ভারতে চা উত্পাদন কমার আশঙ্কা
2010-10-07 17:29:38 cri
চলতি বছর ভারতে চায়ের উত্পাদন কমে যাওয়ার আশঙ্কা করছে দেশটির চা বোর্ড। উত্তর ভারতে অতিবৃষ্টির কারণে চা বাগানের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রেক্ষাপটে এ আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এ সপ্তাহে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে চা বোর্ডের চেয়ারম্যান বাসুদেব ব্যানার্জি বলেন, গতবছর ভারতে প্রায় ৯৮ কোটি কেজি চায়ের উত্পাদন হলেও এবার মোট উত্পাদন থেকে ১ কোটি কেজির বেশি চায়ের উত্পাদন কমে যেতে পারে। আগামী মাসে চায়ের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানানো সম্ভব হবে বলেও তিনি জানান। ভারতের মোট চা উত্পাদনের ৭৫ ভাগই আসে উত্তর ভারত ও আসামের চা বাগানগুলো থেকে। বছরের শুরুতে চা বাগান ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে প্রত্যাশিত উত্পাদন পাওয়া সম্ভব হবে না বলে তিনি জানান। (সূত্র: পিটিআই)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা