Web bengali.cri.cn   
মালয়েশিয়ার ইলেক্ট্রনিক পণ্যের রপ্তানি বেড়েছে
  2010-09-16 20:57:20  cri
গত জুলাই মাসে মালয়েশিয়ার ইলেক্ট্রনিক সামগ্রীর রপ্তানি এর আগের বছরের জুলাই মাসের তুলনায় ১৩.৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির অর্থমন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে মালয়েশিয়া থেকে ৫৫.৪৩ বিলিয়ন রিঙ্গিতের ইলেক্ট্রনিক পণ্য রপ্তানি হয়েছে। তবে ওই একই সময়ে দেশটি একই ধরনের ৪৮.৪১ বিলিয়ন রিঙ্গিতের পণ্য আমদানি করেছে। মালয়েশিয়ায় তৈরি ইলেকক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক সামগ্রীর ৪০ শতাংশ রপ্তানি হয় সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও হংকংয়ে। বিশ্ববাজারে মালয়েশিয়ায় তৈরি ইলেক্ট্রনিক সামগ্রীর চাহিদা বাড়ায় বর্তমানে তা দেশটির প্রধান রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মালয়েশিয়া বর্তমানে পাম তেল, তরল প্রাকৃতিক গ্যাসসহ নানা রাসায়নিক দ্রব্য রপ্তানি করে। (সূত্র: এএফপি)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040