গত তিন মাসে গাড়ি আমদানি বেড়েছে শ্রীলঙ্কায়। চলতি সপ্তাহে দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানায়। শুল্ক বিভাগের মহাপরিচালক সুধর্মা করুণারত্নে জানান, তাদের বিভাগ থেকে প্রতিদিন গড়ে ৪৫০টি থেকে ৫০০টি গাড়ি ছাড় করা হচ্ছে। শ্রীলঙ্কার বাজারে রিকন্ডিশন্ড গাড়ির প্রাধান্যই বেশি।
২০০৮ সালে গাড়ি আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কারোপ করে শ্রীলঙ্কার সরকার। এর প্রভাবে ২০০৯ সালের অক্টোবরে দেশটিতে গাড়ি আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ৫৪ শতাংশ কমে যায়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণদানের শর্ত পালন করতে শ্রীলংকা সরকার গত জুন মাসে গাড়ি আমদানিসহ বেশ কয়েকটি খাতে শুল্ক কমিয়ে আনে। এতে দেশটির আমদানি শুল্ক বাবদ রাজস্ব আয়ও বেড়েছে। গৃহযুদ্ধ-পরবর্তী নির্মাণ ও পুনর্বাসন কাজের ব্যাপক অগ্রগতির পরিপ্রেক্ষিতে চলতি বছর ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা করছে এশিয়ার এ দ্বীপরাষ্ট্র। (সূত্র: সিনহুয়া)