Sunday Apr 27th   2025 
Web bengali.cri.cn   
খরায় ফিলিপাইনের প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা
  2010-09-16 20:58:08  cri
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাত্ এপ্রিল-জুন সময়ে, ফিলিপাইনের প্রবৃদ্ধি কমে ৭ শতাংশের নিচে নেমে আসতে পারে বলে সম্প্রতি এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে এই এশীয় দেশটির সরকার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এল নিনোর প্রভাবে সৃষ্ট খরায় দেশটির কৃষি ও মত্স্য খাতের উত্পাদন ব্যাহত হওয়ার কারণেই প্রবৃদ্ধি কমে যাওয়ার এ আশঙ্কা করছে ফিলিপাইন সরকার।

ফিলিপাইনের জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কর্তৃপক্ষের তরফে থেকে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৯ শতাংশের মধ্যে থাকতে পারে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ। সরকারি এ সংস্থাটি আরো জানায়, কৃষি ও মত্স্য খাতের উত্পাদনের ওপর এল নিনোর নেতিবাচক প্রভাবেই উত্পাদন ব্যাহত হয়েছে। এর আগে ফিলিপাইনের কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বছরের প্রথমার্ধে এল নিনোর প্রভাবে কৃষি উত্পাদন ২ দশমিক ৫৯ শতাংশ কমে গেছে। ফিলিপাইনের মোট দেশজ উত্পাদন বা জিডিপিতে কৃষি খাত ও মত্স্য খাতের অবদান শতকরা ২০ ভাগ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040