মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বাড়াচ্ছে না বাংলাদেশ। দেশটির কেন্দ্রীয় ব্যংকের গভর্নর ড. আতিউর রহমান চলতি সপ্তাহে জানিয়েছেন, "এখনই ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর ইচ্ছা কেন্দ্রীয় ব্যাংকের নেই। কারণ, এতে আমদানিকারকরা লাভবান হলেও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশের অর্থনীতি আরো মজবুত ভিত্তির ওপর দাঁড়ানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।"
সম্প্রতি অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর সুপারিশ করেছিল। কমিটির যুক্তি ছিল, ডলারের বিপরীতে টাকার মান বাড়ালে পণ্য আমদানিতে খরচ কমবে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে টাকার মূল্যমান বৃদ্ধিতে রপ্তানিকারদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি তাদের জন্য ডলারপ্রতি ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছিল।