বিশ্বব্যাংক মনে করছে, আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্যের আরেক দফা বৃদ্ধি এবং বৈশ্বিক আর্থিক সংকট উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতিতে সমস্যার সৃষ্টি করছে। চলতি সপ্তাহে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
জোয়েলিক বলেন, অনেক উন্নয়নশীল দেশ এখনো ২০০৮ সালের খাদ্য সংকটের ধাক্কা সামলিয়ে উঠতে পারেনি। এ অবস্থায় নতুন করে খাদ্যমূল্য বৃদ্ধি তাদের জন্য সংকট তৈরি করবে। বিশেষ করে গত কয়েক মাস ধরে গমের অস্থির বাজার এবং মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য খাদ্যশস্যের ওপরও চাপ তৈরি হয়েছে। ফলে দামও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় বিকল্প এখনই খুঁজে বের করতে হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংক ইতোমধ্যেই ২০০৭-০৮ সালে খাদ্য সংকটে পড়া উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতার জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে।
গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে গমের দাম ৬০ থেকে ৮০ শতাংশ এবং ভুট্টার দাম ৪০ শতাংশ বেড়েছে। (সূত্র: এএফপি)