Web bengali.cri.cn   
এশিয়ায় এবছর প্রবৃদ্ধি হতে পারে ৮.২ শতাংশ
  2010-09-30 19:44:16  cri

এশিয়ার উন্নয়নশীল দেশগুলো চলতি বছর গড়ে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২৮ সেপ্টেম্বর অঞ্চলের বিভিন্ন দেশে একযোগ প্রকাশিত 'এশিয়ার অর্থনৈতিক পর্যালোচনা ২০১০' শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় এ আঞ্চলিক ব্যাংক। এ নতুন পূর্বাভাসের মাধ্যমে অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর গড় প্রবৃদ্ধি সংক্রান্ত আগের পূর্বাভাস থেকে সরে এল এডিবি। আগের পূর্বাভাসে এডিবি জানিয়েছিল ২০১০ সালে দেশগুলো সম্মিলিতভাবে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তবে প্রতিবেদনে আশংকা ব্যক্ত করা হয়েছে যে, চলতি বছর ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও আগামী বছর উন্নয়নশীল এশিয়ায় প্রবৃদ্ধির হার কমে ৭ দশমিক ৩ শতাংশে নেমে যেতে পারে।

এশিয়ার অঞ্চলভিত্তিক প্রবৃদ্ধি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, হংকং, চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানসহ শুধু পূর্ব এশিয়ার দেশগুলোতে এ বছর গড়ে ৮ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এ ছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের রপ্তানি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গড় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছতে পারে। আগের পূর্বাভাসে এডিবি জানিয়েছিল, এশিয়ার এ দুটি অঞ্চলে এ বছর যথাক্রমে ৮ দশমিক ৩ শতাংশ ও ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির নেতৃত্ব দেবে ভারত। দেশটির প্রবৃদ্ধি হতে পারে এ বছর ৮ দশমিক ৭ শতাংশ। আর অঞ্চলের গড় প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৭ দশমিক ৪ শতাংশে। এককভাবে আফগানিস্তানে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ, ভুটান ও শ্রীলঙ্কায় ৭ শতাংশ করে এবং বাংলাদেশে ৬ দশমিক ৩ শতাংশ।

এডিবির প্রতিবেদনে দেশগুলোর সম্ভাব্য গড় মুদ্রাস্ফীতি নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এ বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে গড়ে ৪ দশমিক ১ শতাংশ মুদ্রাস্ফীতি হতে পারে। তবে আগামী বছর মুদ্রাস্ফীতির এ হার কমে ৩ দশমিক ৯ শতাংশে নেমে যেতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দা-পূর্ববর্তী অবস্থায় এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং ইতোমধ্যেই মন্দা কাটিয়ে উঠা সত্ত্বেও শিল্পোন্নত দেশগুলোর তুলনায় এ অঞ্চলের দেশগুলোর মাথাপিছু আয় এখনো অনেক কম। আর এ কারণেই বিশ্বের দরিদ্র মানুষের প্রায় দুই-তৃতীয়াংশের বাস এ অঞ্চলে।

এডিবি পরামর্শ দিয়েছে, ভবিষ্যত সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোর উচিত্ শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনের প্রতি মনোযোগী হওয়া। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য এবং উন্নত দেশগুলোর সঙ্গে মাথাপিছু আয়ের ব্যবধান কমিয়ে আনার জন্য উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর নীতিনির্ধারকদের উচিত পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করা।

প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, এ অঞ্চলের দেশগুলোর নিম্ন আয় ও মূলধন স্বল্পতার কারণে আগে যে ধরনের অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেওয়া হতো, বর্তমানে তা নেওয়ার সুযোগ নেই। কারণ বর্তমানে এ অঞ্চলের অনেক দেশই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং দেশগুলোতে মূলধনের প্রাচুর্যও চোখে পড়ার মতো। এ বিষয়গুলো মাথায় রেখেই অঞ্চলের নীতিনির্ধারকদের পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানায় অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করা এ ব্যাংক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040