জাপানের অর্থনীতির প্রবৃদ্ধি গতি গত তিন প্রান্তিকের মধ্যে সবচেয়ে নিচে নেমে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর ফলে বিশ্ব অর্থনীতির চলমান নাজুক পরিস্থিতিতে দেশটির অর্থনীতি আরেক দফা হোঁচট খেতে যাচ্ছে বলেই তাঁদের ধারণা।
বিশ্লেষকদের মতে, জাপানের অর্থনীতিতে ক্রমশ কমেছে প্রবৃদ্ধি। মন্দা উত্তরণের কাঙ্ক্ষিত গতি ধরে রাখতে তো পারছেই না, উপরন্তু দুর্বল হয়ে পড়ছে অর্থনীতি। গত জুন মাসে জাপানে বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ ছাড়িয়ে গেছে। বিস্ময়কর ধস নেমেছে গাড়ি ও বৈদ্যুতিক যন্ত্রাংশের উত্পাদনে। তাই শুধু রপ্তানির ওপর ভর করে জাপানের মন্দা উত্তরণ নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। গাড়ি ও যন্ত্রপাতির রপ্তানি তো কমেছেই, এসব পণ্যের অভ্যন্তরীণ চাহিদাও কমে গেছে।
এছাড়া, শিল্পোন্নত দেশগুলোর মধ্যে এ মুহূর্তে জাপানের সরকারি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এ ঋণভার কমানোর গুরু দায়িত্ব এখন নাওতো কানের সরকারের ওপর। তবে উত্পাদনের গতি কমে আসায় সরকারের ওপর এ চাপ আরো বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তার বলছেন, সরকারি ঋণ কমাতে চাইলেই সরকার তা পারবে না। কারণ, অর্থনীতিতে উত্পাদনের গতি কমে আসায় নতুন করে আরো প্রণোদনা কর্মসূচি দরকার হয়ে পড়েছে।