বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) রাশিয়ার অন্তর্ভুক্তির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় দেশটির অন্তর্ভুক্তির বিষয় নিয়ে টেলিফোনে কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির জন্য ১৯৯৩ সাল থেকে চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া। কিন্তু ২০০৮ সালের আগস্টে জর্জিয়ায় আগ্রাসন চালানোর কারণে এ সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে পুনরায় আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। (সূত্র: ইন্টারনেট)