাঁচ বছরে চীনের উন্নয়নের দিকস্থিতি বলে মনে করা হয়। এবারের সম্মেলনে ষ্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যে, আগামী পাঁচ বছরে অর্থনীতি উন্নয়নের পদ্ধতি পরিবর্তন করতে হবে, অর্থনীতির কাঠামো দ্রুততর করতে হবে, অভ্যন্তরীণ চাহিদা আরও সম্প্রসারণ করতে হবে। তা ছাড়া অর্থনীতি প্রবৃদ্ধি বিশেষ করে নাগরিকদের ভোক্তার চাহিদা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। এর পাশাপাশি কর্মসংস্থান , বেতানের ভাগাভাগিসহ জনসাধারণের স্বার্থ জড়িত বিষয়ের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক এ্যাকেডিমির বিশ্ব অর্থনীতি গবেষণালয়ের মহা পরিচালক জেন ফেন ইং মনে করেন, অভ্যন্তরীণ চাহিদা চাঙ্গা করা চীনের ভবিষ্যত অর্থনীতির নতুন উন্নয়নের বিন্দু । ভবিষ্যতে জনসাধারণের ভোক্তার ক্ষমতা বাড়াতে হবে , জনসাধারণের বেতন মৌলিকভাবে বাড়াতে হবে এবং সামাজিক নিশ্চয়তা সম্পূর্ণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চাইলে জনসাধারণের কেনাকাটার ক্ষমতা বাড়াতে হবে। এবারের সম্মেলনে প্রকাশিত এক দলিলপত্রে জোর দিয়ে বলা হয়েছে, জনসাধারণের কেনাকাটার ক্ষমতা বাড়নোর জন্য অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার করা উচিত। এর পাশাপাশি জনসাধারণের ভোক্তার শর্ত উন্নত করা উচিত এবং ভোক্তার নতুন ক্ষেত্র তৈরী করা উচিত। জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন করার ক্ষেত্রে আর্থিক বরাদ্দ করা উচিত। সেবামূলক শিল্পের নির্মাণ কাজ দ্রুততর করা উচিত। শিক্ষা, চিকিত্সা , বসতি, কর্মসংস্থান ও সমাজ নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে বিশেষ আর্থিক বরাদ্দ দেয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখিত ক্ষেত্রে চীন লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। কিন্তু এই সাফল্য জনসাধারণের চাহিদাপূরণ থেকে দূরত্ব রয়েছে। বিশেষ করে বাড়ীঘরের দাম আকাশচুম্বী হচ্ছে। জনসাধারণের প্রয়োজনীয় ফ্ল্যাথবাড়ী কেনার ক্ষমতা নেই। এবারের সম্মেলনে জোর দিয়ে বলা হয়েছে, বসতি নিশ্চয় ব্যবস্থার নির্মাণ কাজ দ্রুততর করতে হবে। তা ছাড়া, আগামী কয়েক বছরের মধ্যে নিম্ন আয়ভৌগীদের জন্য ভাড়াটে বাড়ীঘর নির্মাণের গতি দ্রুততর করতে হবে। চলতি বছরের শুরু থেকে চীনের সম্মুখীন মুদ্রাস্ফীতির চাপ ক্রমেই বেড়েছে। গত নভেম্বর চীনের সি পি আইয়ের বৃদ্ধি হার ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ অবস্থা নিয়ন্ত্রনে আনার জন্য এবারের সম্মেলনে আগামী বছরে ইতিবাচক আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রা নীতি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে চীনের অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও বিজ্ঞান গবেষণালয়ের মহা পরিচালক জা খ্যাং বলেন, ভবিষ্যতে ইতিবাচক আর্থিক নীতি অনুসরণ করা হলে এ ক্ষেত্রের কাঠামো পুনরুদ্ধার করতে হবে। জনসাধারণের কেনাকাটার ক্ষমতা বাড়ানো এ ক্ষেত্রের প্রধান কাজ। তা ছাড়া নবোদিত উত্পাদন শিল্পে ক্ষেত্রে বিশেষ আর্থিক বরাদ্দ করতে হবে। এতক্ষণ একটি প্রতিবেদন শুনলেন। শোনার জন্য ধন্যবাদ।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040